বিএসএমএমইউতে সব ধরনের রক্তরোগ নির্ণয় যন্ত্রের উদ্বোধন 

বিশেষ প্রতিনিধি, ঢাকা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ১৭: ৫৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সর্বাধুনিক প্রযুক্তির রক্তরোগ নির্ণয়ের যন্ত্র স্থাপন করা হয়েছে। উন্নত প্রযুক্তির ক্যাল-৮০০০ নামে এই যন্ত্র ব্লাড ক্যান্সারসহ সব ধরনের রক্ত রোগ নির্ণয়ে সক্ষম। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-২ এ ল্যাবরেটরি মেডিসিন বিভাগে এই যন্ত্রের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ সময় জানানো হয়, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ক্যাল-৮০০০ যন্ত্রটি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম এই বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হল। এ যন্ত্রের মাধ্যমে প্রতি ঘণ্টায় ২০০টি সিবিসি উইথ ডিআইএফএফ, প্রতি ঘণ্টায় ১২০টি সিবিসি ডিআইএফএফ উইথ ইএসআর, প্রতি ঘণ্টায় ১২০টি সিবিসি ডিআইএফএফ আরইটি ও প্রতি ঘণ্টায় ৪০টি বডি ফ্লুইড পরীক্ষা করা সম্ভব। 

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে স্বল্পমূল্যে পরীক্ষা-নিরীক্ষা সেবা দেওয়া হচ্ছে। লিভার প্রতিস্থাপন, জোড়া শিশু পৃথক করা, ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট, টেস্ট টিউব বেবী, বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন চিকিৎসাসেবাসহ সব ধরণের চিকিৎসা সেবা এই বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ল্যাবরোটোরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ল্যাবরেটরি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত