নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলা হত্যার দায়ে তাঁর স্বামী ইফতেখার আবেদীনের তিন দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ শনিবার। তিন দিনের রিমান্ডে ইলমাকে মারধর ও নির্যাতনের কথা স্বীকার করেছেন তাঁর স্বামী ইফতেখার আবেদীন। তবে হত্যার উদ্দেশে ইলমাকে মারধর করেননি বলে রিমান্ডে জানিয়েছেন তিনি।
আগামীকাল রোববার রিমান্ড শেষে তাঁকে আবারও আদালতে তোলা হবে।
ইলমার স্বামী ইফতেখার আবেদীনের বরাত দিয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া জানান, ইফতেখার আবেদীন দীর্ঘ দিন ধরে ইলমাকে সন্দেহ করতেন। ইলমার প্রেমিক আছে এমন সন্দেহে নানান সময় তাঁকে মানসিক নির্যাতন ও মারধর করতেন। তাঁকে কারও সঙ্গে যোগাযোগ করতে দিতেন না। এমনকি পরিবারের সঙ্গেও দেখা করতে নিষেধ করতেন।
নূরে আযম মিয়া বলেন, ‘ইলমার স্বামী ইফতেখার আবেদীন রিমান্ডে ইলমাকে নির্যাতন ও মারধরের কথা স্বীকার করেছেন। তবে হত্যার উদ্দেশে তিনি ইলমাকে মারধর করেননি। এ ছাড়া তিন দিনের রিমান্ড শেষে আগামীকাল রোববার তাঁকে আদালতে তোলা হবে।’
নূরে আযম মিয়া বলেন, ‘ইলমার শ্বশুর-শাশুড়ি এখনো পলাতক আছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
ইলমার সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইলমার ওপরের ঠোঁটে কালচে জখম, নাকে আঘাতের চিহ্ন ও কালচে শিরা জখম রয়েছে। এ ছাড়া ঘাড়ে লম্বালম্বি কালচে জখম, গলার উপরি ভাগে, থুতনিতে, পিঠের ডান পাশে, বাম পায়ের বুড়ো আঙুলে কালচে জখম। দুই পায়ের হাঁটুর নিচেও জখমের চিহ্ন রয়েছে।’
বিয়ের কিছুদিন পরেই স্ত্রী ইলমাকে ছেড়ে কানাডায় চলে যান স্বামী ইফতেখার আবেদীন। সেই থেকে সন্দেহের শুরু। আট মাস পর দেশে ফিরেই গত মঙ্গলবার স্ত্রী ইলমাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছেন ইলমার পরিবার। এ ঘটনায় সেদিন রাতেই স্বামী ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে হত্যা মামলা করেন ইলমার পরিবার। বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার ইফতেখার আবেদীনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলা হত্যার দায়ে তাঁর স্বামী ইফতেখার আবেদীনের তিন দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ শনিবার। তিন দিনের রিমান্ডে ইলমাকে মারধর ও নির্যাতনের কথা স্বীকার করেছেন তাঁর স্বামী ইফতেখার আবেদীন। তবে হত্যার উদ্দেশে ইলমাকে মারধর করেননি বলে রিমান্ডে জানিয়েছেন তিনি।
আগামীকাল রোববার রিমান্ড শেষে তাঁকে আবারও আদালতে তোলা হবে।
ইলমার স্বামী ইফতেখার আবেদীনের বরাত দিয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া জানান, ইফতেখার আবেদীন দীর্ঘ দিন ধরে ইলমাকে সন্দেহ করতেন। ইলমার প্রেমিক আছে এমন সন্দেহে নানান সময় তাঁকে মানসিক নির্যাতন ও মারধর করতেন। তাঁকে কারও সঙ্গে যোগাযোগ করতে দিতেন না। এমনকি পরিবারের সঙ্গেও দেখা করতে নিষেধ করতেন।
নূরে আযম মিয়া বলেন, ‘ইলমার স্বামী ইফতেখার আবেদীন রিমান্ডে ইলমাকে নির্যাতন ও মারধরের কথা স্বীকার করেছেন। তবে হত্যার উদ্দেশে তিনি ইলমাকে মারধর করেননি। এ ছাড়া তিন দিনের রিমান্ড শেষে আগামীকাল রোববার তাঁকে আদালতে তোলা হবে।’
নূরে আযম মিয়া বলেন, ‘ইলমার শ্বশুর-শাশুড়ি এখনো পলাতক আছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
ইলমার সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইলমার ওপরের ঠোঁটে কালচে জখম, নাকে আঘাতের চিহ্ন ও কালচে শিরা জখম রয়েছে। এ ছাড়া ঘাড়ে লম্বালম্বি কালচে জখম, গলার উপরি ভাগে, থুতনিতে, পিঠের ডান পাশে, বাম পায়ের বুড়ো আঙুলে কালচে জখম। দুই পায়ের হাঁটুর নিচেও জখমের চিহ্ন রয়েছে।’
বিয়ের কিছুদিন পরেই স্ত্রী ইলমাকে ছেড়ে কানাডায় চলে যান স্বামী ইফতেখার আবেদীন। সেই থেকে সন্দেহের শুরু। আট মাস পর দেশে ফিরেই গত মঙ্গলবার স্ত্রী ইলমাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছেন ইলমার পরিবার। এ ঘটনায় সেদিন রাতেই স্বামী ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে হত্যা মামলা করেন ইলমার পরিবার। বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার ইফতেখার আবেদীনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
অংশগ্রহণকারীদের উদ্দেশে আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে মিথস্ক্রিয়ায় আপনারা সন্তুষ্ট কি না তা আমাদের নির্ভয়ে বলবেন। জনপ্রশাসন সংস্কার সম্পর্কিত আপনাদের প্রস্তাবিত সুপারিশগুলোর ওপর ভিত্তি করে আমরা সরকারের কাছে প্রতিবেদন পেশ করতে চাই। কমিশনের উদ্দেশ্য হলো সরাসরি মাঠপর্যায় থেকে জ
২ মিনিট আগেবাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে কোনো মানসনদই নেয়নি রাজশাহীর পদ্মা বেকারি। তারপরও পদ্মা বেকারির বিস্কুট, পাউরুটি ও কেকের প্যাকেটে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল বিএসটিআইয়ের মানচিহ্ন। তাই প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩৬ মিনিট আগেরাজধানীর খিলগাঁওয়ে মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে বোন খুন হয়েছেন। নিহতের নাম রুমি আক্তার (৩৫)। এই ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক ভাই মো. বাবুল (৫৫)। ঘটনার পর ঘাতক আব্দুস সালামকে (৪০) আটক করেছে পুলিশ।
৩৯ মিনিট আগে২৯ বছর পর গাজীপুরে শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু (৩৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফালানকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
৪১ মিনিট আগে