ছাত্রীকে ধর্ষণে সহযোগিতার মামলা: পদত্যাগ করলেন আইডিয়াল কলেজের অধ্যক্ষ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০০: ৫৯
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০১: ৪৩

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে ধর্ষণে সহযোগিতার মামলার আসামি অধ্যক্ষ ফৌজিয়া রাশেদী পদত্যাগ করেছেন। গত ২০ আগস্ট থেকে তিনি ছুটিতে ছিলেন। 

রোববার (৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নিং বডির সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। 

তিনি বলেন, ‘তাঁকে (ফৌজিয়া রাশেদী) অপসারণ করা হয়নি। তিনি স্বেচ্ছায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্রটি গভর্নিং বডির সভায় গৃহিত হয়েছে।’

কলেজ সূত্র জানায়, আগামী ৩০ অক্টোবর অধ্যক্ষের অবসরে যাওয়ার কথা ছিল। এর আগেই তিনি পদত্যাগ করলেন। 

গত ২৫ মার্চ মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলামকে বিয়ে করেন প্রতিষ্ঠানটির দাতা সদস্য মুশতাক আহমেদ। এ ঘটনা জানাজানি হয় জুনের শুরুতে। এ ঘটনায় গত ১ আগস্ট অধ্যক্ষ ফৌজিয়া রাশেদী এবং খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে প্রলোভন ও ধর্ষণ এবং এতে সহযোগিতার অভিযোগে আদালতে নালিশি মামলা করেন ছাত্রীর বাবা সাইফুল ইসলাম। আদালতের নির্দেশে ৮ আগস্ট রাজধানীর গুলশান থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার পরপরই শারীরিক অসুস্থতার কথা বলে দুই মাসের ছুটিতে যান অধ্যক্ষ ফৌজিয়া। 

উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন খন্দকার মুশতাক। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত