নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলায় আসামি রবিউল ইসলাম ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে আরও একজন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিয়েছেন।
আজ রোববার ঢাকার ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে ঢাকার সাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী সাক্ষ্য দেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাত আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাক্ষী জবানবন্দি দেওয়ার পর কারাগার থেকে আদালতে হাজির করা আসামিদের পক্ষে জেরা করা হয়। এরপর বিচারক ফয়সাল আতিক বিন কাদের আগামী ১০ মার্চ আবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
গত ২৫ জানুয়ারি এই মামলায় আরও একজন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিয়েছিলেন।
এর আগে গত বছর ২১ মার্চ এ মামলায় নিহত মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম সাক্ষ্য দেন। এরপর এ পর্যন্ত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হল।
কারাগার থেকে ৬ আসামিকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাদেরকে আবার কারাগারে পাঠানো হয়।
এই মামলার আসামিদের মধ্যে আরাভ খান ও তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া পলাতক রয়েছেন। অন্য আসামিরা হলেন- রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। তারা কারাগারে আছেন।
পুলিশ কর্মকর্তা মামুনকে ২০১৮ সালের ৮ জুলাই দিবাগত রাতে রাজধানী বনানী মডেল টাউনের রোড নম্বর ২/৩ বাড়ি নম্বর- ৫ এপার্টমেন্টের দ্বিতীয় তলায় খুন করা হয়। পরে লাশ গুম করার জন্য দুর্বৃত্তরা গাজীপুরের কালীগঞ্জ থানার উলুখোলা রাস্তার পাশে ঝাড়ের মধ্যে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে রাখে। ১০ জুলাই কালিগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম বনানী থানায় ১০ জুলাই হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ ২০১৯ সালে আট জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।
হত্যায় সহযোগিতার কারণে আইনের সংস্পর্শে আসা কিশোরী মেহেরুন্নিসা স্বর্ণা ও ফারিয়া বিনতে মিমের বিরুদ্ধে দোষীপত্র দেওয়া হয়। এই দুইজনের বিচার করার জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৭ এ দোষীপত্রটি পাঠানো হয়।
উল্লেখ্য, রবিউল ইসলাম এখন আরাভ খান নাম ধারণ করে দুবাইয়ে আছেন। গত বছর অভিজাত জুয়েলারি দোকান উদ্বোধন করে আলোচনায় আসেন তিনি। গত বছর একটি অস্ত্র মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলায় আসামি রবিউল ইসলাম ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে আরও একজন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিয়েছেন।
আজ রোববার ঢাকার ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে ঢাকার সাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী সাক্ষ্য দেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাত আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাক্ষী জবানবন্দি দেওয়ার পর কারাগার থেকে আদালতে হাজির করা আসামিদের পক্ষে জেরা করা হয়। এরপর বিচারক ফয়সাল আতিক বিন কাদের আগামী ১০ মার্চ আবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
গত ২৫ জানুয়ারি এই মামলায় আরও একজন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিয়েছিলেন।
এর আগে গত বছর ২১ মার্চ এ মামলায় নিহত মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম সাক্ষ্য দেন। এরপর এ পর্যন্ত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হল।
কারাগার থেকে ৬ আসামিকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাদেরকে আবার কারাগারে পাঠানো হয়।
এই মামলার আসামিদের মধ্যে আরাভ খান ও তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া পলাতক রয়েছেন। অন্য আসামিরা হলেন- রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। তারা কারাগারে আছেন।
পুলিশ কর্মকর্তা মামুনকে ২০১৮ সালের ৮ জুলাই দিবাগত রাতে রাজধানী বনানী মডেল টাউনের রোড নম্বর ২/৩ বাড়ি নম্বর- ৫ এপার্টমেন্টের দ্বিতীয় তলায় খুন করা হয়। পরে লাশ গুম করার জন্য দুর্বৃত্তরা গাজীপুরের কালীগঞ্জ থানার উলুখোলা রাস্তার পাশে ঝাড়ের মধ্যে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে রাখে। ১০ জুলাই কালিগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম বনানী থানায় ১০ জুলাই হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ ২০১৯ সালে আট জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।
হত্যায় সহযোগিতার কারণে আইনের সংস্পর্শে আসা কিশোরী মেহেরুন্নিসা স্বর্ণা ও ফারিয়া বিনতে মিমের বিরুদ্ধে দোষীপত্র দেওয়া হয়। এই দুইজনের বিচার করার জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৭ এ দোষীপত্রটি পাঠানো হয়।
উল্লেখ্য, রবিউল ইসলাম এখন আরাভ খান নাম ধারণ করে দুবাইয়ে আছেন। গত বছর অভিজাত জুয়েলারি দোকান উদ্বোধন করে আলোচনায় আসেন তিনি। গত বছর একটি অস্ত্র মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।
পদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১৮ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
২৬ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
২৮ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
১ ঘণ্টা আগে