কথা–কাটাকাটির জের, ৩২টি বাস আটক করেছেন জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি 
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২২: ২৮
Thumbnail image
জাবিতে ৩২টি বাস আটক করেছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

নারী শিক্ষার্থীর সঙ্গে কথা–কাটাকাটির জেরে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের অন্তত ৩২টি বাস আটক করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে দুই লেনেই বাসগুলো আটকাতে শুরু করেন তাঁরা। পরে রাত পৌনে ১০টার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগী শাহামিনা দিতি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। এ ঘটনায় প্রক্টর বরাবর একটি অভিযোগপত্র দিয়েছেন তিনি।

অভিযোগে তিনি উল্লেখ করেন, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ফটক থেকে তিনি রাজধানী পরিবহনের একটি বাসে ওঠেন। যার নম্বর (ঢাকা মেট্রো-ব-১২-৩০৪৪)। বাসটিতে ওঠার পরপরই বাসের সহকারী তাঁর সঙ্গে ভাড়া–সংক্রান্ত বিষয় নিয়ে খারাপ আচরণ করা শুরু করেন। এরপর পথিমধ্যে ওই সহকারী তাঁর সঙ্গে ছোটখাটো অহেতুক বিষয় নিয়ে খারাপ আচরণ করেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শিক্ষার্থীরা বাস আটকাতে শুরু করলে একটি বাস না থেমে চলে যেতে থাকে। তখন এক শিক্ষার্থী পায়ে আঘাত পান। তখন বাসটির চালককে ধরে বেধড়ক মারধর করেন শিক্ষার্থীরা।

এ সময় মোবাইল ফোন হারানোর অভিযোগ করেন ওই ইনস্টিটিউটের ৫১ ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলাম। এ জন্য তিনি বাস মালিক সমিতির কাছে ৪২ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন।

মো. মুকুল নামে এক বাসচালক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এক হেলপার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করছে—এ জন্য আমাদের গাড়িগুলো আটকে রাখা হইছে। বিকেল সাড়ে ৫টা থেকে আমাদের গাড়িগুলো আটক করা শুরু করেন।’

তিনি আরও বলেন, ‘যে হেলপার খারাপ আচরণ করছে সেই গাড়ির নম্বর তো আছেই কয়েকটা গাড়ি আটকে তাদের ডাকলেই তারা চলে আসত। আমাদের সবগুলো আটকাইয়া তো আমাগো পেটে লাথি মারল। আমগো আর আজকে কোনো ইনকাম হইলো না, আমাগো রিজিক নষ্ট হইলো।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এক নারী শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণের অভিযোগে শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের বাস আটক করেছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা মালিকপক্ষের লোকজনকে ডেকে কথা বলি। তারা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে এ রকম ভুল হবে না বলে আশ্বস্ত করেছেন।

‘আমরা একটা বাস রেখে বাকি সবগুলো আজকে ছেড়ে দিয়েছি। আগামীকাল আমাদের যে শিক্ষার্থীর ফোন হারিয়েছে তার ক্ষতিপূরণ দিয়ে তারা বাসটি নিয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সংবিধানের অস্তিত্ব নেই, প্রোক্লেমেশন না হলে বিপদ: বিচারপতি আব্দুর রহমান

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

কার্যালয় থেকে পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরানোর ব্যাখ্যা দিলেন ভারতীয় সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত