ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মসজিদে জুমার নামাজ দুপুর ১ টা ৩০ মিনিটের সময় শুরু না করায় ইমামকে শাসিয়েছে হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফরিদ ওরফে ফরিদ জামান। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ফরিদ জামান ১ টা ৩০ মিনিটের আগ মুহূর্তে মসজিদে প্রবেশ করেন। পরে ১ টা ৩০ মিনিটে নামাজ শুরু না হওয়ায় মসজিদে শোরগোল বাঁধিয়ে দেয়। বলে, ‘অনেকের অনেক কাজ থাকতে পারে, প্রোগ্রাম থাকতে পারে, নামাজ কেন দেরি করা হচ্ছে—এসব বলে মসজিদে উচ্চবাচ্য করে এবং ইমামের দিকে তেড়ে আসে। পরবর্তীতে ইমাম দ্রুত নামাজ শেষ করে দেওয়ার কথা বলে নামাজ শুরু করে দেন।’
ঘটনার বিষয়ে জানতে ইমাম মো. আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘কথা কাটাকাটি হয়েছে। পরে ফরিদ জামান নামাজের পর দেখা করে স্যরিও বলেছে।’
অভিযোগের বিষয়ে ফরিদ জামান আজকের পত্রিকা’কে বলেন, গত জুমায় ১ টা ২৯ মিনিটে গিয়ে দেখি এক রাকাত নামাজ শেষ হয়ে গেছে। এবারে দেখি নামাজ শুরুও হয়নি। নামাজ শুরু হয় ১ টা ৩৮ মিনিটে। তাই ইমাম সাহেবকে বলেছি নামাজ কেন দেরিতে পড়ানো হচ্ছে, শিক্ষার্থীদেরও তো কাজ থাকতে পারে।’
ফরিদ জামান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এর আগে ভ্রাম্যমাণ এক দোকানিকে মারধরের অভিযোগে ছাত্রলীগ থেকেও সাময়িক বহিষ্কার হন এই ছাত্রলীগ নেতা। ইমামকে শাসানোর বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কিছু শুনিনি। না জেনে মন্তব্য করতে পারব না।’
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সম্পর্কে অবগত নই। খোঁজ নিচ্ছি।’
আরও খবর পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মসজিদে জুমার নামাজ দুপুর ১ টা ৩০ মিনিটের সময় শুরু না করায় ইমামকে শাসিয়েছে হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফরিদ ওরফে ফরিদ জামান। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, ফরিদ জামান ১ টা ৩০ মিনিটের আগ মুহূর্তে মসজিদে প্রবেশ করেন। পরে ১ টা ৩০ মিনিটে নামাজ শুরু না হওয়ায় মসজিদে শোরগোল বাঁধিয়ে দেয়। বলে, ‘অনেকের অনেক কাজ থাকতে পারে, প্রোগ্রাম থাকতে পারে, নামাজ কেন দেরি করা হচ্ছে—এসব বলে মসজিদে উচ্চবাচ্য করে এবং ইমামের দিকে তেড়ে আসে। পরবর্তীতে ইমাম দ্রুত নামাজ শেষ করে দেওয়ার কথা বলে নামাজ শুরু করে দেন।’
ঘটনার বিষয়ে জানতে ইমাম মো. আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘কথা কাটাকাটি হয়েছে। পরে ফরিদ জামান নামাজের পর দেখা করে স্যরিও বলেছে।’
অভিযোগের বিষয়ে ফরিদ জামান আজকের পত্রিকা’কে বলেন, গত জুমায় ১ টা ২৯ মিনিটে গিয়ে দেখি এক রাকাত নামাজ শেষ হয়ে গেছে। এবারে দেখি নামাজ শুরুও হয়নি। নামাজ শুরু হয় ১ টা ৩৮ মিনিটে। তাই ইমাম সাহেবকে বলেছি নামাজ কেন দেরিতে পড়ানো হচ্ছে, শিক্ষার্থীদেরও তো কাজ থাকতে পারে।’
ফরিদ জামান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এর আগে ভ্রাম্যমাণ এক দোকানিকে মারধরের অভিযোগে ছাত্রলীগ থেকেও সাময়িক বহিষ্কার হন এই ছাত্রলীগ নেতা। ইমামকে শাসানোর বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কিছু শুনিনি। না জেনে মন্তব্য করতে পারব না।’
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সম্পর্কে অবগত নই। খোঁজ নিচ্ছি।’
আরও খবর পড়ুন:
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
১০ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে