আজকের পত্রিকা ডেস্ক
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই যাচ্ছে। দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট 'ডেলটা' ধরন শনাক্তের পর থেকেই মৃত্যু বাড়ছে। অধিকাংশই মারা যাচ্ছেন অক্সিজেনের অভাবে। একটি অক্সিজেন সিলিন্ডারই যেন হয়ে উঠেছে মানুষের জীবন বাঁচানোর একমাত্র পন্থা। প্রতিদিন কাগজের পাতায় পাতায় ছাপা হচ্ছে এক একটি গল্প, অনলাইনে বিভিন্ন মিডিয়ার প্রতিবেদনে উঠে আসছে অনেক মানুষের হাহাকার।
আর এই দুঃসময়ে করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে 'অংকুর ফাউন্ডেশন' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা আশীর্বাদ হিসেবে ছড়িয়ে পড়েছে সারা দেশে। ইতিমধ্যে তারা ১০১টি অক্সিজেন সিলিন্ডার বিভিন্ন রোগীকে দিয়েছে।
অংকুর ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েস্তাগীর চৌধুরী বলেন, এখন পর্যন্ত মোট ১৫টি জেলায় আমাদের ৮০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের মাঝে এই সিলিন্ডার সেবা দিয়ে যাচ্ছেন। সবার এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা ১০০ জনেরও বেশি করোনা আক্রান্ত রোগীকে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম হয়েছি।
চেয়ারম্যান বলেন, কারও শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আবার কারও অক্সিজেন স্যাচুরেশন লেভেল নেমে ৬০ বা ৭০ এমন ক্রিটিক্যাল মুহূর্তে আমাদের প্রতিনিধিরা তাঁদের কাছে পৌঁছে দিয়েছে সিলিন্ডার, সঙ্গে ফোনকলের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করছে।
শায়েস্তাগীর চৌধুরী আরও বলেন, দেশের এই দুর্যোগকালীন মুহূর্তে অক্সিজেন সিলিন্ডার সংকট নিরসনে বদ্ধপরিকর হয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা রাখছি, আমাদের এই সেবা সামনে বাকি জেলাগুলোতেও সুযোগবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই যাচ্ছে। দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট 'ডেলটা' ধরন শনাক্তের পর থেকেই মৃত্যু বাড়ছে। অধিকাংশই মারা যাচ্ছেন অক্সিজেনের অভাবে। একটি অক্সিজেন সিলিন্ডারই যেন হয়ে উঠেছে মানুষের জীবন বাঁচানোর একমাত্র পন্থা। প্রতিদিন কাগজের পাতায় পাতায় ছাপা হচ্ছে এক একটি গল্প, অনলাইনে বিভিন্ন মিডিয়ার প্রতিবেদনে উঠে আসছে অনেক মানুষের হাহাকার।
আর এই দুঃসময়ে করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে 'অংকুর ফাউন্ডেশন' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা আশীর্বাদ হিসেবে ছড়িয়ে পড়েছে সারা দেশে। ইতিমধ্যে তারা ১০১টি অক্সিজেন সিলিন্ডার বিভিন্ন রোগীকে দিয়েছে।
অংকুর ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েস্তাগীর চৌধুরী বলেন, এখন পর্যন্ত মোট ১৫টি জেলায় আমাদের ৮০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের মাঝে এই সিলিন্ডার সেবা দিয়ে যাচ্ছেন। সবার এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা ১০০ জনেরও বেশি করোনা আক্রান্ত রোগীকে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম হয়েছি।
চেয়ারম্যান বলেন, কারও শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আবার কারও অক্সিজেন স্যাচুরেশন লেভেল নেমে ৬০ বা ৭০ এমন ক্রিটিক্যাল মুহূর্তে আমাদের প্রতিনিধিরা তাঁদের কাছে পৌঁছে দিয়েছে সিলিন্ডার, সঙ্গে ফোনকলের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করছে।
শায়েস্তাগীর চৌধুরী আরও বলেন, দেশের এই দুর্যোগকালীন মুহূর্তে অক্সিজেন সিলিন্ডার সংকট নিরসনে বদ্ধপরিকর হয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা রাখছি, আমাদের এই সেবা সামনে বাকি জেলাগুলোতেও সুযোগবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে