নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদুল আজহাকে কেন্দ্র করে ফাঁকা রাজধানী ঢাকা। আজ রোববার সকালের দিকে সড়কে ব্যক্তিগত কিছু গাড়ির পাশাপাশি কিছু গণপরিবহনও দেখা গেছে। তবে নেই কোন যানজট, কোলাহল। গণপরিবহনগুলোতেও নেই কোন যাত্রীর চাপ।
রাজধানীর মিরপুর-১, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কাওরানবাজার, বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মিরপুর-১ নম্বর গোলচত্বরে দেখা গেল, রাজধানীর বিভিন্ন রুটের বাস সারি ধরে দাঁড়িয়ে আছে। তবে যাত্রীর সংখ্যা নেই বললেই চলে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে বাসের সংখ্যাও কম।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বাস চালকের সহকারীদের হাঁকডাক থাকলেও দেখা মিলছে না যাত্রীদের। আসন ফাঁকা রেখেই বাসগুলো বিভিন্ন রুটে চলে যাচ্ছে। এই এলাকা ঘুরে দুপুর নাগাদও কোরবানী দিতে দেখা গেছে।
রামপুরা-বনশ্রীতে সড়কে রিকশার দাপট দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চাপ অনেক কম দেখা গেছে।
ফাঁকা ঢাকার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় নানা তৎপরতার কথা জানিয়েছে পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো। এদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে পুলিশকে টহল দিতে দেখা গেছে। র্যাবের টহলও চোখে পড়েছে।
ঈদের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, আবাসিক এলাকায় আলাদা করে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাজার বা পিরদের আখড়ায় ঈদের জামাত হয়। সেসব জায়গায় হামলার আশঙ্কা থাকে। এ ধরনের জায়গা চিহ্নিত করেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন বলেন, যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঈদকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ঈদুল আজহাকে কেন্দ্র করে ফাঁকা রাজধানী ঢাকা। আজ রোববার সকালের দিকে সড়কে ব্যক্তিগত কিছু গাড়ির পাশাপাশি কিছু গণপরিবহনও দেখা গেছে। তবে নেই কোন যানজট, কোলাহল। গণপরিবহনগুলোতেও নেই কোন যাত্রীর চাপ।
রাজধানীর মিরপুর-১, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কাওরানবাজার, বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মিরপুর-১ নম্বর গোলচত্বরে দেখা গেল, রাজধানীর বিভিন্ন রুটের বাস সারি ধরে দাঁড়িয়ে আছে। তবে যাত্রীর সংখ্যা নেই বললেই চলে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে বাসের সংখ্যাও কম।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বাস চালকের সহকারীদের হাঁকডাক থাকলেও দেখা মিলছে না যাত্রীদের। আসন ফাঁকা রেখেই বাসগুলো বিভিন্ন রুটে চলে যাচ্ছে। এই এলাকা ঘুরে দুপুর নাগাদও কোরবানী দিতে দেখা গেছে।
রামপুরা-বনশ্রীতে সড়কে রিকশার দাপট দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চাপ অনেক কম দেখা গেছে।
ফাঁকা ঢাকার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় নানা তৎপরতার কথা জানিয়েছে পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো। এদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে পুলিশকে টহল দিতে দেখা গেছে। র্যাবের টহলও চোখে পড়েছে।
ঈদের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, আবাসিক এলাকায় আলাদা করে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাজার বা পিরদের আখড়ায় ঈদের জামাত হয়। সেসব জায়গায় হামলার আশঙ্কা থাকে। এ ধরনের জায়গা চিহ্নিত করেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন বলেন, যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঈদকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে