নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে দফায় দফায় পাল্টাপাল্টি হামলায় ওসিসহ ছয়জন আহত হয়েছেন। এ সময় ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিপেটাসহ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। আজ বৃহস্পতিবার সকালে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে এই সংঘর্ষ হয়।
আজ সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা উপজেলা গেট থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিপেটা করে। পরে শিক্ষার্থীরা নাগরপুর বাজারের সদর সড়কে মিছিল নিয়ে গেলে সেখানেও পুলিশ লাঠিপেটা করে। তৃতীয় দফায় শিক্ষার্থীরা তলতলা সড়কে অবস্থান নিলে সেখানে পুলিশ ও ছাত্রদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। এ ঘটনায় নাগরপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের লাঠিপেটায় আহত ছাত্ররা হলেন প্রধান সমন্বয়ক মো. জাহিদ হাসান, মিঠু, ফাহিম, মো. রাফি ও সামিম।
আন্দোলনে স্থানীয় সমন্বয়ক মো. জাহিদ হাসান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। পুলিশ ও ছাত্রলীগ বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করে। এ হামলার প্রতিবাদে আগামীকাল (শুক্রবার) বেলা ৩টায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।’
ছাত্রদের লাঠিপেটা প্রসঙ্গে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনকারী ছাত্রদের মিছিল সরকারি কলেজ গেটের সামনে পৌঁছালে তাঁদের মিছিল না করতে ও শান্ত থাকতে বলা হয়। কিন্তু তবু তাঁরা মিছিল করে বাজারে আতঙ্ক ছাড়ানোসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
টাঙ্গাইলের নাগরপুরে দফায় দফায় পাল্টাপাল্টি হামলায় ওসিসহ ছয়জন আহত হয়েছেন। এ সময় ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিপেটাসহ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। আজ বৃহস্পতিবার সকালে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে এই সংঘর্ষ হয়।
আজ সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা উপজেলা গেট থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিপেটা করে। পরে শিক্ষার্থীরা নাগরপুর বাজারের সদর সড়কে মিছিল নিয়ে গেলে সেখানেও পুলিশ লাঠিপেটা করে। তৃতীয় দফায় শিক্ষার্থীরা তলতলা সড়কে অবস্থান নিলে সেখানে পুলিশ ও ছাত্রদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। এ ঘটনায় নাগরপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের লাঠিপেটায় আহত ছাত্ররা হলেন প্রধান সমন্বয়ক মো. জাহিদ হাসান, মিঠু, ফাহিম, মো. রাফি ও সামিম।
আন্দোলনে স্থানীয় সমন্বয়ক মো. জাহিদ হাসান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। পুলিশ ও ছাত্রলীগ বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করে। এ হামলার প্রতিবাদে আগামীকাল (শুক্রবার) বেলা ৩টায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।’
ছাত্রদের লাঠিপেটা প্রসঙ্গে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আন্দোলনকারী ছাত্রদের মিছিল সরকারি কলেজ গেটের সামনে পৌঁছালে তাঁদের মিছিল না করতে ও শান্ত থাকতে বলা হয়। কিন্তু তবু তাঁরা মিছিল করে বাজারে আতঙ্ক ছাড়ানোসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
যশোর শহরে নিজ বাড়িতে ভাড়াটিয়ার কাছে শাহানারা বেগম (৫৫) নামের এক বাড়িওয়ালি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় দায় স্বীকার করে লেখা একটি নোটপ্যাড উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগেরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এ আদেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
২ ঘণ্টা আগেহিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা আজ বৃহস্পতিবার। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। এ পূজা দীপাবলি বা দিওয়ালি নামেও পরিচিত। দীপাবলি অর্থ প্রদীপের সা
২ ঘণ্টা আগে