কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে চুলকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংক লিমিটেডের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করে মো. লিয়ন মোল্লা নিরব (২২), মো. আরাফাত (১৬) ও মো. সিফাত (১৬) নামে তিনজন।
তারা ব্যাংকে প্রবেশের পরপরই মূল ফটক বন্ধ করে দিয়ে এক গ্রাহকের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে রাখে। পরে তাদের একজন পিস্তল হাতে নিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে সঙ্গে থাকা একটি ব্যাগের মধ্যে টাকা ভরতে থাকে। পাশাপাশি আরও একজন ছোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে।
তবে কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে মুঠোফোনে কথা বলে তারা যৌথবাহিনীর কাছে সমঝোতার মাধ্যমে আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্য থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের ৩ জনের পকেট থেকে ১ লাখ টাকা করে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি খেলনা পিস্তল, ২টি চাকু, ১টি পাইপ উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুয়িদ।
সংবাদ সম্মেলনে এসপি বলেন, আত্মসমর্পণ করা ৩ ডাকাতের মধ্যে ১ জনের বয়স ২২ বছর এবং ২ জনের বয়স ১৬ বছর। তাদের বয়স খুবই কম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে তারা ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিয়েছে।
ব্যাংক ডাকাতির কারণ জানতে চাইলে তারা একজন কিডনি রোগীকে সহযোগিতা করার জন্য এই পন্থা নিয়েছে বলে দাবি করেছে।
এ ছাড়া আইফোন তাদের খুব পছন্দ, তাই কিডনি রোগীকে সহযোগিতার পাশাপাশি ৩ জন ৩টি আইফোন ক্রয় করার পরিকল্পনা ছিল তাদের। তবে এগুলো আত্মসমর্পণ করা ডাকাতদের বক্তব্য, বাকিটা আমরা যাচাই বাছাই করছি।
পুলিশ সুপার আরও বলেন, আমরা ঘটনার শুরু থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে গেছি। প্রথমে আমরা ডাকতদের সঙ্গে কথা বলি। একপর্যায়ে তারা ১৫ লাখ টাকা ও নিরাপদে বেড়িয়ে যাওয়ার সুযোগ চাইলে আমরা তাদের কথা মেনে নেই। কিন্তু এতেও তারা আশ্বস্ত হতে না পেরে আইজিপি মহোদয়ের সঙ্গে কথা বলতে চান।
পরবর্তীতে আইজিপি মহোদয় তাদেরকে নিরাপত্তার আশ্বাস দিলে তারা আত্মসমর্পণ করতে সম্মতি প্রকাশ করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তারা আত্মসমর্পণ করে নেমে আসলে আমরা তাদেরকে গ্রেপ্তার করি।
এ বিষয়ে জানতে চাইলে রূপালী ব্যাংক ঢাকা দক্ষিণ জোনের জিএম ইসমাইল হোসেন বলেন, ঘটনার সময় আমাদের ৮ জন স্টাফ ভেতরে ছিলেন। এছাড়া প্রায় ৫-৬ জন গ্রাহক ছিলেন। ডাকাতরা আমাদের স্টাফ ও গ্রাহক সকলকেই জিম্মি করে ফেলেছিল। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড়ধরনের ক্ষতি ছাড়াই আমাদের স্টাফ ও গ্রাহকেরা মুক্তি পেয়েছে।
ঢাকার কেরানীগঞ্জে চুলকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংক লিমিটেডের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করে মো. লিয়ন মোল্লা নিরব (২২), মো. আরাফাত (১৬) ও মো. সিফাত (১৬) নামে তিনজন।
তারা ব্যাংকে প্রবেশের পরপরই মূল ফটক বন্ধ করে দিয়ে এক গ্রাহকের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে রাখে। পরে তাদের একজন পিস্তল হাতে নিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে সঙ্গে থাকা একটি ব্যাগের মধ্যে টাকা ভরতে থাকে। পাশাপাশি আরও একজন ছোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে।
তবে কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে মুঠোফোনে কথা বলে তারা যৌথবাহিনীর কাছে সমঝোতার মাধ্যমে আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্য থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া তাদের ৩ জনের পকেট থেকে ১ লাখ টাকা করে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি খেলনা পিস্তল, ২টি চাকু, ১টি পাইপ উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুয়িদ।
সংবাদ সম্মেলনে এসপি বলেন, আত্মসমর্পণ করা ৩ ডাকাতের মধ্যে ১ জনের বয়স ২২ বছর এবং ২ জনের বয়স ১৬ বছর। তাদের বয়স খুবই কম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে তারা ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিয়েছে।
ব্যাংক ডাকাতির কারণ জানতে চাইলে তারা একজন কিডনি রোগীকে সহযোগিতা করার জন্য এই পন্থা নিয়েছে বলে দাবি করেছে।
এ ছাড়া আইফোন তাদের খুব পছন্দ, তাই কিডনি রোগীকে সহযোগিতার পাশাপাশি ৩ জন ৩টি আইফোন ক্রয় করার পরিকল্পনা ছিল তাদের। তবে এগুলো আত্মসমর্পণ করা ডাকাতদের বক্তব্য, বাকিটা আমরা যাচাই বাছাই করছি।
পুলিশ সুপার আরও বলেন, আমরা ঘটনার শুরু থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে গেছি। প্রথমে আমরা ডাকতদের সঙ্গে কথা বলি। একপর্যায়ে তারা ১৫ লাখ টাকা ও নিরাপদে বেড়িয়ে যাওয়ার সুযোগ চাইলে আমরা তাদের কথা মেনে নেই। কিন্তু এতেও তারা আশ্বস্ত হতে না পেরে আইজিপি মহোদয়ের সঙ্গে কথা বলতে চান।
পরবর্তীতে আইজিপি মহোদয় তাদেরকে নিরাপত্তার আশ্বাস দিলে তারা আত্মসমর্পণ করতে সম্মতি প্রকাশ করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তারা আত্মসমর্পণ করে নেমে আসলে আমরা তাদেরকে গ্রেপ্তার করি।
এ বিষয়ে জানতে চাইলে রূপালী ব্যাংক ঢাকা দক্ষিণ জোনের জিএম ইসমাইল হোসেন বলেন, ঘটনার সময় আমাদের ৮ জন স্টাফ ভেতরে ছিলেন। এছাড়া প্রায় ৫-৬ জন গ্রাহক ছিলেন। ডাকাতরা আমাদের স্টাফ ও গ্রাহক সকলকেই জিম্মি করে ফেলেছিল। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড়ধরনের ক্ষতি ছাড়াই আমাদের স্টাফ ও গ্রাহকেরা মুক্তি পেয়েছে।
যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাঁওড়ের ইজারাদার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর জলাশয়টি দখল করে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা টানা চার মাস লুটপাট চালিয়ে প্রায় ১ কোটি টাকার মাছ ধরে নিয়েছেন।
২ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে দেশের একমাত্র খেজুরগাছ রিসার্চ গার্ডেন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরে অতি বৃষ্টিপাতের কারণে পানি জমে প্রায় সব খেজুরগাছই মরে গেছে। এই অবস্থায় সেখানে গবেষণাকাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন গবেষক।
৩ ঘণ্টা আগেআদালতের আদেশ অমান্য করে চট্টগ্রাম নগরী দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। সিটি করপোরেশন বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কোনো অনুমোদন না থাকলেও মাত্র ৬০ বর্গমাইলের এ নগরীতে...
৩ ঘণ্টা আগেজালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের ছেলে আহসানুল আলমসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদক চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থার উপপরিচালক ইয়াছিন..
৩ ঘণ্টা আগে