নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাত বছরের শিশু রিয়াদকে হত্যার অভিযোগে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত পক্ষের পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। একই সঙ্গে গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশ জানায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের একটি পুকুরে মাছ চাষ করতেন স্থানীয় বাসিন্দা জিলানী, আরমান, ফয়সাল, রমজান এবং রাসেল। গত সোমবার সকালে একই গ্রামের বাবুল মিয়ার ছেলে রিয়াদ ও তার খেলার সাথীরা মিলে সেই পুকুরে মাছ ধরতে যায়। এ সময় পুকুরের ইজারাদার জিলানী তাদের ধাওয়া দিলে রিয়াদ পালাতে গিয়ে পানিতে পড়ে যায়।
এরপর থেকেই রিয়াদ নিখোঁজ ছিল। পানিতে একাধিকবার জাল ফেলা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর গতকাল বুধবার দুপুরে পুকুরে রিয়াদের মরদেহ ভেসে ওঠে। এই ঘটনায় নিহত রিয়াদের বাবা বাবুল বাদী হয়ে আড়াইহাজার থানায় পুকুরের ইজারাদারদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনার পর স্থানীয় কয়েকজন উত্তেজিত হয়ে আজ বৃহস্পতিবার সকালে জিলানীসহ কাজী মোবারক, কবির হোসেন, শফিকুল ইসলাম ও আলী হোসেন নামে পাঁচজনের বাড়িতে হামলা চালায়। পাশাপাশি তাদের বাড়ির স্বর্ণালংকার, গবাদিপশু, পাওয়ারলুম কারখানার মালামালসহ সর্বস্ব লুটপাট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ সময় খোকন (৩০) নামে একজন গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় পাঠানো হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাত বছরের শিশু রিয়াদকে হত্যার অভিযোগে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত পক্ষের পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। একই সঙ্গে গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশ জানায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের একটি পুকুরে মাছ চাষ করতেন স্থানীয় বাসিন্দা জিলানী, আরমান, ফয়সাল, রমজান এবং রাসেল। গত সোমবার সকালে একই গ্রামের বাবুল মিয়ার ছেলে রিয়াদ ও তার খেলার সাথীরা মিলে সেই পুকুরে মাছ ধরতে যায়। এ সময় পুকুরের ইজারাদার জিলানী তাদের ধাওয়া দিলে রিয়াদ পালাতে গিয়ে পানিতে পড়ে যায়।
এরপর থেকেই রিয়াদ নিখোঁজ ছিল। পানিতে একাধিকবার জাল ফেলা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর গতকাল বুধবার দুপুরে পুকুরে রিয়াদের মরদেহ ভেসে ওঠে। এই ঘটনায় নিহত রিয়াদের বাবা বাবুল বাদী হয়ে আড়াইহাজার থানায় পুকুরের ইজারাদারদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনার পর স্থানীয় কয়েকজন উত্তেজিত হয়ে আজ বৃহস্পতিবার সকালে জিলানীসহ কাজী মোবারক, কবির হোসেন, শফিকুল ইসলাম ও আলী হোসেন নামে পাঁচজনের বাড়িতে হামলা চালায়। পাশাপাশি তাদের বাড়ির স্বর্ণালংকার, গবাদিপশু, পাওয়ারলুম কারখানার মালামালসহ সর্বস্ব লুটপাট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ সময় খোকন (৩০) নামে একজন গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় পাঠানো হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজধানীর মুগদা এলাকায় কাভার্ডভ্যান ধাক্কায় সোলেমান মিয়া (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মুগদা আইডিয়াল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
৫ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দিই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে টঙ্গীর এরশাদনগর চানকির টেক এলাকায় এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেদেশের জনপ্রিয় ক্রীড়া সংগঠন আবাহনীর সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই। নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নাটোর শহরের কান্দিভিটুয়ার নিজ বাড়ি থেকে সোহেল রেজাকে
১ ঘণ্টা আগেইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতার বাংলাদেশে সব পরিষেবা আটকে দেওয়ার হুমকির পরও স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও যাতায়াত। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত...
১ ঘণ্টা আগে