প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ১৫ একর বনভূমি। এতে হুমকিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত বনাঞ্চলের জীব–বৈচিত্র।
গতকাল বুধবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, রসায়ন ভবন, বিজ্ঞান কারখানা ও ওয়াজেদ মিঞা গবেষণা কেন্দ্র সংলগ্ন বনভূমিতে আগুন লাগে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ ও প্রক্টরিয়াল বডি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
জাবির নিরাপত্তা বিভাগের কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, ‘আমরা দুপুর একটায় ঘটনাস্থলে উপস্থিত হই। আগুনের ভয়াবহতা পর্যবেক্ষণ করে ফায়ার সার্ভিসকে ফোন দেই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি বলেন, ‘আগুনের উৎস সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। এটা কোনো দুষ্কিৃতিকারীদের কাজ অথবা শট সার্কিট থেকেও হতে পারে।’
জাবি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আগুনে সংরক্ষিত বনের বিপন্ন প্রজাতির কীট-প্রত্যঙ্গ ও পশুপাখির আবাসস্থল ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রশাসনের উচিত আগুনের উৎস খুজে বের করা। না হলে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকান্ডের পুনরাবৃত্তি ঘটতে থাকবে।’
সাভার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহফুজুর রহমান মাহফুজ বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অবহিত করা হলে আমাদের দুটি ইউনিট বেলা দুইটায় কাজ শুরু করে। ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ১৫ একর বনভূমি। এতে হুমকিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত বনাঞ্চলের জীব–বৈচিত্র।
গতকাল বুধবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, রসায়ন ভবন, বিজ্ঞান কারখানা ও ওয়াজেদ মিঞা গবেষণা কেন্দ্র সংলগ্ন বনভূমিতে আগুন লাগে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ ও প্রক্টরিয়াল বডি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
জাবির নিরাপত্তা বিভাগের কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, ‘আমরা দুপুর একটায় ঘটনাস্থলে উপস্থিত হই। আগুনের ভয়াবহতা পর্যবেক্ষণ করে ফায়ার সার্ভিসকে ফোন দেই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি বলেন, ‘আগুনের উৎস সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। এটা কোনো দুষ্কিৃতিকারীদের কাজ অথবা শট সার্কিট থেকেও হতে পারে।’
জাবি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আগুনে সংরক্ষিত বনের বিপন্ন প্রজাতির কীট-প্রত্যঙ্গ ও পশুপাখির আবাসস্থল ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রশাসনের উচিত আগুনের উৎস খুজে বের করা। না হলে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকান্ডের পুনরাবৃত্তি ঘটতে থাকবে।’
সাভার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহফুজুর রহমান মাহফুজ বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অবহিত করা হলে আমাদের দুটি ইউনিট বেলা দুইটায় কাজ শুরু করে। ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কুষ্টিয়ার মিরপুরে রড বোঝাই ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রলি চালককে আটক করেছে।
১ few সেকেন্ড আগেমালদ্বীপের সঙ্গে শিগগিরই বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচল শুরু হবে। আজ বুধবার সকালে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ সাক্ষাৎ করতে এলে আলোচনার একপর্যায়ে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ কথা বলেন।
৮ মিনিট আগেসাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য ও হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিমকে বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
১২ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারারের যোগদান নিয়ে ক্যাম্পাসে উত্তেজনার মধ্যেই ববি প্রক্টরের আকস্মিক এই পদত্যাগ।
২১ মিনিট আগে