পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আগামী ১০ আগস্ট দেশে আসার কথা ছিল সাঁইত্রিশ বছরের ব্যক্তি মো. রুবেল মিয়ার। তিনি দেশে ফিরবেন ঠিকই তবে জীবিত নয়, লাশ হয়ে। পরিবারের জন্য কেনাকাটা শেষ করে রুমে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মালদ্বীপ প্রবাসী রুবেল। গতকাল বুধবার সন্ধ্যায় মালদ্বীপে তিনি মারা যান।
রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে। দীর্ঘ ৮-৯ বছর ধরে তিনি মালদ্বীপে রয়েছেন। স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার জানায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মিয়া আট থেকে নয় বছর ধরে মালদ্বীপে রয়েছেন। পাঁচ-ছয় মাস আগে তিনি ছুটি কাটিয়ে মালদ্বীপ ফিরে যান। আগামী ১০ আগস্ট তাঁর ফের দেশে আসার কথা ছিল। এ কারণে পরিবারের জন্য কেনাকাটাও করেন। বুধবার সেখানকার মার্কেট থেকে কেনাকাটা শেষে নিজ কক্ষে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন রুবেল। স্ট্রোকজনিত কারণে মারা যান।
১০ তারিখ তার আর দেশে ফেরা হবে না রুবেলের। লাশ হয়ে কফিনে ফিরবেন। তাঁর মৃত্যুর খবরে পরিবারে চলছে মাতম।
নিহতের চাচাতো ভাই দিদার মিয়া বলেন, ‘রুবেল চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। আগামী ১০ আগস্ট তাঁর দেশে আসার কথা। কিন্তু জীবিত আর আসা হচ্ছে না। আসবেন মৃত হয়ে কফিনে। মালদ্বীপে থাকা তার অপর এক ভাইয়ের মাধ্যমে পরিবারের কাছে রুবেলের মৃত্যু খবর আসে। এতে পরিবারের লোকজন শোকে কাতর হয়ে বিলাপ করছেন। পুরো পরিবার ও এলাকাজুড়ে চলছে মাতম।’
চরফরাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল মান্নান বলেন, ‘প্রবাসী রুবেল মিয়ার মৃত্যুর খবর শুনেছি। শোকাহত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়ি যাচ্ছি।’
আগামী ১০ আগস্ট দেশে আসার কথা ছিল সাঁইত্রিশ বছরের ব্যক্তি মো. রুবেল মিয়ার। তিনি দেশে ফিরবেন ঠিকই তবে জীবিত নয়, লাশ হয়ে। পরিবারের জন্য কেনাকাটা শেষ করে রুমে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মালদ্বীপ প্রবাসী রুবেল। গতকাল বুধবার সন্ধ্যায় মালদ্বীপে তিনি মারা যান।
রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে। দীর্ঘ ৮-৯ বছর ধরে তিনি মালদ্বীপে রয়েছেন। স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার জানায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মিয়া আট থেকে নয় বছর ধরে মালদ্বীপে রয়েছেন। পাঁচ-ছয় মাস আগে তিনি ছুটি কাটিয়ে মালদ্বীপ ফিরে যান। আগামী ১০ আগস্ট তাঁর ফের দেশে আসার কথা ছিল। এ কারণে পরিবারের জন্য কেনাকাটাও করেন। বুধবার সেখানকার মার্কেট থেকে কেনাকাটা শেষে নিজ কক্ষে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন রুবেল। স্ট্রোকজনিত কারণে মারা যান।
১০ তারিখ তার আর দেশে ফেরা হবে না রুবেলের। লাশ হয়ে কফিনে ফিরবেন। তাঁর মৃত্যুর খবরে পরিবারে চলছে মাতম।
নিহতের চাচাতো ভাই দিদার মিয়া বলেন, ‘রুবেল চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। আগামী ১০ আগস্ট তাঁর দেশে আসার কথা। কিন্তু জীবিত আর আসা হচ্ছে না। আসবেন মৃত হয়ে কফিনে। মালদ্বীপে থাকা তার অপর এক ভাইয়ের মাধ্যমে পরিবারের কাছে রুবেলের মৃত্যু খবর আসে। এতে পরিবারের লোকজন শোকে কাতর হয়ে বিলাপ করছেন। পুরো পরিবার ও এলাকাজুড়ে চলছে মাতম।’
চরফরাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল মান্নান বলেন, ‘প্রবাসী রুবেল মিয়ার মৃত্যুর খবর শুনেছি। শোকাহত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়ি যাচ্ছি।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৯ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে