গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব চুরির আপবাদে এক শিশুকে (১০) নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নজরে আসে বিষয়টি। এ নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
এর আগে মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের শ্যামবাজারে শিশু নির্যাতনের ঘটনাটি ঘটে।
নির্যাতনের শিকার ওই শিশুর মা জানান, মঙ্গলবার সকালে তাঁর ছেলে স্কুলে যায়। দুপুরে স্কুলের টিফিনের সময় ছেলেকে শ্যামবাজার এলাকার হেমায়েত শেখের ছোট ভাই ইউসুফ শেখ স্কুলের মাঠ থেকে গেঞ্জি ধরে টেনে ভ্যানে তুলে তাঁর বাড়িতে নিয়ে যান। ডাব চুরির অপবাদ দিয়ে হেমায়েত শেখ তাঁর ছেলের দুই হাত রশি দিয়ে বেঁধে মারধর করেন। পরে তাঁকে শ্যামবাজারে এনে চান্দিনার লোহার পাইপের সঙ্গে দুই হাত বেঁধে রাখেন। একপর্যায়ে হেমায়েত শেখ লোকের মাধ্যমে তাঁর স্বামীর কাছে খবর পাঠান—তাঁর ছেলেকে বাজারে বেঁধে রাখা হয়েছে, ছাড়িয়ে না আনলে থানায় পাঠিয়ে দেওয়া হবে। পরে বিষয়টি জানতে পেরে রাতইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. রবিউল ইসলাম ওই শিশুকে বাড়িতে দিয়ে যান।
ইউপি সদস্য মো. রবিউল ইসলাম ডাব চুরির অপবাদে শিশু নির্যাতনের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই শিশুকে হেমায়েত শেখের জিম্মা থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে দিয়ে আসি।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হেমায়েত শেখ বলেন, ‘আমার গাছের দুটি ডাব চুরি করায় আমার ভাই ইউসুফ শেখ ওকে ধরে বাড়িতে নিয়ে আসে। আমি ওর অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য মাছবাজারে এনে দড়ি দিয়ে হাত বেঁধে রেখেছিলাম। পরে রবিউল মেম্বার এসে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘শিশু নির্যাতনের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব চুরির আপবাদে এক শিশুকে (১০) নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নজরে আসে বিষয়টি। এ নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
এর আগে মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের শ্যামবাজারে শিশু নির্যাতনের ঘটনাটি ঘটে।
নির্যাতনের শিকার ওই শিশুর মা জানান, মঙ্গলবার সকালে তাঁর ছেলে স্কুলে যায়। দুপুরে স্কুলের টিফিনের সময় ছেলেকে শ্যামবাজার এলাকার হেমায়েত শেখের ছোট ভাই ইউসুফ শেখ স্কুলের মাঠ থেকে গেঞ্জি ধরে টেনে ভ্যানে তুলে তাঁর বাড়িতে নিয়ে যান। ডাব চুরির অপবাদ দিয়ে হেমায়েত শেখ তাঁর ছেলের দুই হাত রশি দিয়ে বেঁধে মারধর করেন। পরে তাঁকে শ্যামবাজারে এনে চান্দিনার লোহার পাইপের সঙ্গে দুই হাত বেঁধে রাখেন। একপর্যায়ে হেমায়েত শেখ লোকের মাধ্যমে তাঁর স্বামীর কাছে খবর পাঠান—তাঁর ছেলেকে বাজারে বেঁধে রাখা হয়েছে, ছাড়িয়ে না আনলে থানায় পাঠিয়ে দেওয়া হবে। পরে বিষয়টি জানতে পেরে রাতইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. রবিউল ইসলাম ওই শিশুকে বাড়িতে দিয়ে যান।
ইউপি সদস্য মো. রবিউল ইসলাম ডাব চুরির অপবাদে শিশু নির্যাতনের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই শিশুকে হেমায়েত শেখের জিম্মা থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে দিয়ে আসি।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হেমায়েত শেখ বলেন, ‘আমার গাছের দুটি ডাব চুরি করায় আমার ভাই ইউসুফ শেখ ওকে ধরে বাড়িতে নিয়ে আসে। আমি ওর অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য মাছবাজারে এনে দড়ি দিয়ে হাত বেঁধে রেখেছিলাম। পরে রবিউল মেম্বার এসে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে।’
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘শিশু নির্যাতনের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১৫ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে