নরসিংদীতে আ.লীগ–যুবলীগের দু–গ্রুপে সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩: ১৯
Thumbnail image
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার।

নিহতেরা হলেন—চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মিয়া (৫৫) ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)। তাঁরা উভয়ই রুবেল গ্রুপের সদস্য। আহতদের মধ্যে দুজন হলেন—আমির হোসেন (২১), রাব্বি মিয়া (২৪)। তাৎক্ষণিক বাকি আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় রুবেলের চাচা মানিক মিয়া আত্মরক্ষার্থে পার্শ্ববর্তী ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় হারুন অর রশিদের সমর্থকেরা তাঁকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে। নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। নিহত একই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার বলেন, ‘দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত