উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর মিরপুর থেকে র্যাব পরিচয়ে আব্দুস সালাম নামের একজন গার্মেন্টসকর্মীকে অপহরণের ঘটনায় খিলক্ষেত থেকে ছয়জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। একই সঙ্গে অপহৃত গার্মেন্টসকর্মীকে উদ্ধার করা হয়েছে। খিলক্ষেতের নিকুঞ্জ-২ এর ১/এ সড়কের ২১ নম্বর বাড়ির সামনে থেকে গতকাল বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাবনার আব্দুল লতিফ মল্লিকের ছেলে হারুন-অর-রশিদ (৪০), বাগেরহাটের হাসান হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৮), খুলনার নাসির উদ্দিন সরদারের ছেলে রবিউল সরদার (৩২), মাদারীপুরের আপেল উদ্দিন শেখের ছেলে জামাল শেখ (১৯), চাঁদপুরের আব্দুল কাশেমের ছেলে আব্দুল সাত্তার (১৯) এবং জামালপুরের খোরশেদ আলমের ছেলে মো. আশিক (২০)।
গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ আজকের পত্রিকাকে জানান, গত সোমবার মিরপুরের একটি বাসা থেকে গার্মেন্টসকর্মী আব্দুস সালামকে র্যাব পরিচয়ে মারধর করে ব্যক্তিগত গাড়িতে বাড্ডার দিকে নিয়ে যায়। গাড়িতে তোলার কিছুক্ষণ পরই র্যাব পরিচয়দানকারী অপহরণকারীরা গার্মেন্টসকর্মীর কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দিতে অস্বীকার করলে অপহরণকারী হারুনের বাসায় সালামকে আটকিয়ে রেখে সবাই মিলে মারধর করে। মারধরের একপর্যায়ে টাকা দিতে সে রাজি হয়।
নোমান আহমদ আরও জানান, পরে অপহরণকারীরা ওই গার্মেন্টসকর্মীর মোবাইল থেকে তাঁর মেয়েকে ফোন দিনে মুক্তিপণের টাকা দাবি করে। কিন্তু ভুক্তভোগীর মেয়ে এত টাকা দিতে পারবেন না বলে জানালে অপহরণকারীরা ৫ লাখ টাকায় রাজি হয়। সেই সঙ্গে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে সালামকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার বলেন, কিন্তু অপহৃত ওই গার্মেন্টসকর্মীর মেয়ে বিষয়টি র্যাবকে জানালে, র্যাব ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি করে ওই অপহরণকারী চক্রকে খিলক্ষেত থেকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে অপহৃত গার্মেন্টসকর্মীকে উদ্ধার করে।
গ্রেপ্তার হওয়া অপহরণকারীদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নোমান আহমদ বলেন, গ্রেপ্তার হওয়া অপহরণকারী চক্রটি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনী (ডিবি/র্যাব) পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করত। পরে সাধারণ মানুষের ওপর হামলা, অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি, শারীরিক নির্যাতন এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করত।
র্যাব কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজধানীর মিরপুর থেকে র্যাব পরিচয়ে আব্দুস সালাম নামের একজন গার্মেন্টসকর্মীকে অপহরণের ঘটনায় খিলক্ষেত থেকে ছয়জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। একই সঙ্গে অপহৃত গার্মেন্টসকর্মীকে উদ্ধার করা হয়েছে। খিলক্ষেতের নিকুঞ্জ-২ এর ১/এ সড়কের ২১ নম্বর বাড়ির সামনে থেকে গতকাল বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাবনার আব্দুল লতিফ মল্লিকের ছেলে হারুন-অর-রশিদ (৪০), বাগেরহাটের হাসান হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৮), খুলনার নাসির উদ্দিন সরদারের ছেলে রবিউল সরদার (৩২), মাদারীপুরের আপেল উদ্দিন শেখের ছেলে জামাল শেখ (১৯), চাঁদপুরের আব্দুল কাশেমের ছেলে আব্দুল সাত্তার (১৯) এবং জামালপুরের খোরশেদ আলমের ছেলে মো. আশিক (২০)।
গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ আজকের পত্রিকাকে জানান, গত সোমবার মিরপুরের একটি বাসা থেকে গার্মেন্টসকর্মী আব্দুস সালামকে র্যাব পরিচয়ে মারধর করে ব্যক্তিগত গাড়িতে বাড্ডার দিকে নিয়ে যায়। গাড়িতে তোলার কিছুক্ষণ পরই র্যাব পরিচয়দানকারী অপহরণকারীরা গার্মেন্টসকর্মীর কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দিতে অস্বীকার করলে অপহরণকারী হারুনের বাসায় সালামকে আটকিয়ে রেখে সবাই মিলে মারধর করে। মারধরের একপর্যায়ে টাকা দিতে সে রাজি হয়।
নোমান আহমদ আরও জানান, পরে অপহরণকারীরা ওই গার্মেন্টসকর্মীর মোবাইল থেকে তাঁর মেয়েকে ফোন দিনে মুক্তিপণের টাকা দাবি করে। কিন্তু ভুক্তভোগীর মেয়ে এত টাকা দিতে পারবেন না বলে জানালে অপহরণকারীরা ৫ লাখ টাকায় রাজি হয়। সেই সঙ্গে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে সালামকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার বলেন, কিন্তু অপহৃত ওই গার্মেন্টসকর্মীর মেয়ে বিষয়টি র্যাবকে জানালে, র্যাব ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি করে ওই অপহরণকারী চক্রকে খিলক্ষেত থেকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে অপহৃত গার্মেন্টসকর্মীকে উদ্ধার করে।
গ্রেপ্তার হওয়া অপহরণকারীদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নোমান আহমদ বলেন, গ্রেপ্তার হওয়া অপহরণকারী চক্রটি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনী (ডিবি/র্যাব) পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করত। পরে সাধারণ মানুষের ওপর হামলা, অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি, শারীরিক নির্যাতন এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করত।
র্যাব কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
৭ মিনিট আগেহলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
১৫ মিনিট আগেবরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
১ ঘণ্টা আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
১ ঘণ্টা আগে