নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি
ক্রমাগত অসন্তোষের মুখে আজ বুধবার থেকে ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলের ৪৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আরও ২৫টি কারখানা আজ ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও কারখানার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেআইনি ধর্মঘট, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় আশুলিয়ার শিল্পাঞ্চলে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে অস্থিতিশীল পরিস্থিতিতে বিরাজ করছিল। উদ্ভূত পরিস্থিতিতে ২০০৬ সালের শ্রম আইনের ১৩(১) ধারায় গতকাল মঙ্গলবার রাতে ৪৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর সামনে আজ অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে ।
নোটিশে উল্লেখ করা হয়, ১৩(১) ধারা অনুযায়ী কারখানা যত দিন বন্ধ থাকবে শ্রমিকেরা তত দিনের মজুরি পাবেন না।
বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়ার অরুনিমা গ্রুপের দুটি প্রতিষ্ঠান অরুনিমা স্পোর্টস ওয়্যার, ডিএমসি অ্যাপারেলস, এনভয় গ্রুপের তিনটি প্রতিষ্ঠান মানতা অ্যাপারেলস, এনভয় ফ্যাশন্স, এনভয় ডিজাইন, ফ্লোরেন্স গ্রুপের সিগমা ফ্যাশন্স লি., শারমিন গ্রুপের ইশায়াত অ্যাপারেলস লি., হামীম গ্রুপের ছয়টি প্রতিষ্ঠান দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার, অ্যাপারেলস গ্যালারি লি., রিফাত গার্মেন্টস, এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইং, আর্টিস্টিক ডিজাইন, নেক্সট কালেকশন্স, ডেকো গ্রুপ, এ ছাড়া ডেবোনেয়ার লি., ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ, স্টারলিং স্টাইলস, বান্দো ডিজাইন, মন্ডল নিটওয়্যারস লি., এআর জিন্স প্রডিউসার, সাদ ফ্যাশন্স, টেক্সটাউন, জেড থ্রি কম্পোজিটসহ ৪৫টি কারখানা।
জামগড়া এলাকার এনআরএন নিটিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেড বন্ধ ঘোষণা করা হয় ৪ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় টঙ্গাবাড়ী এলাকার ওয়াশ অ্যান্ড ওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানা ।
এনভয় কমপ্লেক্সের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপকের স্বাক্ষর করা বন্ধের নোটিশে উল্লেখ করা হয়েছে, ৮ সেপ্টেম্বর কারখানার শ্রমিকেরা শ্রম আইনবহির্ভূত অবৈধ ও অযৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে নিজ নিজ কাজ কর্ম বন্ধ করে দেন । কর্তৃপক্ষ বারংবার তাঁদের কাজে ফেরার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা কাজ না করে বসে থাকেন। অতঃপর কারখানা ও শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ওই দিন কারখানা ছুটি ঘোষণা করেন। একই কারণে ১০ সেপ্টেম্বর কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়। এরপরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ১৩(১) ধারা অনুযায়ী আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী সময় কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলায় তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।
পুলিশ জানায়, আজ আশুলিয়ার বেশির ভাগ কারখানাতেই শ্রমিকেরা কাজে যোগদান করেছিলেন। কিন্তু দুপুরের দিকে কয়েকটি কারখানায় অসন্তোষ শুরু হলে কারখানাগুলো ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। এভাবে আজ পর্যায়ক্রমে অন্তত ২৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ-১–এর (আশুলিয়া) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়াল আলম বলেন, ১৩(১) ধারায় ৪৫টি কারখানা ও বিভিন্ন কারণে আরও প্রায় ২৫টি কারখানা সাধারণ ছুটি দেওয়া হয়েছে। যাঁরা পারছেন তাঁরা কারখানা চালাচ্ছেন, যাঁরা পারছেন না, তাঁরা চালাচ্ছেন না। এ ছাড়া কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
