নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভর্তির ক্ষেত্রে ভুয়া জন্মনিবন্ধন সনদ ব্যবহার করায় প্রথম শ্রেণির এক ছাত্রীর ভর্তি বাতিল করেছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির আজিমপুর শাখায় এ ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রী ২০২৪ সালে ভর্তি হয়েছিল।
আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, ‘ভর্তিতে ব্যবহৃত কাগজ যাচাই-বাছাই করার সময় আজিমপুর শাখার এক ছাত্রীর জন্মনিবন্ধন সনদে গরমিল পাওয়া গেছে। পরে এ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।’
এর আগে হাইকোর্টের নির্দেশে ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের আদেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরপর প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ উঠে।
ভিকারুননিসা সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রতিষ্ঠানটির আজিমপুর শাখার ভারপ্রাপ্ত শাখা প্রধান সাবনাজ সোনিয়া কামালের কাছে কীভাবে ভুয়া জন্মসনদে শিক্ষার্থী ভর্তি হলো এর কারণ জানতে চান ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। এর পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীর জন্মসনদে ভুল থাকায় অধ্যক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
লিখিত জবাবে সাবনাজ সোনিয়া কামাল জানান, ভর্তির জন্য কাগজপত্র জমা নেওয়ার সময় তাদের অসাবধানতার কারণে বিষয়টি নজর এড়িয়ে যায়। ছাত্রীটি ভর্তির জন্য মনোনীত হয় এবং ভর্তিও হয়। পুনঃযাচাইয়ের জন্য সাতটি আবেদনপত্র যাচাইয়ে ভুলটি ধরা পড়ে। তাই যাচাই কমিটি এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে।
এ বিষয়ে সাবনাজ সোনিয়া কামাল বলেন, ‘পুনঃযাচাইয়ের মাধ্যমে প্রথম শ্রেণির একজন ছাত্রীর ভর্তিতে ভুয়া জন্মসনদ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। ওই ছাত্রীর মাকে আমরা ডেকেছি। তিনি জানিয়েছেন, কম্পিউটার অপারেটর এই টেম্পারিং করেছে। পরবর্তীতে তিনিই ভর্তি বাতিলের আবেদন করেছেন। সে পরিপ্রেক্ষিতে ভর্তি বাতিল করা হয়েছে।’
আরও পড়ুন:
ভর্তির ক্ষেত্রে ভুয়া জন্মনিবন্ধন সনদ ব্যবহার করায় প্রথম শ্রেণির এক ছাত্রীর ভর্তি বাতিল করেছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির আজিমপুর শাখায় এ ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রী ২০২৪ সালে ভর্তি হয়েছিল।
আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, ‘ভর্তিতে ব্যবহৃত কাগজ যাচাই-বাছাই করার সময় আজিমপুর শাখার এক ছাত্রীর জন্মনিবন্ধন সনদে গরমিল পাওয়া গেছে। পরে এ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।’
এর আগে হাইকোর্টের নির্দেশে ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের আদেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এরপর প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ উঠে।
ভিকারুননিসা সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রতিষ্ঠানটির আজিমপুর শাখার ভারপ্রাপ্ত শাখা প্রধান সাবনাজ সোনিয়া কামালের কাছে কীভাবে ভুয়া জন্মসনদে শিক্ষার্থী ভর্তি হলো এর কারণ জানতে চান ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। এর পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীর জন্মসনদে ভুল থাকায় অধ্যক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
লিখিত জবাবে সাবনাজ সোনিয়া কামাল জানান, ভর্তির জন্য কাগজপত্র জমা নেওয়ার সময় তাদের অসাবধানতার কারণে বিষয়টি নজর এড়িয়ে যায়। ছাত্রীটি ভর্তির জন্য মনোনীত হয় এবং ভর্তিও হয়। পুনঃযাচাইয়ের জন্য সাতটি আবেদনপত্র যাচাইয়ে ভুলটি ধরা পড়ে। তাই যাচাই কমিটি এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে।
এ বিষয়ে সাবনাজ সোনিয়া কামাল বলেন, ‘পুনঃযাচাইয়ের মাধ্যমে প্রথম শ্রেণির একজন ছাত্রীর ভর্তিতে ভুয়া জন্মসনদ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। ওই ছাত্রীর মাকে আমরা ডেকেছি। তিনি জানিয়েছেন, কম্পিউটার অপারেটর এই টেম্পারিং করেছে। পরবর্তীতে তিনিই ভর্তি বাতিলের আবেদন করেছেন। সে পরিপ্রেক্ষিতে ভর্তি বাতিল করা হয়েছে।’
আরও পড়ুন:
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে