নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরের রিমান্ড শুনানিতে আদালতে হট্টগোল হয়েছে। তখন বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, ‘কোর্ট রাগ দেখানোর জায়গা নয়, যতক্ষণ গাউন পরে থাকবেন।’
আজ রোববার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে।
গতকাল শনিবার সাবেক সচিব ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানিতে ফারুকী বলেন, ‘এই আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ছিলেন। শেখ হাসিনা সরকারের সমস্ত অন্যায়-অপকর্মে সহযোগিতা করেছেন তিনি। বিরোধীদের হত্যা ও গুমে তাঁর ভূমিকা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় ব্যবহার করে বিরোধীদের হয়রানি করতে ইন্ধন জুগিয়েছেন। গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলায় তাঁর ভূমিকা ছিল। সেখানে যুবদল নেতা শামীম মারা যান।’
আবুল কালাম আজাদের পক্ষে তাঁর আইনজীবী শুনানিতে বলেন, ‘তিনি একজন সফল সচিব।’
এ সময় বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পড়েন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করা আইনজীবী।
তখন বিচারক বলেন, ভুলে যাবেন না, আইনজীবীদের আচরণ আইনজীবীদের মতো হতে হবে। উনি (আবুল কালামের আইনজীবী) একজন সিনিয়র আইনজীবী।
আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘আবুল কালাম আজাদ এসডিজির সচিব ছিলেন। এসডিজির সচিব আর মুখ্য সচিব কিন্তু এক না, সম্পূর্ণ সেপারেট। বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব পুনঃপ্রতিষ্ঠায় তিনি ভূমিকা রেখেছেন। বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।’ এ সময় বিএনপির আইনজীবীরা বলেন, মামলা নিয়ে কথা বলুন।
একপর্যায়ে বিচারক বলেন, ‘ফ্যাসিবাদ মানে ইনটলারেন্স টু আদার্স। এ রকম হট্টগোল আগে দেখিনি। বড় বড় মামলা করেছি। উনাদের (আসামিপক্ষ) সুযোগ দিতে হবে।’
পরে আসামিপক্ষের আইনজীবী বলেন, ৭০৪ জন আসামির মধ্যে আবুল কালাম আজাদের নাম নেই। একজন সচিব হিসেবে জাপানের মতো দেশে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা হয়েছে তাঁকে। তিনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী নন, এসডিজির মুখ্য সচিব। ২০১৮ তে অবসরে যান। মামলার বিষয়ে জানেন না। এমপি হিসেবে এলাকায় অনেক কাজ করেছেন। এত কাজ করেছেন যে তাঁর কাছে কিছু চাইতে হয়নি। এলাকাকে আলোকিত করেছেন।
তখন বিরোধীরা বলেন, ‘এত টাকা কোথায় পেলেন? ভোট তো চাইতে হয়নি। ভোট চুরি করেছেন।’
তখন বিচারক বলেন, ‘বায়োডাটা না দিয়ে ফ্যাক্ট বলুন।’
এরপর তাঁর আইনজীবী বলেন, ২০১৮ সালে অবসরে গেছেন। সম্প্রতি একটা ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
এরপর হট্টগোল শুরু হলে আইনজীবীদের উদ্দেশে বিচারক বলেন, ‘আদালতে হট্টগোল করলে নিউজ হয়। আমি সবার বক্তব্য শুনতে এখানে বসেছি। আপনারা হট্টগোল করছেন, বিষয়টা এমন যেন কোর্টকে প্রেশার দিচ্ছেন। প্রেশার নেওয়ার মানুষ আমি না।’
বিচারক আরও বলেন, ‘আর আপনারা যে হট্টগোল করছেন, আপনাদের তো নাম আসছে না। কারণ, আদালতের ভেতরে কোনো টেলিভিশন নেই। বাইরে গিয়ে যত বক্তব্য দেওয়ার দেবেন। এমন করলে মানুষ বলবে এটা ক্যাঙারু কোর্ট। কোর্ট রাগ দেখানোর জায়গা নয়, যতক্ষণ গাউন পরে থাকবেন।’
এরপর আদালত আবুল কালাম আজাদ ও হুমায়ন কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানিতে থাকাবস্থায় আবুল কালাম আজাদকে অশ্রুসিক্ত দেখা যায়।
যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরের রিমান্ড শুনানিতে আদালতে হট্টগোল হয়েছে। তখন বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, ‘কোর্ট রাগ দেখানোর জায়গা নয়, যতক্ষণ গাউন পরে থাকবেন।’
আজ রোববার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে।
গতকাল শনিবার সাবেক সচিব ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানিতে ফারুকী বলেন, ‘এই আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ছিলেন। শেখ হাসিনা সরকারের সমস্ত অন্যায়-অপকর্মে সহযোগিতা করেছেন তিনি। বিরোধীদের হত্যা ও গুমে তাঁর ভূমিকা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় ব্যবহার করে বিরোধীদের হয়রানি করতে ইন্ধন জুগিয়েছেন। গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলায় তাঁর ভূমিকা ছিল। সেখানে যুবদল নেতা শামীম মারা যান।’
আবুল কালাম আজাদের পক্ষে তাঁর আইনজীবী শুনানিতে বলেন, ‘তিনি একজন সফল সচিব।’
এ সময় বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পড়েন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করা আইনজীবী।
তখন বিচারক বলেন, ভুলে যাবেন না, আইনজীবীদের আচরণ আইনজীবীদের মতো হতে হবে। উনি (আবুল কালামের আইনজীবী) একজন সিনিয়র আইনজীবী।
আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘আবুল কালাম আজাদ এসডিজির সচিব ছিলেন। এসডিজির সচিব আর মুখ্য সচিব কিন্তু এক না, সম্পূর্ণ সেপারেট। বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব পুনঃপ্রতিষ্ঠায় তিনি ভূমিকা রেখেছেন। বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।’ এ সময় বিএনপির আইনজীবীরা বলেন, মামলা নিয়ে কথা বলুন।
একপর্যায়ে বিচারক বলেন, ‘ফ্যাসিবাদ মানে ইনটলারেন্স টু আদার্স। এ রকম হট্টগোল আগে দেখিনি। বড় বড় মামলা করেছি। উনাদের (আসামিপক্ষ) সুযোগ দিতে হবে।’
পরে আসামিপক্ষের আইনজীবী বলেন, ৭০৪ জন আসামির মধ্যে আবুল কালাম আজাদের নাম নেই। একজন সচিব হিসেবে জাপানের মতো দেশে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা হয়েছে তাঁকে। তিনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী নন, এসডিজির মুখ্য সচিব। ২০১৮ তে অবসরে যান। মামলার বিষয়ে জানেন না। এমপি হিসেবে এলাকায় অনেক কাজ করেছেন। এত কাজ করেছেন যে তাঁর কাছে কিছু চাইতে হয়নি। এলাকাকে আলোকিত করেছেন।
তখন বিরোধীরা বলেন, ‘এত টাকা কোথায় পেলেন? ভোট তো চাইতে হয়নি। ভোট চুরি করেছেন।’
তখন বিচারক বলেন, ‘বায়োডাটা না দিয়ে ফ্যাক্ট বলুন।’
এরপর তাঁর আইনজীবী বলেন, ২০১৮ সালে অবসরে গেছেন। সম্প্রতি একটা ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
এরপর হট্টগোল শুরু হলে আইনজীবীদের উদ্দেশে বিচারক বলেন, ‘আদালতে হট্টগোল করলে নিউজ হয়। আমি সবার বক্তব্য শুনতে এখানে বসেছি। আপনারা হট্টগোল করছেন, বিষয়টা এমন যেন কোর্টকে প্রেশার দিচ্ছেন। প্রেশার নেওয়ার মানুষ আমি না।’
বিচারক আরও বলেন, ‘আর আপনারা যে হট্টগোল করছেন, আপনাদের তো নাম আসছে না। কারণ, আদালতের ভেতরে কোনো টেলিভিশন নেই। বাইরে গিয়ে যত বক্তব্য দেওয়ার দেবেন। এমন করলে মানুষ বলবে এটা ক্যাঙারু কোর্ট। কোর্ট রাগ দেখানোর জায়গা নয়, যতক্ষণ গাউন পরে থাকবেন।’
এরপর আদালত আবুল কালাম আজাদ ও হুমায়ন কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানিতে থাকাবস্থায় আবুল কালাম আজাদকে অশ্রুসিক্ত দেখা যায়।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে