প্রতিনিধি
মাদারীপুর: শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। আর একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। আজ সোমবার (৩ মে) ভোর ৬টার দিকে দুর্ঘটনা ঘটলেও নিহতদের স্বজনেরা এখনো ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেননি।
স্থানীয়রা জানিয়েছেন, নদীর পাড়ে নোঙর করে রাখা বালু বোঝাই একটি বাল্কহেডের সাথে স্পিডবোটটির ধাক্কা লাগে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ২৫ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের স্বজনেরা ঘাট এলাকায় এসে পৌঁছাননি।
স্থানীয় বাসিন্দা শান্ত মিয়া বলেন, ভোর ৬টার দিকে এলাকার নারীরা নদীতে পানি নিতে এসে স্পিডবোটটি উল্টে থাকতে দেখেন। বাড়ি গিয়ে সবাইকে বললে স্থানীয় লোকজন এসে উদ্ধার কাজ শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন।
স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী স্থানীয় মনির ফকির বলেন, ভোর ৬টার সময় এসে দেখি একটা শিশু জীবিত আছে। আরো একজন আহত। আমি সাতটি লাশ উদ্ধার করি। এরপর প্রশাসন আসে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উদ্ধার অভিযান এখনো চলছে। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে । পাঁচ জন আহত হয়েছে। তাঁরা চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিসের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, উদ্ধার কাজ এখনো চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্বজনেরা এখনো এসে পৌঁছাননি।
আরও পড়ুন:
মাদারীপুর: শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। আর একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। আজ সোমবার (৩ মে) ভোর ৬টার দিকে দুর্ঘটনা ঘটলেও নিহতদের স্বজনেরা এখনো ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেননি।
স্থানীয়রা জানিয়েছেন, নদীর পাড়ে নোঙর করে রাখা বালু বোঝাই একটি বাল্কহেডের সাথে স্পিডবোটটির ধাক্কা লাগে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ২৫ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের স্বজনেরা ঘাট এলাকায় এসে পৌঁছাননি।
স্থানীয় বাসিন্দা শান্ত মিয়া বলেন, ভোর ৬টার দিকে এলাকার নারীরা নদীতে পানি নিতে এসে স্পিডবোটটি উল্টে থাকতে দেখেন। বাড়ি গিয়ে সবাইকে বললে স্থানীয় লোকজন এসে উদ্ধার কাজ শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন।
স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী স্থানীয় মনির ফকির বলেন, ভোর ৬টার সময় এসে দেখি একটা শিশু জীবিত আছে। আরো একজন আহত। আমি সাতটি লাশ উদ্ধার করি। এরপর প্রশাসন আসে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উদ্ধার অভিযান এখনো চলছে। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে । পাঁচ জন আহত হয়েছে। তাঁরা চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিসের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, উদ্ধার কাজ এখনো চলছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্বজনেরা এখনো এসে পৌঁছাননি।
আরও পড়ুন:
চট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
২১ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
২৫ মিনিট আগেকিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
৩৭ মিনিট আগে