নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি থেকে ডলার বিক্রির বিজ্ঞাপন দেওয়া হতো। পাশাপাশি ডলার চেয়ে কেউ পোস্ট করলে তাঁর সঙ্গেও যোগাযোগ করা হতো। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফ্রিল্যান্সারদের গ্রুপকে টার্গেট করে ডলার বিক্রির পোস্ট দিয়ে আসছিলেন জাকির হোসেন (৩৫)। ডলার দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েই অদৃশ্য হয়ে যেতেন তিনি।
টার্গেটকৃত ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার পর তাঁকে ব্লক করে দিতেন। এভাবেই দীর্ঘদিন ধরে ডলার বিক্রির নামে প্রতারণার করে আসছিলেন। আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ।
২০২২ সালের ২৮ সেপ্টেম্বর এক ভুক্তভোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ব্লক করে দেওয়ার ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন ওই ফ্রিল্যান্সার। অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন তদন্ত শেষে গতকাল সোমবার রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রতারক জাকিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) ইউনিট। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ বলেন, প্রতারক জাকির প্রতারণার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধশতাধিক আইডি ব্যবহার করতেন। এই সকল আইডি ব্যবহার করে ডলার বিক্রির পোস্ট দিতেন। সম্প্রতি এক ভুক্তভোগীর কাছ থেকে ই-ট্রানজেকশনের মাধ্যমে ডলার দেওয়া কথা বলে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাঁকে ব্লক করে দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির প্রতারণার কথা স্বীকার করেছে উল্লেখ করে এডিসি আজাদ আরও বলেন, দীর্ঘ দিন ধরে ডলার বিক্রির প্রতারণায় অন্তত ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই প্রতারক। একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে এসব প্রতারণা করেছেন তিনি। নিজে অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণার শিকার হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে এই প্রতারণাকে পেশা হিসেবে বেছে নেওয়ার কথাও স্বীকার করেছে জাকির।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি থেকে ডলার বিক্রির বিজ্ঞাপন দেওয়া হতো। পাশাপাশি ডলার চেয়ে কেউ পোস্ট করলে তাঁর সঙ্গেও যোগাযোগ করা হতো। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফ্রিল্যান্সারদের গ্রুপকে টার্গেট করে ডলার বিক্রির পোস্ট দিয়ে আসছিলেন জাকির হোসেন (৩৫)। ডলার দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েই অদৃশ্য হয়ে যেতেন তিনি।
টার্গেটকৃত ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার পর তাঁকে ব্লক করে দিতেন। এভাবেই দীর্ঘদিন ধরে ডলার বিক্রির নামে প্রতারণার করে আসছিলেন। আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ।
২০২২ সালের ২৮ সেপ্টেম্বর এক ভুক্তভোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ব্লক করে দেওয়ার ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন ওই ফ্রিল্যান্সার। অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন তদন্ত শেষে গতকাল সোমবার রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রতারক জাকিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) ইউনিট। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ বলেন, প্রতারক জাকির প্রতারণার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধশতাধিক আইডি ব্যবহার করতেন। এই সকল আইডি ব্যবহার করে ডলার বিক্রির পোস্ট দিতেন। সম্প্রতি এক ভুক্তভোগীর কাছ থেকে ই-ট্রানজেকশনের মাধ্যমে ডলার দেওয়া কথা বলে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাঁকে ব্লক করে দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির প্রতারণার কথা স্বীকার করেছে উল্লেখ করে এডিসি আজাদ আরও বলেন, দীর্ঘ দিন ধরে ডলার বিক্রির প্রতারণায় অন্তত ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই প্রতারক। একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে এসব প্রতারণা করেছেন তিনি। নিজে অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণার শিকার হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে এই প্রতারণাকে পেশা হিসেবে বেছে নেওয়ার কথাও স্বীকার করেছে জাকির।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৫ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৫ ঘণ্টা আগে