ক্রমাগত অসন্তোষের মুখে আজ বুধবার থেকে ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলের ৪৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আরও ২৫টি কারখানা আজ ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও কারখানার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেআইনি ধর্মঘট, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় আশুলিয়ার শিল্পাঞ্চলে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে অস্থিতিশীল পরিস্থিতিতে বিরাজ করছিল। উদ্ভূত পরিস্থিতিতে ২০০৬ সালের শ্রম আইনের ১৩(১) ধারায় গতকাল মঙ্গলবার রাতে ৪৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর সামনে আজ অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে ।
নোটিশে উল্লেখ করা হয়, ১৩(১) ধারা অনুযায়ী কারখানা যত দিন বন্ধ থাকবে শ্রমিকেরা তত দিনের মজুরি পাবেন না।
বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়ার অরুনিমা গ্রুপের দুটি প্রতিষ্ঠান অরুনিমা স্পোর্টস ওয়্যার, ডিএমসি অ্যাপারেলস, এনভয় গ্রুপের তিনটি প্রতিষ্ঠান মানতা অ্যাপারেলস, এনভয় ফ্যাশন্স, এনভয় ডিজাইন, ফ্লোরেন্স গ্রুপের সিগমা ফ্যাশন্স লি., শারমিন গ্রুপের ইশায়াত অ্যাপারেলস লি., হামীম গ্রুপের ছয়টি প্রতিষ্ঠান দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার, অ্যাপারেলস গ্যালারি লি., রিফাত গার্মেন্টস, এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইং, আর্টিস্টিক ডিজাইন, নেক্সট কালেকশন্স, ডেকো গ্রুপ, এ ছাড়া ডেবোনেয়ার লি., ক্রসওয়্যার ইন্ডাস্ট্রিজ, স্টারলিং স্টাইলস, বান্দো ডিজাইন, মন্ডল নিটওয়্যারস লি., এআর জিন্স প্রডিউসার, সাদ ফ্যাশন্স, টেক্সটাউন, জেড থ্রি কম্পোজিটসহ ৪৫টি কারখানা।
জামগড়া এলাকার এনআরএন নিটিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেড বন্ধ ঘোষণা করা হয় ৪ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় টঙ্গাবাড়ী এলাকার ওয়াশ অ্যান্ড ওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানা ।
এনভয় কমপ্লেক্সের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপকের স্বাক্ষর করা বন্ধের নোটিশে উল্লেখ করা হয়েছে, ৮ সেপ্টেম্বর কারখানার শ্রমিকেরা শ্রম আইনবহির্ভূত অবৈধ ও অযৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে নিজ নিজ কাজ কর্ম বন্ধ করে দেন । কর্তৃপক্ষ বারংবার তাঁদের কাজে ফেরার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা কাজ না করে বসে থাকেন। অতঃপর কারখানা ও শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ওই দিন কারখানা ছুটি ঘোষণা করেন। একই কারণে ১০ সেপ্টেম্বর কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়। এরপরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ১৩(১) ধারা অনুযায়ী আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী সময় কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলায় তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।
পুলিশ জানায়, আজ আশুলিয়ার বেশির ভাগ কারখানাতেই শ্রমিকেরা কাজে যোগদান করেছিলেন। কিন্তু দুপুরের দিকে কয়েকটি কারখানায় অসন্তোষ শুরু হলে কারখানাগুলো ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। এভাবে আজ পর্যায়ক্রমে অন্তত ২৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ-১–এর (আশুলিয়া) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়াল আলম বলেন, ১৩(১) ধারায় ৪৫টি কারখানা ও বিভিন্ন কারণে আরও প্রায় ২৫টি কারখানা সাধারণ ছুটি দেওয়া হয়েছে। যাঁরা পারছেন তাঁরা কারখানা চালাচ্ছেন, যাঁরা পারছেন না, তাঁরা চালাচ্ছেন না। এ ছাড়া কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৪ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৪ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে