প্রতিনিধি, ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মোহাম্মদ জাকারিয়া নামে ওই শিক্ষার্থী। রাজধানীর দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন।
আজ মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মারধরের এ অভিযোগ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার ‘আইকন প্লাস’-এর বিরুদ্ধে লোক লাগিয়ে চড়-থাপ্পর ও ছিনতাই চেষ্টার অভিযোগ করেছেন তিনি।
ফল প্রকাশের পর জাকারিয়া গণমাধ্যমকে সাক্ষাৎকারে জানান, তিনি ফোকাস কোচিং সেন্টারের ফার্মগেট শাখায় ভর্তি কোচিং করেছিলেন। ফল প্রকাশের ঘণ্টা তিনেক পরই বিকেল সাড়ে ৩টার দিকে ফোকাসের ফার্মগেট শাখায় কিছু লোক এসে তাঁকে উঠিয়ে নিতে চান বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন জাকারিয়া।
এর আগে একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন জাকারিয়া। সেখানে দেখা যায়, মোহাম্মদ লিমন নামের একজন জাকারিয়ার হাতে ফুল দিয়ে তাঁকে আইকন প্লাসের শিক্ষার্থী দাবি করেন। সেই শেয়ার করা পোস্টে জাকারিয়া লিখেন, ‘হুদাই। একটি ফ্রি ক্লাস করলে শিক্ষার্থী হয়ে যায়, এটা জানতাম না।’ মোহাম্মদ লিমন আইকন প্লাসের অন্যতম পরিচালক বলে জানা গেছে।
তবে সার্বিক বিষয়ে মতামত জানার জন্য মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে যোগাযোগ করারা চেষ্টা করা হলে তাঁর ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ফোকাস ফার্মগেট শাখার এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের ভর্তি কোচিংয়ের শিক্ষার্থী জাকারিয়াকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য ফার্মগেট শাখায় এনেছিলাম। কিন্তু হঠাৎই অন্য কোচিংয়ের একদল লোক আমাদের শাখায় এসে সংবর্ধনা দিতে বাধা দেয়। ওই সময় তাঁরা জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে যেতে চান। জাকারিয়া যেতে না চাইলে হুমকি দিয়ে তারা চলে যান।
ঘটনার বিবরণ দিলেও ওই কোচিং সেন্টারের নাম বলতে চাননি ফোকাসের এই পরিচালক।
তবে এমন অভিযোগ অস্বীকার করেছে আইকন প্লাস কোচিং কর্তৃপক্ষ। আইকন কোচিং সেন্টারের অন্যতম পরিচালক কামাল হোসেন বলেন, আমাদের অফিস ছয়তলায় আর ফোকাসের অফিস ২য় তলায়। হঠাৎ জোরেশোরে আওয়াজ হলে আমরা ওইখানে যাই। তখন দেখি ফোকাসের লোকজন শাটার বন্ধ করে মিটিং করছেন। বাইরে কিছু বহিরাগত লোক আওয়াজ করতেছে। আমি এতটুকু জানি। এর বাইরে আমি কিছু জানি না। কেনো আমাদের বিরুদ্ধে এ অভিযোগ এটা আমি জানি না!
বিকেলের এই ঘটনা নিয়ে জাকারিয়া একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। তাঁর ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
ফোকাস ফার্মগেট শাখায় আছি। লাইভের সময় হঠাৎ বাইরে হুড়োহুড়ি। কিছুক্ষণ পরে কিছু লোকজন ঢুকল। ঢুকেই বলল এই তোরা কি মিটিং করোছ নাকি। এসেই ফোকাসের ভাইদের বের করে দেওয়ার চেষ্টা করল। আমারেও বাইরে নেওয়ার চেষ্টা করল কিন্তু যাইনি। এক পর্যায়ে টানাটানি। তাতেও না নড়ায় এক কালো পান্ডা মাথায় থাপ্পড় দিল। শেষ পযার্য়ে ফোকাসের ভাইদের বাইরে পাঠিয়ে দিল। এক পর্যায়ে দেখলাম এক কোচিং এর কিছু টিচার। আসছিল জোর জবরদস্তি করে বলাবে জাকারিয়া আমাদের কোচিং এর।
আমার যদি কিছু হয় তাহলে তারা দায়ী। এখন ফার্মগেটই আছি। টিচাররূপী কিছু কুলাঙ্গারও চলে গেল। মওদুদ ভাইয়া এবং আলামিন ভাইয়ারাও সব জানে। কোচিং এর নাম বললাম না। ক্ষমা করে দিব বলছি। তাই ক্ষমা করে দিলাম। আশা করি আর জীবনেও এমন কাজ করবেন না। এবং টিচাররূপী কুলাঙ্গারগুলোও মানুষ হবেন। আমি ফোকাসেই কোচিং করেছি। অন্য কোথাও কোচিং করিনি।
উল্লেখ্য আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। আর পাস করেছেন ৭ হাজার ১২ জন। খ ইউনিটের ফলাফলে প্রথম হয়েছেন দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়া। তাঁর প্রাপ্ত নম্বর ৮০ দশমিক ৫।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মোহাম্মদ জাকারিয়া নামে ওই শিক্ষার্থী। রাজধানীর দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন।
আজ মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মারধরের এ অভিযোগ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার ‘আইকন প্লাস’-এর বিরুদ্ধে লোক লাগিয়ে চড়-থাপ্পর ও ছিনতাই চেষ্টার অভিযোগ করেছেন তিনি।
