Ajker Patrika

মিরপুরে রিকশাচালকদের সড়ক অবরোধ, বাস ভাঙচুর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে রিকশাচালকদের সড়ক অবরোধ, বাস ভাঙচুর 

ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুর এলাকার প্রধান সড়কসহ অলি গলিতে ও ছড়িয়ে পড়েছে চালকদের বিক্ষোভ। মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ১২ নম্বর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ব্যাটারিচালিত অটো রিকশাচালকেরা। 

আজ রোববার সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনো চলছে। রিকশা চালকেরা মিরপুর ১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়কটি বন্ধ করে দিয়েছে। মিরপুর-১২, ক্যান্টনমেন্ট এলাকা, পল্লবীর সকল চালকেরা একত্রিত হয়ে বিক্ষোভ করছে। পুলিশের সঙ্গে একাধিকবার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে রিকশা চালকেরা পিছু হচ্ছে না। তারা বিভিন্ন অলি গলিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। আবার প্রধান সড়কে চলে এসে যানবাহন ও বন্ধ করে দিচ্ছে। সকাল থেকে কয়েক দফায় এই ঘটনা ঘটছে। 

সকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করে চালকেরা। চার ঘণ্টা অবরোধের পর পুলিশ বাস চলাচল শুরুর অনুমতি দিলে বিক্ষুব্ধ অটোরিকশা চালকেরা তিনটি বাস ভাঙচুর করে। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। 

রিজন নামে এক ব্যাটারি চালিত অটো রিকশাচালক বলেন, হঠাৎ করে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করে দেওয়ায় তাদের জীবিকায় টান পড়েছে। এতে সকল চালকেরা ক্ষুব্ধ হয়ে এই প্রতিবাদ করছে। 

মিরপুরে যান চলাচল বন্ধ থাকায় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। সকালে ওই এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েন। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সির সাব্বির বলেন, রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের কয়েকবার সড়কটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা মানেনি। তারা বাস ভাঙচুরের চেষ্টা চালায়, এ সময় তাদেরকে পুলিশ সরে যেতে বললে তারা ঈদ পাটকেল নিক্ষেপ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত