নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল: ডিএনসিসির মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ১৪: ২৭
আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৬: ৩৯

করোনা প্রতিরোধে সরকারের চলমান লকডাউনে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ সোমবার সকালে রাজধানীর বিজয় সরণি মোড়ের ফোয়ারা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মো. আতিকুল ইসলাম বলেন, বিজয় সরণি মোড়ের যান চলাচল ও যানজট নিরসনে আন্ডারপাস করার পরিকল্পনা করছে সিটি করপোরেশন। এ ছাড়া সব মোড়কে কীভাবে কানেকটিভিটির মাধ্যমে যানজট নিরসন করা যায়, সে ব্যাপারে চিন্তা করছে উত্তর সিটি করপোরেশন।

লকডাউনে অসহায় মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে জানিয়ে মেয়র বলেন, ডিএনসিসির অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ৩৩৩ নম্বরে ফোন দিলে ত্রাণ পৌঁছে দেওয়া হবে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে।’ করোনাভাইরাস মোকাবিলায় এ সময় সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ১ জুলাই থেকে ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করেছে সরকার। লকডাউন চলাকালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত