‘অংকুর ফাউন্ডেশন’ দিচ্ছে বিনা মূল্যে অক্সিজেন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১১ জুলাই ২০২১, ০০: ৩৭
Thumbnail image

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই যাচ্ছে। দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট 'ডেলটা' ধরন শনাক্তের পর থেকেই মৃত্যু বাড়ছে। অধিকাংশই মারা যাচ্ছেন অক্সিজেনের অভাবে। একটি অক্সিজেন সিলিন্ডারই যেন হয়ে উঠেছে মানুষের জীবন বাঁচানোর একমাত্র পন্থা। প্রতিদিন কাগজের পাতায় পাতায় ছাপা হচ্ছে এক একটি গল্প, অনলাইনে বিভিন্ন মিডিয়ার প্রতিবেদনে উঠে আসছে অনেক মানুষের হাহাকার। 

আর এই দুঃসময়ে করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে 'অংকুর ফাউন্ডেশন' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা আশীর্বাদ হিসেবে ছড়িয়ে পড়েছে সারা দেশে। ইতিমধ্যে তারা ১০১টি অক্সিজেন সিলিন্ডার বিভিন্ন রোগীকে দিয়েছে।

অংকুর ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েস্তাগীর চৌধুরী বলেন, এখন পর্যন্ত মোট ১৫টি জেলায় আমাদের ৮০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের মাঝে এই সিলিন্ডার সেবা দিয়ে যাচ্ছেন। সবার এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা ১০০ জনেরও বেশি করোনা আক্রান্ত রোগীকে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম হয়েছি।

চেয়ারম্যান বলেন, কারও শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আবার কারও অক্সিজেন স্যাচুরেশন লেভেল নেমে ৬০ বা ৭০ এমন ক্রিটিক্যাল মুহূর্তে আমাদের প্রতিনিধিরা তাঁদের কাছে পৌঁছে দিয়েছে সিলিন্ডার, সঙ্গে ফোনকলের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করছে।

শায়েস্তাগীর চৌধুরী আরও বলেন, দেশের এই দুর্যোগকালীন মুহূর্তে অক্সিজেন সিলিন্ডার সংকট নিরসনে বদ্ধপরিকর হয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা রাখছি, আমাদের এই সেবা সামনে বাকি জেলাগুলোতেও সুযোগবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত