রাতুল মণ্ডল, শ্রীপুর
চাঁদের প্রতি মানুষের অসীম কৌতূহল। পৃথিবীর এই একমাত্র উপগ্রহটি নিয়ে মানুষের জিজ্ঞাসার অন্ত নেই। কোনো কোনো প্রতিষ্ঠান মানুষের এ কৌতূহল মেটানোর চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন ভাবে।
গাজীপুরের শ্রীপুরে বেনুভিটা মানমন্দিরের আয়োজনে হয়ে গেল চন্দ্রোৎসব। জ্ঞান-পিপাসা জিজ্ঞাসা এবং বৈজ্ঞানিক খোঁজ খবর জানাতে আয়োজন করা হয়েছিল এ উৎসবের। দুদিনব্যাপী এ অনুষ্ঠানের শেষ হলো গান–কবিতাসহ নানান আনুষ্ঠানিকতায়।
জ্যোৎস্না রাতে জলতরঙ্গ শিল্পী ইসরাত জাহান মৌয়ের ‘মিলন হবে কত দিনে’ গানের সুর আগতদের দারুণ আনন্দ দিয়েছে। শিল্পীরা পুথি পাঠ ও বাউল সংগীতে মাতিয়ে রাখেন রাতভর। পায়েস, শীতের পিঠাসহ ছিল বিভিন্ন খাবারের আয়োজন। এর আগে চন্দ্র উদয়লগ্নে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও চাঁদের গানের মধ্য দিয়ে শুরু হয়েছিল দুদিনব্যাপী এ চন্দ্রোৎসব।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দু বাড়ি গ্রামের বেনুভিটা মানমন্দির প্রসঙ্গে চন্দ্রোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উৎসব কমিটির প্রধান সমন্বয়ক শাহজাহান মৃধা বেনু।
চন্দ্রোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয় আজ বুধবার সকালে। অনুষ্ঠান মালায় ছিল যন্ত্রসংগীত, পুথি পাঠ, চন্দ্র বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী, সংগীত, মিউজিক থেরাপি, জঙ্গল সাফারি, আগুন জলসা। বুধবার সকালে খেজুরের রস ও খেজুর গুড়ের পায়েস দিয়ে নাশতা শেষ করার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়েছে। এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল তাঁবুতে বসে জোছনা উপভোগ।
আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক শাহজাহান মৃধা বেনু বলেন, ‘চাঁদকে কেন্দ্র করে এমন উৎসব পৃথিবী প্রায় সব জনগোষ্ঠীতে পালিত হয় বিভিন্ন ভাবে। আমাদেরও বহুরকমের চর্চা আছে চাঁদ নিয়ে। পৃথিবীর এ উপগ্রহটি নিয়ে বহুরকমের কৌতূহল আছে পৃথিবীবাসীর।’
অনুষ্ঠানে বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, শিক্ষক, শিল্পী, সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ১৫০ জন মানুষ অংশ নেন।
চাঁদের প্রতি মানুষের অসীম কৌতূহল। পৃথিবীর এই একমাত্র উপগ্রহটি নিয়ে মানুষের জিজ্ঞাসার অন্ত নেই। কোনো কোনো প্রতিষ্ঠান মানুষের এ কৌতূহল মেটানোর চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন ভাবে।
গাজীপুরের শ্রীপুরে বেনুভিটা মানমন্দিরের আয়োজনে হয়ে গেল চন্দ্রোৎসব। জ্ঞান-পিপাসা জিজ্ঞাসা এবং বৈজ্ঞানিক খোঁজ খবর জানাতে আয়োজন করা হয়েছিল এ উৎসবের। দুদিনব্যাপী এ অনুষ্ঠানের শেষ হলো গান–কবিতাসহ নানান আনুষ্ঠানিকতায়।
জ্যোৎস্না রাতে জলতরঙ্গ শিল্পী ইসরাত জাহান মৌয়ের ‘মিলন হবে কত দিনে’ গানের সুর আগতদের দারুণ আনন্দ দিয়েছে। শিল্পীরা পুথি পাঠ ও বাউল সংগীতে মাতিয়ে রাখেন রাতভর। পায়েস, শীতের পিঠাসহ ছিল বিভিন্ন খাবারের আয়োজন। এর আগে চন্দ্র উদয়লগ্নে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও চাঁদের গানের মধ্য দিয়ে শুরু হয়েছিল দুদিনব্যাপী এ চন্দ্রোৎসব।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দু বাড়ি গ্রামের বেনুভিটা মানমন্দির প্রসঙ্গে চন্দ্রোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উৎসব কমিটির প্রধান সমন্বয়ক শাহজাহান মৃধা বেনু।
চন্দ্রোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয় আজ বুধবার সকালে। অনুষ্ঠান মালায় ছিল যন্ত্রসংগীত, পুথি পাঠ, চন্দ্র বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী, সংগীত, মিউজিক থেরাপি, জঙ্গল সাফারি, আগুন জলসা। বুধবার সকালে খেজুরের রস ও খেজুর গুড়ের পায়েস দিয়ে নাশতা শেষ করার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়েছে। এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল তাঁবুতে বসে জোছনা উপভোগ।
আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক শাহজাহান মৃধা বেনু বলেন, ‘চাঁদকে কেন্দ্র করে এমন উৎসব পৃথিবী প্রায় সব জনগোষ্ঠীতে পালিত হয় বিভিন্ন ভাবে। আমাদেরও বহুরকমের চর্চা আছে চাঁদ নিয়ে। পৃথিবীর এ উপগ্রহটি নিয়ে বহুরকমের কৌতূহল আছে পৃথিবীবাসীর।’
অনুষ্ঠানে বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, শিক্ষক, শিল্পী, সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ১৫০ জন মানুষ অংশ নেন।
বরিশালের গৌরনদীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বাসস্ট্যান্ড–সংলগ্ন নীলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগেঝিনাইদহের কোটচাঁদপুরে র্যাব ও পুলিশের সোর্স কওসার আলী ওরফে কটা কওসারকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে উপজেলার এলাঙ্গী–চাঁদপাড়া মাঠের ব্রিজসংলগ্ন এলাকায় তাঁকে হত্যা করা হয়েছে।
৯ মিনিট আগেপরীক্ষায় কোডিং সিস্টেমসহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ কর্মসূচি পালন শুরু হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
১৬ মিনিট আগেমীরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাঁটোয়ারা নিয়ে সংঘর্ষে যুবদল নেতা জাহেদ হোসেন মুন্না হত্যার ঘটনায় পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য জা
২৪ মিনিট আগে