Ajker Patrika

পিটার হাসের সঙ্গে বিশ্বব্যাংক ও আইএমএফ কর্মকর্তাদের বৈঠক 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
পিটার হাসের সঙ্গে বিশ্বব্যাংক ও আইএমএফ কর্মকর্তাদের বৈঠক 

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কর্মকর্তারা বৈঠক করেছেন।

গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে আজ বুধবার মধ্যাহ্নভোজ ও আলোচনায় অংশ নেন কর্মকর্তারা। 

এ সময় বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সংশ্লিষ্টতার নানা দিক নিয়ে আলোচনা হয় দুই সংস্থার প্রধানদের সঙ্গে। 

বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক আব্দুলায়ে সেক ও আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে মধ্যাহ্নভোজ ও আলোচনায় উপস্থিত ছিলেন। 

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ ও রাজনৈতিক সংলাপের তাগিদ দেওয়ার প্রেক্ষাপটে এই দুই উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠকটি হলো। 

বাংলাদেশের দুই উন্নয়ন সহযোগী সংস্থার মিশনপ্রধানদের সঙ্গে রাষ্ট্রদূত কী কথা বলেছেন, এমন প্রশ্নের জাবাবে মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘কূটনীতিকেরা বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে কথা বলে থাকে। বাংলাদেশকে ‘ভালোভাবে বোঝা’ ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে এমন আলাপ সহায়ক হয়।’
 
বিশ্বব্যাংকের মিশন প্রধান আব্দুলায়ে সেক সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাংকের শেয়ারহোল্ডারসহ অংশীজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে রাষ্ট্রদূতের আমন্ত্রণে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধিসহ একটি বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত