নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
টঙ্গীর তুরাগ পাড়ে আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ সড়কে চৌরাস্তা থেকে ঢাকামুখী লেনে লোকাল বাসে সংকট দেখা যায়। এমন অবস্থায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
ইতিমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সড়কে যান চলাচল সীমিত করে গতকাল বৃহস্পতিবার মধ্য রাত থেকে নির্দেশনা জারি করেছেন।
এদিকে ইজতেমা ময়দানে সর্ব বৃহৎ জুমা আদায় হতে যাচ্ছে আজ। ফলে জুমায় যোগ দিতে টঙ্গী ও এর আশপাশের মুসল্লিরা দলে দলে আসছেন।
আব্দুর রউফ চাকরি করেন রাজধানীর বনানী এলাকার একটি বেসরকারি কোম্পানিতে। সকাল ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।
আব্দুর রউফ বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় আছি। বাস আসছে না। অফিসের নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা দেরি হয়ে গেছে এখানেই।’
গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টঙ্গীর বিসিক এলাকার একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে এসেছেন হাফিজুল ইসলাম।
তিনি বলেন, ‘সকাল সাড়ে ৬টায় বাসযোগে রওনা দিয়ে সাড়ে ১০টার দিকে এসে পৌঁছেছি। সড়ক জুড়ে তীব্র যানজট।’
পরিবহনের চালক আমান উদ্দিন বলেন, ‘ভোর ৫টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী বাজার পৌঁছেছে। সব যাত্রী নেমে গেছে। এ যানজটের বিস্তৃতি অনেক।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, ইজতেমা ময়দানের জুমার নামাজ আদায় করতে আজ প্রায় দশ লাখ লোকের সমাগম ঘটতে পারে। তা ছাড়া মুসল্লিদের চলাচলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহনের ধীর গতি রয়েছে।
এই উপকমিশনার আরও বলেন, ‘আমরা সড়কে নতুন নির্দেশনা দিয়েছি। আশা করি বিকেল ৫টার দিকে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।’
টঙ্গীর তুরাগ পাড়ে আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ সড়কে চৌরাস্তা থেকে ঢাকামুখী লেনে লোকাল বাসে সংকট দেখা যায়। এমন অবস্থায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
ইতিমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সড়কে যান চলাচল সীমিত করে গতকাল বৃহস্পতিবার মধ্য রাত থেকে নির্দেশনা জারি করেছেন।
এদিকে ইজতেমা ময়দানে সর্ব বৃহৎ জুমা আদায় হতে যাচ্ছে আজ। ফলে জুমায় যোগ দিতে টঙ্গী ও এর আশপাশের মুসল্লিরা দলে দলে আসছেন।
আব্দুর রউফ চাকরি করেন রাজধানীর বনানী এলাকার একটি বেসরকারি কোম্পানিতে। সকাল ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।
আব্দুর রউফ বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় আছি। বাস আসছে না। অফিসের নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা দেরি হয়ে গেছে এখানেই।’
গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টঙ্গীর বিসিক এলাকার একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে এসেছেন হাফিজুল ইসলাম।
তিনি বলেন, ‘সকাল সাড়ে ৬টায় বাসযোগে রওনা দিয়ে সাড়ে ১০টার দিকে এসে পৌঁছেছি। সড়ক জুড়ে তীব্র যানজট।’
পরিবহনের চালক আমান উদ্দিন বলেন, ‘ভোর ৫টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী বাজার পৌঁছেছে। সব যাত্রী নেমে গেছে। এ যানজটের বিস্তৃতি অনেক।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, ইজতেমা ময়দানের জুমার নামাজ আদায় করতে আজ প্রায় দশ লাখ লোকের সমাগম ঘটতে পারে। তা ছাড়া মুসল্লিদের চলাচলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহনের ধীর গতি রয়েছে।
এই উপকমিশনার আরও বলেন, ‘আমরা সড়কে নতুন নির্দেশনা দিয়েছি। আশা করি বিকেল ৫টার দিকে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।’
যশোর শহরে নিজ বাড়িতে ভাড়াটিয়ার কাছে শাহানারা বেগম (৫৫) নামের এক বাড়িওয়ালি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় দায় স্বীকার করে লেখা একটি নোটপ্যাড উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগেরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এ আদেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
২ ঘণ্টা আগেহিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা আজ বৃহস্পতিবার। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। এ পূজা দীপাবলি বা দিওয়ালি নামেও পরিচিত। দীপাবলি অর্থ প্রদীপের সা
২ ঘণ্টা আগে