নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের দ্বিতীয় দিন আজ শুক্রবার। বলা যায়, বিগত কয়েক বছরের মধ্যে এবারই দীর্ঘতম ছুটি পেয়েছে নগরবাসী। ফলে ঢাকায় দেখা যায়নি চিরচেনা যানজট ও মানুষের কোলাহল। আজ ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, রাস্তায় কোনো যানজট নেই, নেই বাসের হেলপারের হাঁকডাক। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম। তবে রিকশা ও সিএনজির আধিক্য বেশি।
বেলা সাড়ে ১১টায় রাজধানীর রামপুরা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তা ছিল একদম ফাঁকা। দুপুর ১টার পরেও মালিবাগ চৌধুরীপাড়া, মৌচাক মোড়, শান্তিনগর, কাকরাইল, মগবাজার, কারওয়ান বাজার এলাকায় তেমন কোনো গাড়ির চাপ দেখা যায়নি। বেশির ভাগ দোকানপাটই বন্ধ। জরুরি প্রয়োজনের ওষুধের দোকানও বন্ধ দেখা গেছে। খোলা আছে অল্প কিছু মুদি দোকান।
বিভিন্ন মোড়ে লোকাল বাস আর সিএনজি অটোর দাপট দেখা গেছে। বিশেষ করে ঢাকার রাস্তায় সিএনজিচালিত অটো ছিল বেশি। ঈদ থাকায় বেশি ভাড়ার দাবির অভিযোগ উঠেছে। রামপুরা কাঁচাবাজারের সামনে থেকে যমুনা ফিউচার পার্কে যাবেন এক যাত্রী। তিনটি সিএনজি ফাঁকা থাকলেও ভাড়া না মেলায় কেউ যেতে চাইছেন না।
যাত্রী এই প্রতিবেদককে বলেন, ‘দেখেন ভাই, রাস্তা ফাঁকা কিন্তু ২৫০ টাকা ভাড়া চায়। ২০০ টাকা দিতে চাই, তাও যাবে না।’ তবে সিএনজি অটোচালকেরা জানান, ঈদের সময় একটু বাড়িয়ে না দিলে কীভাবে যাব।
এদিকে মোড়ে মোড়ে লোকাল বাস থাকলেও যাত্রী দেখা যায়নি। ফলে একই মোড়ে অনেকক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে বাসগুলোকে। ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকার রাস্তায় আজ তেমন ব্যস্ততা দেখা যায়নি বরং রাস্তা ফাঁকা থাকায় এলোমেলো যানবাহন চলাচল করছে বেশি।
সায়েদাবাদ বাস টার্মিনাল ও স্টেশন ঘুরে জানা যায়, ঢাকা থেকে এখনো দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে মানুষ। তবে ঢাকামুখী স্রোত তৈরি হয়নি। কমলাপুরে সবগুলো ট্রেন শিডিউল মেনে ঢাকায় ঢুকলেও ফেরার যাত্রী তেমন নেই বরং ঢাকা থেকে বের হওয়ার যাত্রী বেশি এখনো স্টেশনে। একই চিত্র দেখা গেছে বাস কাউন্টারগুলোতেও।
ঈদের দ্বিতীয় দিন আজ শুক্রবার। বলা যায়, বিগত কয়েক বছরের মধ্যে এবারই দীর্ঘতম ছুটি পেয়েছে নগরবাসী। ফলে ঢাকায় দেখা যায়নি চিরচেনা যানজট ও মানুষের কোলাহল। আজ ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, রাস্তায় কোনো যানজট নেই, নেই বাসের হেলপারের হাঁকডাক। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম। তবে রিকশা ও সিএনজির আধিক্য বেশি।
বেলা সাড়ে ১১টায় রাজধানীর রামপুরা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত রাস্তা ছিল একদম ফাঁকা। দুপুর ১টার পরেও মালিবাগ চৌধুরীপাড়া, মৌচাক মোড়, শান্তিনগর, কাকরাইল, মগবাজার, কারওয়ান বাজার এলাকায় তেমন কোনো গাড়ির চাপ দেখা যায়নি। বেশির ভাগ দোকানপাটই বন্ধ। জরুরি প্রয়োজনের ওষুধের দোকানও বন্ধ দেখা গেছে। খোলা আছে অল্প কিছু মুদি দোকান।
বিভিন্ন মোড়ে লোকাল বাস আর সিএনজি অটোর দাপট দেখা গেছে। বিশেষ করে ঢাকার রাস্তায় সিএনজিচালিত অটো ছিল বেশি। ঈদ থাকায় বেশি ভাড়ার দাবির অভিযোগ উঠেছে। রামপুরা কাঁচাবাজারের সামনে থেকে যমুনা ফিউচার পার্কে যাবেন এক যাত্রী। তিনটি সিএনজি ফাঁকা থাকলেও ভাড়া না মেলায় কেউ যেতে চাইছেন না।
যাত্রী এই প্রতিবেদককে বলেন, ‘দেখেন ভাই, রাস্তা ফাঁকা কিন্তু ২৫০ টাকা ভাড়া চায়। ২০০ টাকা দিতে চাই, তাও যাবে না।’ তবে সিএনজি অটোচালকেরা জানান, ঈদের সময় একটু বাড়িয়ে না দিলে কীভাবে যাব।
এদিকে মোড়ে মোড়ে লোকাল বাস থাকলেও যাত্রী দেখা যায়নি। ফলে একই মোড়ে অনেকক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে বাসগুলোকে। ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকার রাস্তায় আজ তেমন ব্যস্ততা দেখা যায়নি বরং রাস্তা ফাঁকা থাকায় এলোমেলো যানবাহন চলাচল করছে বেশি।
সায়েদাবাদ বাস টার্মিনাল ও স্টেশন ঘুরে জানা যায়, ঢাকা থেকে এখনো দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে মানুষ। তবে ঢাকামুখী স্রোত তৈরি হয়নি। কমলাপুরে সবগুলো ট্রেন শিডিউল মেনে ঢাকায় ঢুকলেও ফেরার যাত্রী তেমন নেই বরং ঢাকা থেকে বের হওয়ার যাত্রী বেশি এখনো স্টেশনে। একই চিত্র দেখা গেছে বাস কাউন্টারগুলোতেও।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৫ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৫ ঘণ্টা আগে