রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টা থেকে কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে চারটি ফেরি ও ঘাট এলাকায় কিছু যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
আজ রোববার সকাল ৭টায় দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, কুয়াশায় ফেরিঘাটের চারপাশ ঢেকে আছে। কুয়াশার ঘনত্বের কারণে সামান্য দূরের বস্তু দেখা যায়নি। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দেড় কিলোমিটার এলাকায় দুই লাইনে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি সৃষ্টি হয়। তীব্র শীতে সারা রাত আটকে থাকায় প্রচণ্ড দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা।
যশোরের বেনাপোল থেকে আসা ট্রাকচালক মারুফ হোসেন বলেন, ‘কী কষ্টে আছি সেটা বলার মতো না। রাত ১০টা থেকে ফেরিঘাটে আটকে আছি। শীতে সারা রাত ঘুমাতে পারি নাই।’
ঝিনাইদহ থেকে আসা আরেক ট্রাকচালক মোতালেব বলেন, ‘কুয়াশায় ফেরি বন্ধ থাকায় রাত ১১টা থেকে আটকে আছি। ফেরি চলাচল যদি স্বাভাবিক থাকত, এতক্ষণে ঢাকায় গিয়ে ঘুমাতে পারতাম। এখানে সারা রাত শীতের মধ্যে গাড়িতে কাটিয়ে দিলাম।’
ঘন কুয়াশায় রাস্তায় হেডলাইট জ্বালিয়েও কিছু দেখতে পারেননি মোটরসাইকেল আরোহী জিহাদ। তিনি বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ভোরে ঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। এখন অবশ্য চালু হয়েছে। ঘাট এলাকায় বাতাসের সঙ্গে শীতে একদম জমে যাচ্ছি।’
রায়হান নামের এক বাসযাত্রী বলেন, ‘সরকার কোটি টাকা খরচ করে ফেরিতে ফগলাইট লাগিয়েছে, যাতে কুয়াশার মধ্যেও ফেরি চলাচল করে। অথচ ওই লাইট এখন আর কোনো কাজে আসে না।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আলিম দাঈয়ান বলেন, ‘শনিবার সন্ধ্যা থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। ওই সময় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।’
আলিম দাঈয়ান আরও বলেন, ‘ফেরি চলাচল বন্ধ হওয়ার পর জানতে পারি কুয়াশার কারণে পথ হারিয়ে মাঝ নদীতে চারটি ফেরি আটকে ছিল। ফেরিগুলো হলো শাহ পরাণ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মুখদুম এবং হাসনাহেনা। কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।’
ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টা থেকে কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে চারটি ফেরি ও ঘাট এলাকায় কিছু যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
আজ রোববার সকাল ৭টায় দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, কুয়াশায় ফেরিঘাটের চারপাশ ঢেকে আছে। কুয়াশার ঘনত্বের কারণে সামান্য দূরের বস্তু দেখা যায়নি। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দেড় কিলোমিটার এলাকায় দুই লাইনে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি সৃষ্টি হয়। তীব্র শীতে সারা রাত আটকে থাকায় প্রচণ্ড দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা।
যশোরের বেনাপোল থেকে আসা ট্রাকচালক মারুফ হোসেন বলেন, ‘কী কষ্টে আছি সেটা বলার মতো না। রাত ১০টা থেকে ফেরিঘাটে আটকে আছি। শীতে সারা রাত ঘুমাতে পারি নাই।’
ঝিনাইদহ থেকে আসা আরেক ট্রাকচালক মোতালেব বলেন, ‘কুয়াশায় ফেরি বন্ধ থাকায় রাত ১১টা থেকে আটকে আছি। ফেরি চলাচল যদি স্বাভাবিক থাকত, এতক্ষণে ঢাকায় গিয়ে ঘুমাতে পারতাম। এখানে সারা রাত শীতের মধ্যে গাড়িতে কাটিয়ে দিলাম।’
ঘন কুয়াশায় রাস্তায় হেডলাইট জ্বালিয়েও কিছু দেখতে পারেননি মোটরসাইকেল আরোহী জিহাদ। তিনি বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ভোরে ঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। এখন অবশ্য চালু হয়েছে। ঘাট এলাকায় বাতাসের সঙ্গে শীতে একদম জমে যাচ্ছি।’
রায়হান নামের এক বাসযাত্রী বলেন, ‘সরকার কোটি টাকা খরচ করে ফেরিতে ফগলাইট লাগিয়েছে, যাতে কুয়াশার মধ্যেও ফেরি চলাচল করে। অথচ ওই লাইট এখন আর কোনো কাজে আসে না।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আলিম দাঈয়ান বলেন, ‘শনিবার সন্ধ্যা থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। ওই সময় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।’
আলিম দাঈয়ান আরও বলেন, ‘ফেরি চলাচল বন্ধ হওয়ার পর জানতে পারি কুয়াশার কারণে পথ হারিয়ে মাঝ নদীতে চারটি ফেরি আটকে ছিল। ফেরিগুলো হলো শাহ পরাণ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মুখদুম এবং হাসনাহেনা। কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।’
তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে শ্রদ্ধা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. এনামউল্যা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন, কবর জিয়ারত
৪১ মিনিট আগেখাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশনের কিছু এলাকায় বর্জ্য সংগ্রহ কাজের হাতবদল হচ্ছে। এবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ময়লা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপির ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-১৪ নম্বরে ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়ক বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে