নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে বায়তুল মোকাররমে বিএনপির গায়েবানা জানাজা থেকে কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বায়তুল মোকাররমের অভ্যন্তরে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, বরকত উল্লাহ বুলু, হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফজলুল হক মিলন, ঢাকা উত্তরের সদস্যসচিব আমিনুল হক মিলন, খাইরুল কবির খোকনসহ বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী।
জানাজার নামাজ আদায় শেষে পুলিশ বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম পরিচয় জানায়নি। বিএনপির নেতারা পুলিশের বাধার মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সাধারণ মুসল্লিরাও বায়তুল মোকাররমের গেটে অবস্থান করলে তাঁদেরও সরিয়ে দেয় পুলিশ।
এ ছাড়া, বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে ও রাস্তায় উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি ও অন্যান্য সংগঠনের শতাধিক নেতা-কর্মী।
জানাজায় উপস্থিত এক মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নামাজ পড়ার পর একটা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম। একজন সাধারণ মুসলমান হিসেবে নামাজ আদায় করেছি। নামাজ পড়া শেষ হতেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আমি ভয়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাই।’
মতিঝিল জোনের এডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘এখানে কোনো জানাজা অনুষ্ঠিত হয়নি। ভেতরে সাধারণ মুসল্লিরা নামাজ আদায় করেছে। তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছিল। গোয়েন্দা সংস্থার তথ্যমতে, এখানে নাশকতার আশঙ্কা ছিল। তাই আমরা জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছি।’ তবে কতজনকে আটক করা হয়েছে বা তাঁদের পরিচয় কী—এ বিষয়ে কিছু জানাননি তিনি।
কোটা আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে বায়তুল মোকাররমে বিএনপির গায়েবানা জানাজা থেকে কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বায়তুল মোকাররমের অভ্যন্তরে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, বরকত উল্লাহ বুলু, হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ফজলুল হক মিলন, ঢাকা উত্তরের সদস্যসচিব আমিনুল হক মিলন, খাইরুল কবির খোকনসহ বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী।
জানাজার নামাজ আদায় শেষে পুলিশ বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম পরিচয় জানায়নি। বিএনপির নেতারা পুলিশের বাধার মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সাধারণ মুসল্লিরাও বায়তুল মোকাররমের গেটে অবস্থান করলে তাঁদেরও সরিয়ে দেয় পুলিশ।
এ ছাড়া, বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে ও রাস্তায় উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি ও অন্যান্য সংগঠনের শতাধিক নেতা-কর্মী।
জানাজায় উপস্থিত এক মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নামাজ পড়ার পর একটা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম। একজন সাধারণ মুসলমান হিসেবে নামাজ আদায় করেছি। নামাজ পড়া শেষ হতেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আমি ভয়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাই।’
মতিঝিল জোনের এডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘এখানে কোনো জানাজা অনুষ্ঠিত হয়নি। ভেতরে সাধারণ মুসল্লিরা নামাজ আদায় করেছে। তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছিল। গোয়েন্দা সংস্থার তথ্যমতে, এখানে নাশকতার আশঙ্কা ছিল। তাই আমরা জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছি।’ তবে কতজনকে আটক করা হয়েছে বা তাঁদের পরিচয় কী—এ বিষয়ে কিছু জানাননি তিনি।
সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরিফুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে আবদুস শহীদকে আদালতে হাজির করে পুলিশ।
৩ মিনিট আগেসাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর স্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন এক নারী। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার গোলাম মোস্তফার স্ত্রী ইসরাত জাহান (৪০) শেরপুর থানায় এ লিখিত অভিযোগ করেন।
৩ মিনিট আগেনিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে ১৭ দিন অভিযান চালিয়ে ৫১৭ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৪ লাখ এক হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
৬ মিনিট আগেরাজধানীর উত্তরা থেকে আটকের সময় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ ৩ কোটির বেশি টাকা ও প্রায় ৮৫ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। ডিএমপির উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে আজ বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।
১৫ মিনিট আগে