Ajker Patrika

আপনি আওয়ামী লীগের লোক নন, ব্যারিস্টার আমীর–উল ইসলামকে দুলাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মে ২০২৩, ২৩: ০৪
আপনি আওয়ামী লীগের লোক নন, ব্যারিস্টার আমীর–উল ইসলামকে দুলাল 

সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমীর–উল ইসলাম আওয়ামী লীগের লোক নন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আবদুন নূর দুলাল। আজ সোমবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ব্যারিস্টার আমীরকে উদ্দেশ্য করে বারের সম্পাদক বলেন, ‘আমাদের সংক্ষিপ্ত কথা, একেবারে সোজা সাপ্টা বাংলা, যারা আমাদের এই দলে ছিল, যারা এখন দলের উচ্ছিষ্টে পরিণত হয়েছে বঙ্গবন্ধুর আমল থেকে এই মানুষদের আমরা জেনেছি। যখন ওয়ান ইলেভেন নেমেছে, তখন আমাদের এক নেতা এই সুপ্রিম কোর্ট বারের সভাপতি ছিলেন। জননেত্রী শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তাঁর (এম আমীর-উল ইসলাম) কী ভূমিকা ছিল তা জাতি জানতে চায়। জাতি জানতে চায় জননেত্রী যখন ওয়ান ইলেভেন–দুঃশাসনের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে তখন আপনাদের কি ভূমিকা ছিল। যখন ষোড়শ সংশোধনী নিয়ে এখানে মিটিং করেছেন, সেই মিটিং–এ আপনি কার পক্ষে বক্তৃতা দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আপনি আমাদের লোক নন।’

দুলাল বলেন, ‘বঙ্গবন্ধু যেদিন আপনাকে বহিষ্কার করেছেন, মন্ত্রী সভা থেকে বাদ দিয়েছে, সেদিন থেকে বঙ্গবন্ধু আপনাকে চিনেছে, বঙ্গবন্ধু কন্যা চিনেছে, এই জাতি আপনাকে চিনেছে। আওয়ামী লীগের নেতা–কর্মীরা আপনাকে চিনেছে। সুপ্রিম কোর্টের আইনজীবীরা আপনাকে চিনেছে। জননেত্রী শেখ হাসিনার দিকে কেউ যদি আঙুল নির্দেশ করে, তাহলে সেই আঙুল আমরা নামিয়ে দেওয়ার যোগ্যতা রাখি। সেই আঙুল নামিয়ে দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগ রাখে।’

এদিকে বিচার বিভাগ নিয়ে কটূক্তি ও সুশীলদের হুমকির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে কয়েকশ আইনজীবী অংশগ্রহণ করেন।

সোমবার দুপুর ১টার পর সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে কয়েকশ আইনজীবী তাপসের বিচারের দাবিতে বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা হাইকোর্ট মাজার গেট হয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে গিয়ে মানববন্ধন করে। 

মানববন্ধনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, ও রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

মানববন্ধন থেকে তাপসের বিচারের দাবিতে আগামী ৩১ মে সুপ্রিম কোর্টসহ দেশের সব জেলা বারে আইনজীবী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। মানববন্ধন শেষে আবারও মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে যান আইনজীবীরা। ওই সময় সেখানে বিক্ষোভ করছিল আওয়ামী সমর্থক আইনজীবীরা। দুই পক্ষের আইনজীবীরা মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। এ সময় তাদের মাঝখানে অবস্থান নেয় পুলিশ। তবে আওয়ামী সমর্থক আইনজীবীরা সরে গেলে বিএনপি সমর্থক আইনজীবীরা মিছিল নিয়ে বার ভবনে প্রবেশ করে কর্মসূচি শেষ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত