ঢাবিতে ‘নন ফিকশন বইমেলা’ শুরু ২৮ ডিসেম্বর

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯: ৩৪
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের মিলনায়তনে সংবাদ সম্মেলনে নন ফিকশন বইমেলার আয়োজক প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। ছবি: আজকের পত্রিকা

বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ আয়োজনে অষ্টমবারের মতো ‘নন ফিকশন বইমেলা’ শুরু হতে যাচ্ছে। ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ২৮ থেকে ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মেলা চলবে।

আগামী শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন প্রকাশক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। আজ ব্যবসায় শিক্ষা অনুষদের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বণিক বার্তার প্রধান প্রতিবেদক মো. বদরুল আলম এসব তথ্য জানান।

বদরুল আলম বলেন, নন-ফিকশন বইমেলা আয়োজনের অন্যতম লক্ষ্য শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে ব্যবসা, অর্থনীতিসহ গবেষণাধর্মী বইয়ের পরিচিতি বাড়ানো এবং এ ধরনের বই পড়াতে তাঁদের আগ্রহী করে তোলা। নন-ফিকশন বইমেলা এরই মধ্যে শিক্ষার্থী ও পাঠকমহলে সমাদৃত হয়েছে। পাশাপাশি পুস্তক বিপণনের ক্ষেত্রেও অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। দেশের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আগ্রহের সঙ্গে এ মেলায় অংশ নেয়।

বদরুল আলম আরও বলেন, নন-ফিকশন বইমেলায় বছরে প্রকাশিত বইয়ের মধ্য থেকে দুটি বইকে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা’ দেওয়া হয়। মেলায় নেওয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারকদের প্যানেল ২০২৪-এর দুটি নন-ফিকশন বই নির্বাচিত করবেন। এবার মেলার শেষদিন সমাপনী অনুষ্ঠানে জুরিদের নির্বাচিত দুটি বইকে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪’ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০ ডিসেম্বর বেলা ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪ ’-এর জুরিরা ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম বলেন, ডিন হিসেবে আমি এবারই প্রথম নন-ফিকশন মেলায় যুক্ত হয়েছি। এর আগের সাতটি মেলার অন্তত পাঁচটিতে আমি উপস্থিত ছিলাম ও বক্তব্য দিয়েছি। বিভিন্ন বইমেলায় গল্প-উপন্যাসের বিক্রি বেশি থাকে। কিন্তু এই নন-ফিকশন বইমেলায় ইতিহাস, অর্থনীতি, পলিসি মেকিং বিভিন্ন ধরনের বই থাকে যে বিষয়ে জ্ঞান শুধু ছাত্র-ছাত্রীর নয়, অন্য অনেকের প্রয়োজন হয়। এ প্রয়োজন মেটানো নন-ফিকশন বইমেলার একটা উদ্দেশ্য। এসব বই সাংবাদিকদের জন্যও বিশেষভাবে প্রয়োজন।

অষ্টম নন-ফিকশন বইমেলা সফলভাবে সম্পন্ন করার এবং এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন ডিন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বণিক বার্তার বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিংয়ের উপমহাব্যবস্থাপক মঞ্জুর হোসাইন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত