ট্রেনে স্বস্তির ঈদযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১০: ২৮
আপডেট : ২৪ জুন ২০২৩, ১২: ৪৪

রোজার ঈদের মতো কোরবানির ঈদেও ট্রেনে স্বস্তির ঈদযাত্রা শুরু হয়েছে। শতভাগ অনলাইনে টিকিট বিক্রি ও টিকিটবিহীন যাত্রী—এ দুই মিলিয়ে ঈদযাত্রা শুরুর প্রথম দিনে স্বাচ্ছন্দ্যে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। 

আজ শনিবার সকাল ৬টায় যথাসময়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। 

এরপর সকাল ৬টা ২০ মিনিটে পারাবাত এক্সপ্রেস, ৬ট ৪০ মিনিটে নীলসাগর এক্সপ্রেস, সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস, ৭টা ১৫ মিনিটে এগারসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস, ৭টা ৩০ মিনিটে তিস্তা এক্সপ্রেস, ৭ট ৪৫-এ মহানগর প্রভাতী এক্সপ্রেস, ৮টা ১৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ও সকাল ৯টায় রংপুরের উদ্দেশে ছাড়ে রংপুর এক্সপ্রেস। 

রংপুরগামী যাত্রী আলমগীর হোসেন বলেন, ‘গত ঈদের মতো এই ঈদেও অনলাইনে টিকিট কিনেছি। প্রথম দুই থেকে তিন দিন স্বস্তি নিয়ে যাওয়া যায়।’ তবে এই যাত্রী স্ট্যান্ডিং টিকিট নিয়ে একটু বিরক্তি প্রকাশ করে বলেন, ‘আসনের বাইরে যাত্রী কেন নিতে হবে। এতে সমস্যা তৈরি হয়।’ 

প্রতিটি ট্রেনই যথাসময়ে ছেড়ে যাচ্ছেঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ‘প্রতিটি ট্রেনই যথাসময়ে ছেড়ে যাচ্ছে। যাত্রীদের যাত্রা নিরাপদ ও সুন্দর হচ্ছে। আমরা যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করব।’ 

এদিকে যাত্রার দিনে পাওয়া যাচ্ছে স্ট্যান্ডিং টিকিট। এবারও ঈদযাত্রায় আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে মোট আসনের ২৫ শতাংশ। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রা শুরুর দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে। 

গত ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করেছে রেল কর্তৃপক্ষ। এরই মধ্যে টিকিট বিক্রি শেষ। 

এর আগে ১৪ জুন থেকে আন্তনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ থেকে ১৮ জুন দেওয়া হয় ২৮ জুন পর্যন্ত টিকিট। 

একইভাবে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। সেই হিসাবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হবে ফিরতি ট্রেনের টিকিট। তবে ২১ জুনে ১ জুলাইয়ের টিকিটও পাওয়া গেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত