Ajker Patrika

নাশকতা ও জঙ্গি তৎপরতা মাথায় রেখেই বইমেলার নিরাপত্তাব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৫: ২০
নাশকতা ও জঙ্গি তৎপরতা মাথায় রেখেই বইমেলার নিরাপত্তাব্যবস্থা: ডিএমপি কমিশনার

বইমেলা ঘিরে নাশকতা ও জঙ্গি তৎপরতার অতীত ঘটনা রয়েছে। এসব বিষয় মাথায় রেখেই এবারের বইমেলায় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ বুধবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার প্রস্তুতি পরিদর্শন শেষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রসঙ্গে এ কথা বলেন তিনি। 

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘বইমেলা অসাম্প্রদায়িক আয়োজন। বইমেলার এই আয়োজন নিয়ে আমাদের বিভিন্ন সময়ে হুমকির মুখে পড়তে হয়েছে। তবে এবার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।’  

বিভিন্ন সময়ে বেশ কিছু বইয়ের বিষয়ে আপত্তি জানিয়েছে পুলিশ। এবার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না—জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘কোনো বইয়ের লেখার বিষয়টি বাংলা একাডেমি দেখে থাকে। তবে কোনো লেখা বা বিষয় যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পাঠকের নজরে আসে বা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সেটি নিয়ে যদি সমালোচনা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন বইয়ের ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেবে।’ 

ডিএমপি কমিশনার বলেন, ‘প্রতিদিন প্রায় ১ লাখ লোকের সমাগম হয় বইমেলায়। তাই নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য আর্চওয়ে, ওয়াচ-টাওয়ারসহ পুলিশের বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। সাদা পোশাকেও কাজ করবে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত