সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি ও পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ। ভোটের মাঠে তাঁর মূল প্রতিপক্ষ হয়ে উঠেছেন ট্রাক ও ঈগল প্রতীকের দুই স্বতন্ত্র প্রার্থী।
নির্বাচনে সাবেক সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিন ঈগল এবং বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন ট্রাক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ভোটাররা বলছেন, দুই প্রার্থীই শক্ত অবস্থানে রয়েছেন। ভোটের মাঠে তাঁরা কাউকে ছাড় দিতে নারাজ। ট্রাকের ধাক্কা আর ঈগলের ঝাপটায় চ্যালেঞ্জের মুখে নৌকা।
রাজনীতি-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূলে বিশাল কর্মী বাহিনী থাকা পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু নৌকার প্রার্থী আকন্দকে সমর্থন করে মাঠে কাজ করছেন। সোহরাবের পক্ষে মাঠে আছেন শ্রমিক লীগের কিশোরগঞ্জ জেলার উপদেষ্টা আতাউল্লা সিদ্দিক মাসুদ। তাঁরও অনেক কর্মী আছেন। অন্যদিকে সবাইকে চমকে দিয়ে আখতারুজ্জামানকে সমর্থন দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
নূর মোহাম্মদ ট্রাককে সমর্থন জানানোর পর থেকে পাল্টে গেছে ভোটের মাঠের হিসাবনিকাশ। তাঁর আস্থাভাজন আতাউল্লা রয়েছেন সোহরাবের পাশে। ভোটাররা বলছেন, আতাউল্লা সোহরাবের পাশে আর নূর মোহাম্মদ রয়েছেন আখতারুজ্জামানের সঙ্গে। সাবেক সংসদ সদস্য সোহরাব ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের পক্ষের লোকজনের মধ্যে বিরোধের কারণে বিভিন্ন সময়ে সংঘর্ষ হয়েছে। এর জেরে নির্বাচন ঘিরেও সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
সোহরাব সম্প্রতি পাকুন্দিয়া সদরে নির্বাচনী মিছিল শেষে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর কর্মী-সমর্থকদের মোবাইলে ফোন করে ভয় দেখানো হচ্ছে। নির্বাচনের সুন্দর পরিবেশ নস্যাতের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘যদি ট্রাকে না ওঠেন, তাহলে গুলি করা হবে—এসব ভয়ভীতি দেখাইছে। এটা কিসের আলামত? এটা কি নির্বাচন সুষ্ঠু হওয়ার আলামত?’
অন্যদিকে গত বৃহস্পতিবার রাতে কটিয়াদী উপজেলার মসূয়া উচ্চবিদ্যালয় মাঠে এক পথসভায় মঞ্চে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে ট্রাক প্রতীকের আখতারুজ্জামান বলেন, ‘আমি ঘরে ঘুমিয়ে থাকলেও পাস করব। কেন বলছি? এগুলো হলো রাজনৈতিক বাস্তবতা।’
এ নিয়ে কথা হলে নৌকার প্রার্থী আকন্দ বলেন, ‘নেত্রী আমার জন্য ভোট চেয়েছেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগ আমার পক্ষে মাঠে কাজ করছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি ও পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ। ভোটের মাঠে তাঁর মূল প্রতিপক্ষ হয়ে উঠেছেন ট্রাক ও ঈগল প্রতীকের দুই স্বতন্ত্র প্রার্থী।
নির্বাচনে সাবেক সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিন ঈগল এবং বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন ট্রাক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ভোটাররা বলছেন, দুই প্রার্থীই শক্ত অবস্থানে রয়েছেন। ভোটের মাঠে তাঁরা কাউকে ছাড় দিতে নারাজ। ট্রাকের ধাক্কা আর ঈগলের ঝাপটায় চ্যালেঞ্জের মুখে নৌকা।
রাজনীতি-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূলে বিশাল কর্মী বাহিনী থাকা পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু নৌকার প্রার্থী আকন্দকে সমর্থন করে মাঠে কাজ করছেন। সোহরাবের পক্ষে মাঠে আছেন শ্রমিক লীগের কিশোরগঞ্জ জেলার উপদেষ্টা আতাউল্লা সিদ্দিক মাসুদ। তাঁরও অনেক কর্মী আছেন। অন্যদিকে সবাইকে চমকে দিয়ে আখতারুজ্জামানকে সমর্থন দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
নূর মোহাম্মদ ট্রাককে সমর্থন জানানোর পর থেকে পাল্টে গেছে ভোটের মাঠের হিসাবনিকাশ। তাঁর আস্থাভাজন আতাউল্লা রয়েছেন সোহরাবের পাশে। ভোটাররা বলছেন, আতাউল্লা সোহরাবের পাশে আর নূর মোহাম্মদ রয়েছেন আখতারুজ্জামানের সঙ্গে। সাবেক সংসদ সদস্য সোহরাব ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের পক্ষের লোকজনের মধ্যে বিরোধের কারণে বিভিন্ন সময়ে সংঘর্ষ হয়েছে। এর জেরে নির্বাচন ঘিরেও সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
সোহরাব সম্প্রতি পাকুন্দিয়া সদরে নির্বাচনী মিছিল শেষে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর কর্মী-সমর্থকদের মোবাইলে ফোন করে ভয় দেখানো হচ্ছে। নির্বাচনের সুন্দর পরিবেশ নস্যাতের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘যদি ট্রাকে না ওঠেন, তাহলে গুলি করা হবে—এসব ভয়ভীতি দেখাইছে। এটা কিসের আলামত? এটা কি নির্বাচন সুষ্ঠু হওয়ার আলামত?’
অন্যদিকে গত বৃহস্পতিবার রাতে কটিয়াদী উপজেলার মসূয়া উচ্চবিদ্যালয় মাঠে এক পথসভায় মঞ্চে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে ট্রাক প্রতীকের আখতারুজ্জামান বলেন, ‘আমি ঘরে ঘুমিয়ে থাকলেও পাস করব। কেন বলছি? এগুলো হলো রাজনৈতিক বাস্তবতা।’
এ নিয়ে কথা হলে নৌকার প্রার্থী আকন্দ বলেন, ‘নেত্রী আমার জন্য ভোট চেয়েছেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগ আমার পক্ষে মাঠে কাজ করছে।’
খুলনা মহানগরীতে সশস্ত্র মহড়া দিয়ে আতঙ্ক ছড়িয়েছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে একদল সন্ত্রাসী ৮-১০টি মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। তারা নগরীর সাতরাস্তা মোড়ে এসে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ এবং পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলে পিস্তলের তিনটি গুলির খোসা পড়ে থাকতে দেখা..
৮ মিনিট আগেরাজশাহীতে শ্যালকের হাসুয়ার কোপে রুহুল আমিন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিনের বাবার নাম নজরুল ইসলাম।
১২ মিনিট আগেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, ‘আমাদের ভাই-বোনেরা যে রক্ত দিয়েছেন, সেটাকে প্রকৃত সফলতায় নিয়ে যাওয়ার জন্য জুলাই স্পিরিটের আলোচনা জারি রাখতে হবে। জুলাই বিপ্লবের স্পিরিট ছিল ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো। এ জন্য আবারও জীবন দিতে হলে রক্ত দিতে হলেও...
১৪ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তৈয়বা বেগম (৫০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরিতে এ ঘটনা ঘটে। তৈয়বা ওই ইউনিয়নের মগেন ঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
২৭ মিনিট আগে