মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলা কারাগারে বাসুদেব (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তিনি মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার খারসুর গ্রামের জীবন দেবের ছেলে। সিরাজদিখান থানার একটি ডাকাতি মামলায় জেল হাজতে ছিলেন তিনি।
কারা কর্তৃপক্ষ জানায়, রোববার দিবাগত রাত ২টার দিকে বাসুদেব অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাঁকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শ অনুযায়ী তাঁকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল আমিন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত অনুমান আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। হাজতির মরদেহ বর্তমানে জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
তবে এই ব্যাপারে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল আমিন কোনো মন্তব্য করতে রাজি হননি। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
মুন্সিগঞ্জ কারাগারের জেলার আবুল বাশার বলেন, ‘বাসুদেব হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। এরই মধ্যে আমরা তাঁকে ঢাকায় দুই বার চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম। গতরাতে হৃদ্রোগে আক্রান্ত হলে রাত ২টা ১৫ মিনিটে তাঁকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, বাসুদেব ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে ২০১৫ সাল থেকে হাজতে ছিলেন। তার মামলা মুন্সিগঞ্জ জজ কোর্টে বিচারাধীন রয়েছে।
মুন্সিগঞ্জ জেলা কারাগারে বাসুদেব (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তিনি মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার খারসুর গ্রামের জীবন দেবের ছেলে। সিরাজদিখান থানার একটি ডাকাতি মামলায় জেল হাজতে ছিলেন তিনি।
কারা কর্তৃপক্ষ জানায়, রোববার দিবাগত রাত ২টার দিকে বাসুদেব অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাঁকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শ অনুযায়ী তাঁকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল আমিন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত অনুমান আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। হাজতির মরদেহ বর্তমানে জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
তবে এই ব্যাপারে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল আমিন কোনো মন্তব্য করতে রাজি হননি। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
মুন্সিগঞ্জ কারাগারের জেলার আবুল বাশার বলেন, ‘বাসুদেব হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। এরই মধ্যে আমরা তাঁকে ঢাকায় দুই বার চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম। গতরাতে হৃদ্রোগে আক্রান্ত হলে রাত ২টা ১৫ মিনিটে তাঁকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, বাসুদেব ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে ২০১৫ সাল থেকে হাজতে ছিলেন। তার মামলা মুন্সিগঞ্জ জজ কোর্টে বিচারাধীন রয়েছে।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৫ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৫ ঘণ্টা আগে