ফল প্রকাশের পর জাকারিয়া গণমাধ্যমকে সাক্ষাৎকারে জানান, তিনি ফোকাস কোচিং সেন্টারের ফার্মগেট শাখায় ভর্তি কোচিং করেছিলেন। ফল প্রকাশের ঘণ্টা তিনেক পরই বিকেল সাড়ে ৩টার দিকে ফোকাসের ফার্মগেট শাখায় কিছু লোক এসে তাঁকে উঠিয়ে নিতে চান বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন জাকারিয়া।
এর আগে একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন জাকারিয়া। সেখানে দেখা যায়, মোহাম্মদ লিমন নামের একজন জাকারিয়ার হাতে ফুল দিয়ে তাঁকে আইকন প্লাসের শিক্ষার্থী দাবি করেন। সেই শেয়ার করা পোস্টে জাকারিয়া লিখেন, ‘হুদাই। একটি ফ্রি ক্লাস করলে শিক্ষার্থী হয়ে যায়, এটা জানতাম না।’ মোহাম্মদ লিমন আইকন প্লাসের অন্যতম পরিচালক বলে জানা গেছে।
তবে সার্বিক বিষয়ে মতামত জানার জন্য মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে যোগাযোগ করারা চেষ্টা করা হলে তাঁর ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ফোকাস ফার্মগেট শাখার এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের ভর্তি কোচিংয়ের শিক্ষার্থী জাকারিয়াকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য ফার্মগেট শাখায় এনেছিলাম। কিন্তু হঠাৎই অন্য কোচিংয়ের একদল লোক আমাদের শাখায় এসে সংবর্ধনা দিতে বাধা দেয়। ওই সময় তাঁরা জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে যেতে চান। জাকারিয়া যেতে না চাইলে হুমকি দিয়ে তারা চলে যান।
ঘটনার বিবরণ দিলেও ওই কোচিং সেন্টারের নাম বলতে চাননি ফোকাসের এই পরিচালক।
তবে এমন অভিযোগ অস্বীকার করেছে আইকন প্লাস কোচিং কর্তৃপক্ষ। আইকন কোচিং সেন্টারের অন্যতম পরিচালক কামাল হোসেন বলেন, আমাদের অফিস ছয়তলায় আর ফোকাসের অফিস ২য় তলায়। হঠাৎ জোরেশোরে আওয়াজ হলে আমরা ওইখানে যাই। তখন দেখি ফোকাসের লোকজন শাটার বন্ধ করে মিটিং করছেন। বাইরে কিছু বহিরাগত লোক আওয়াজ করতেছে। আমি এতটুকু জানি। এর বাইরে আমি কিছু জানি না। কেনো আমাদের বিরুদ্ধে এ অভিযোগ এটা আমি জানি না!
বিকেলের এই ঘটনা নিয়ে জাকারিয়া একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। তাঁর ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
ফোকাস ফার্মগেট শাখায় আছি। লাইভের সময় হঠাৎ বাইরে হুড়োহুড়ি। কিছুক্ষণ পরে কিছু লোকজন ঢুকল। ঢুকেই বলল এই তোরা কি মিটিং করোছ নাকি। এসেই ফোকাসের ভাইদের বের করে দেওয়ার চেষ্টা করল। আমারেও বাইরে নেওয়ার চেষ্টা করল কিন্তু যাইনি। এক পর্যায়ে টানাটানি। তাতেও না নড়ায় এক কালো পান্ডা মাথায় থাপ্পড় দিল। শেষ পযার্য়ে ফোকাসের ভাইদের বাইরে পাঠিয়ে দিল। এক পর্যায়ে দেখলাম এক কোচিং এর কিছু টিচার। আসছিল জোর জবরদস্তি করে বলাবে জাকারিয়া আমাদের কোচিং এর।
আমার যদি কিছু হয় তাহলে তারা দায়ী। এখন ফার্মগেটই আছি। টিচাররূপী কিছু কুলাঙ্গারও চলে গেল। মওদুদ ভাইয়া এবং আলামিন ভাইয়ারাও সব জানে। কোচিং এর নাম বললাম না। ক্ষমা করে দিব বলছি। তাই ক্ষমা করে দিলাম। আশা করি আর জীবনেও এমন কাজ করবেন না। এবং টিচাররূপী কুলাঙ্গারগুলোও মানুষ হবেন। আমি ফোকাসেই কোচিং করেছি। অন্য কোথাও কোচিং করিনি।
উল্লেখ্য আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। আর পাস করেছেন ৭ হাজার ১২ জন। খ ইউনিটের ফলাফলে প্রথম হয়েছেন দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়া। তাঁর প্রাপ্ত নম্বর ৮০ দশমিক ৫।
গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দিই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে টঙ্গীর এরশাদনগর চানকির টেক এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেদেশের জনপ্রিয় ক্রীড়া সংগঠন আবাহনীর সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই। নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নাটোর শহরের কান্দিভিটুয়ার নিজ বাড়ি থেকে সোহেল রেজাকে
১ ঘণ্টা আগেইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতার বাংলাদেশে সব পরিষেবা আটকে দেওয়ার হুমকির পরও স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও যাতায়াত। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত...
১ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
১০ ঘণ্টা আগে