Ajker Patrika

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিতে আহত কিশোরের মৃত্যু

ঢামেক প্রতিবেদক, ঢাকা  
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ কিশোর সাজ্জেন ওরফে রহমত (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ ওই কিশোর সাজ্জেন মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃত সাজ্জেনের বাবা শমসের আলী জানান, গত শনিবার বিকেলে ক্যাম্পের ভেতর মাদক ব্যবসায়ী চুয়া সেলিম ও বুনিয়া সোহেলের গ্রুপের গোলাগুলি চলছিল। এ সময় সাজ্জেন পাম্প থেকে খাবার পানি নিয়ে বাসায় ফিরছিল। তখন ৮ নম্বর সেক্টরে তার শরীরে গুলি লাগে।

তিনি আরও জানান, সাজ্জেনের হাতে, বুকে ও পেটে মোট ৫টি গুলি লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন আজ সোমবার সকালে সে মারা গেছে। তাঁরা জেনেভা ক্যাম্পের ৫ নম্বর সেক্টরে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত