রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার।
নিহতেরা হলেন—চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মিয়া (৫৫) ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)। তাঁরা উভয়ই রুবেল গ্রুপের সদস্য। আহতদের মধ্যে দুজন হলেন—আমির হোসেন (২১), রাব্বি মিয়া (২৪)। তাৎক্ষণিক বাকি আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় রুবেলের চাচা মানিক মিয়া আত্মরক্ষার্থে পার্শ্ববর্তী ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় হারুন অর রশিদের সমর্থকেরা তাঁকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে। নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। নিহত একই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার বলেন, ‘দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।’
নরসিংদীর রায়পুরায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার।
নিহতেরা হলেন—চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মিয়া (৫৫) ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)। তাঁরা উভয়ই রুবেল গ্রুপের সদস্য। আহতদের মধ্যে দুজন হলেন—আমির হোসেন (২১), রাব্বি মিয়া (২৪)। তাৎক্ষণিক বাকি আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় রুবেলের চাচা মানিক মিয়া আত্মরক্ষার্থে পার্শ্ববর্তী ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় হারুন অর রশিদের সমর্থকেরা তাঁকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে। নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। নিহত একই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার বলেন, ‘দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।’
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকালেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
৭ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
২৯ মিনিট আগে