নিখোঁজের ১৭ দিন পর যুবকের লাশ উদ্ধার 

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৪১

নিখোঁজের ১৭ দিন পর টাঙ্গাইলের কালিহাতীতে মকুল হোসেন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার পারখী এলাকার একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

মকুল হোসেন ওই এলাকার আবু হানিফের ছেলে। তিনি পার্শ্ববর্তী সখীপুর উপজেলার ইন্দারজানি গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন এবং স্থানীয় একটি বাজারে মেকানিকের কাজ করতেন।

নিহতের স্ত্রী লিমা আক্তার বলেন, গত ২৫ জানুয়ারি কালিহাতী যাওয়ার কথা বলে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যান মকুল। পরে তিনি আর ফিরে আসেনি। শ্বশুর ও বাবার বাড়ির লোকজন কোথাও তাঁকে খুঁজে না পেয়ে সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

ঘটনার ১৭ দিন পর স্থানীয় লোকজন কালিহাতীর পারখী এলাকার একটি বিলে হাত-পা বাঁধা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই লাশটি মকুলের বলে শনাক্ত করছেন তারা।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘লাশটির পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ টেস্ট করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত