নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বনশ্রী, মেরাদিয়াসহ বিভিন্ন এলাকার ফুটপাত ও অস্থায়ী কাঁচাবাজার থেকে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ চক্রের অন্যতম হোতা আবু নাছের খালিদসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ ৮৫ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব বলছে, চক্রটি জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তারা দাবিকৃত চাঁদা না দিলে নির্যাতনসহ হত্যার হুমকি দিত।
আজ বৃহস্পতিবার বিকেলে র্যাব-৩ এর সহকারী মিডিয়া কর্মকর্তা এএসপি বীণা রানী দাস এ তথ্য জানিয়েছেন।
এএসপি বীণা রানী দাস জানান, রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী, মেরাদিয়াসহ বিভিন্ন এলাকার ফুটপাত ও অস্থায়ী কাঁচাবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদা আদায় করে আসছিল। কেউ চাঁদা দিতে রাজি না হলে তারা জীবননাশের হুমকি দিত। এমনকি নির্যাতন ও অত্যাচারে ফুটপাতের দোকানিদের জীবন অতিষ্ঠ করে তুলত।
এমন অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের অন্যতম হোতা আবু নাছের খালিদসহ (৪২) ১০ জনকে গ্রেপ্তার করা হয়। র্যাবের হাতে গ্রেপ্তার চাঁদাবাজ চক্রের অন্য সদস্যরা হলেন-কামরুল হোসেন (২১), জাকারিয়া ইসলাম ওরফে রুবেল (৩২), মো. সিদ্দিক (৪৬), রেজাউল করিম পাভেল (৩৫), জিয়াউল ইসলাম (৩৮), মোকবুল হোসেন বাবু (৩৩), মো. বাবুল (৫২), মো. খোকন (৪৩), ও জাকির হোসেন (৪০)। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ৮৫ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বরাত দিয়ে বীণা রানী দাস জানান, গ্রেপ্তাররা চাঁদাবাজির কথা স্বীকার করে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর খিলগাঁও এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চক্রের সদস্যরা আরও জানিয়েছে তারা খিলগাঁও থানার বনশ্রী ও মেরাদিয়ার কাজি বাড়ি ও ৫,৬ এবং ৭ নম্বর রোড, কবুতর পট্টি, কাঁচা বাজারে প্রতি বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিরীহ দোকানদারদের কাছ থেকে এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। চাঁদাবাজির জন্য চক্রের সদস্যরা প্রতিদিন তিন থেকে ছয় শ টাকা পেত। যদি কোনো দোকানদার চাঁদা দিতে না চায় তাহলে চক্রের সদস্যরা দোকান উঠিয়ে দেওয়াসহ জীবননাশের হুমকি দিত।
গ্রেপ্তার চাঁদাবাজর চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
রাজধানীর বনশ্রী, মেরাদিয়াসহ বিভিন্ন এলাকার ফুটপাত ও অস্থায়ী কাঁচাবাজার থেকে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ চক্রের অন্যতম হোতা আবু নাছের খালিদসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ ৮৫ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব বলছে, চক্রটি জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তারা দাবিকৃত চাঁদা না দিলে নির্যাতনসহ হত্যার হুমকি দিত।
আজ বৃহস্পতিবার বিকেলে র্যাব-৩ এর সহকারী মিডিয়া কর্মকর্তা এএসপি বীণা রানী দাস এ তথ্য জানিয়েছেন।
এএসপি বীণা রানী দাস জানান, রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী, মেরাদিয়াসহ বিভিন্ন এলাকার ফুটপাত ও অস্থায়ী কাঁচাবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদা আদায় করে আসছিল। কেউ চাঁদা দিতে রাজি না হলে তারা জীবননাশের হুমকি দিত। এমনকি নির্যাতন ও অত্যাচারে ফুটপাতের দোকানিদের জীবন অতিষ্ঠ করে তুলত।
এমন অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের অন্যতম হোতা আবু নাছের খালিদসহ (৪২) ১০ জনকে গ্রেপ্তার করা হয়। র্যাবের হাতে গ্রেপ্তার চাঁদাবাজ চক্রের অন্য সদস্যরা হলেন-কামরুল হোসেন (২১), জাকারিয়া ইসলাম ওরফে রুবেল (৩২), মো. সিদ্দিক (৪৬), রেজাউল করিম পাভেল (৩৫), জিয়াউল ইসলাম (৩৮), মোকবুল হোসেন বাবু (৩৩), মো. বাবুল (৫২), মো. খোকন (৪৩), ও জাকির হোসেন (৪০)। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ৮৫ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বরাত দিয়ে বীণা রানী দাস জানান, গ্রেপ্তাররা চাঁদাবাজির কথা স্বীকার করে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর খিলগাঁও এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চক্রের সদস্যরা আরও জানিয়েছে তারা খিলগাঁও থানার বনশ্রী ও মেরাদিয়ার কাজি বাড়ি ও ৫,৬ এবং ৭ নম্বর রোড, কবুতর পট্টি, কাঁচা বাজারে প্রতি বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিরীহ দোকানদারদের কাছ থেকে এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। চাঁদাবাজির জন্য চক্রের সদস্যরা প্রতিদিন তিন থেকে ছয় শ টাকা পেত। যদি কোনো দোকানদার চাঁদা দিতে না চায় তাহলে চক্রের সদস্যরা দোকান উঠিয়ে দেওয়াসহ জীবননাশের হুমকি দিত।
গ্রেপ্তার চাঁদাবাজর চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে