নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটি শেষ হলেও এখনো সদরঘাট লঞ্চ টার্মিনালে তেমন একটা ভিড় নেই যাত্রীদের। তবে ভোরে সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে। ঈদে যাঁরা ব্যস্ততার কারণে ছুটি পাননি, তাঁরা এখন ঢাকা ছাড়ছেন। আবার অনেকে ভিড় এড়াতে ঈদের পর ঢাকা ছাড়ছেন। আর যাঁরা বাড়তি ছুটি পাননি, তাঁরা আজকে দক্ষিণাঞ্চল থেকে ঢাকা ফিরছেন। সদরঘাটে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ৫০ সদস্যের পুলিশের টিম।
আজ সোমবার সকাল থেকে সদরঘাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কন্ট্রোল রুমের বার্দিং সারেং মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ (সোমবার) রাত ৩টা থেকে বেলা ১১টা পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী, শরিীতপুর, চাঁদপুরসহ দক্ষিণাঞ্চল থেকে সদরঘাটে ৫০টি লঞ্চ এসেছে। আর সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত ২৩টি লঞ্চ সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে গেছে।
লঞ্চে যাত্রী কম উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ঈদের ছুটি আজকে শেষ। যাঁরা বাড়তি ছুটি নেননি, তাঁরা আজকে আসতে শুরু করেছেন। তবে অনেকেই বাড়তি ছুটি নেননি। তাই যাত্রীর চাপ কম। তবে দুই-এক দিন পর যাত্রীর চাপ বাড়বে।’
চাঁদপুর থেকে আসা ঈগল-৩ লঞ্চের যাত্রী মো. মোশারফ হোসেন বলেন, ‘আমি নরসিংদীতে থাকি। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি জবও করি। ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম। একটা কাজে রংপুর যাব, তাই তাড়াতাড়ি চলে এসেছি। ভালোভাবেই আসছি, লঞ্চে ভিড় তেমন ছিল না।’
পটুয়াখালীর যাত্রী মো. আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুর-১-এ একটা মুরগির দোকানে কাজ করি। ঈদের দিনও দোকান খোলা ছিল। তাই যাওয়া হয়নি। এখন ৫ দিনের ছুটিতে বোন-দুলাভাইয়ের সঙ্গে বাড়ি যাচ্ছি। বিকেল ৫টায় লঞ্চ ছাড়বে। এখন তো ভিড় কম, তাই ভালোভাবে যেতে পারব। বাসের চেয়ে লঞ্চে জার্নি অনেক আরাম, তাই লঞ্চে যাচ্ছি।’
রাজধানীর বাসাবো এলাকার ফার্নিচার ব্যবসায়ী মো. নজরুল ইসলাম স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে সাড়ে ১২টার দিকে সদরঘাটে চাঁদপুরের লঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায় কিছুটা মন্দা থাকায় ঈদের আগে বাড়ি যাওয়া হয়নি। আর বাচ্চাকাচ্চা নিয়া ভিড়ের মধ্যে যাওয়াও রিস্কি। তাই এখন যাচ্ছি।’
সদরঘাট-হাতিয়া রুটের লঞ্চ এমভি ফারহান-৪-এর লস্কর মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কাল রাতে হাতিয়া থেকে আসছি। জেনারেটর নষ্ট হওয়ায় তা ঠিক করা হয়েছে। আজ বিকেল ৫টায় আবার হাতিয়া যাব। তবে এখনো যাত্রীর চাপ অনেক কম।’
সদরঘাট নৌ থানার ডিউটি অফিসার এএসআই ধনঞ্জয় চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এখন মলম পার্টি বা ছিনতাইয়ের কোনো ঘটনা আর ঘটছে না। সদরঘাটের লঞ্চঘাটে নিরাপত্তা নিশ্চিতে অফিসারসহ ৫০ জন পুলিশ সদস্য দায়িত্বরত আছেন। সকালে পুলিশ, কোস্ট গার্ড, আনসার বিআইডব্লিউটি-এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ফায়ার স্টিংগার, কাগজপত্র ঠিক না থাকায় তিনটি লঞ্চকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।’
ঈদের ছুটি শেষ হলেও এখনো সদরঘাট লঞ্চ টার্মিনালে তেমন একটা ভিড় নেই যাত্রীদের। তবে ভোরে সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে। ঈদে যাঁরা ব্যস্ততার কারণে ছুটি পাননি, তাঁরা এখন ঢাকা ছাড়ছেন। আবার অনেকে ভিড় এড়াতে ঈদের পর ঢাকা ছাড়ছেন। আর যাঁরা বাড়তি ছুটি পাননি, তাঁরা আজকে দক্ষিণাঞ্চল থেকে ঢাকা ফিরছেন। সদরঘাটে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ৫০ সদস্যের পুলিশের টিম।
আজ সোমবার সকাল থেকে সদরঘাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কন্ট্রোল রুমের বার্দিং সারেং মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ (সোমবার) রাত ৩টা থেকে বেলা ১১টা পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী, শরিীতপুর, চাঁদপুরসহ দক্ষিণাঞ্চল থেকে সদরঘাটে ৫০টি লঞ্চ এসেছে। আর সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত ২৩টি লঞ্চ সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে গেছে।
লঞ্চে যাত্রী কম উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ঈদের ছুটি আজকে শেষ। যাঁরা বাড়তি ছুটি নেননি, তাঁরা আজকে আসতে শুরু করেছেন। তবে অনেকেই বাড়তি ছুটি নেননি। তাই যাত্রীর চাপ কম। তবে দুই-এক দিন পর যাত্রীর চাপ বাড়বে।’
চাঁদপুর থেকে আসা ঈগল-৩ লঞ্চের যাত্রী মো. মোশারফ হোসেন বলেন, ‘আমি নরসিংদীতে থাকি। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি জবও করি। ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম। একটা কাজে রংপুর যাব, তাই তাড়াতাড়ি চলে এসেছি। ভালোভাবেই আসছি, লঞ্চে ভিড় তেমন ছিল না।’
পটুয়াখালীর যাত্রী মো. আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুর-১-এ একটা মুরগির দোকানে কাজ করি। ঈদের দিনও দোকান খোলা ছিল। তাই যাওয়া হয়নি। এখন ৫ দিনের ছুটিতে বোন-দুলাভাইয়ের সঙ্গে বাড়ি যাচ্ছি। বিকেল ৫টায় লঞ্চ ছাড়বে। এখন তো ভিড় কম, তাই ভালোভাবে যেতে পারব। বাসের চেয়ে লঞ্চে জার্নি অনেক আরাম, তাই লঞ্চে যাচ্ছি।’
রাজধানীর বাসাবো এলাকার ফার্নিচার ব্যবসায়ী মো. নজরুল ইসলাম স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে সাড়ে ১২টার দিকে সদরঘাটে চাঁদপুরের লঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায় কিছুটা মন্দা থাকায় ঈদের আগে বাড়ি যাওয়া হয়নি। আর বাচ্চাকাচ্চা নিয়া ভিড়ের মধ্যে যাওয়াও রিস্কি। তাই এখন যাচ্ছি।’
সদরঘাট-হাতিয়া রুটের লঞ্চ এমভি ফারহান-৪-এর লস্কর মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কাল রাতে হাতিয়া থেকে আসছি। জেনারেটর নষ্ট হওয়ায় তা ঠিক করা হয়েছে। আজ বিকেল ৫টায় আবার হাতিয়া যাব। তবে এখনো যাত্রীর চাপ অনেক কম।’
সদরঘাট নৌ থানার ডিউটি অফিসার এএসআই ধনঞ্জয় চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এখন মলম পার্টি বা ছিনতাইয়ের কোনো ঘটনা আর ঘটছে না। সদরঘাটের লঞ্চঘাটে নিরাপত্তা নিশ্চিতে অফিসারসহ ৫০ জন পুলিশ সদস্য দায়িত্বরত আছেন। সকালে পুলিশ, কোস্ট গার্ড, আনসার বিআইডব্লিউটি-এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ফায়ার স্টিংগার, কাগজপত্র ঠিক না থাকায় তিনটি লঞ্চকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে