মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। পরে গুরুতর আহতাবস্থায় আসামি অহিদ হাওলাদারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ সোমবার দুপুরে মাদারীপুর আদালত থেকে বের হয়ে প্রধান সড়কে এলে এ ঘটনা ঘটে।
আহত অহিদ হাওলাদার (৪০) পেশায় একজন কৃষক। তিনি জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের আইয়ুব আলী হাওলাদারের ছেলে। তিনি একই এলাকার এমারাত সরদার হত্যা মামলার ৩ নম্বর আসামি।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ জানুয়ারি মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোসা. তাহমিনা বেগমের সমর্থকেরা একটি বিজয় মিছিল বের করেন। মিছিলটি কালকিনির কালীগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারে যাওয়ার সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়। এতে আহত হন এমারাত সরদার নামে এক যুবক। পরে ১১ জানুয়ারি ঢাকার প্রাইম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছেলে হাসান সরদার বাদী হয়ে ২০ জনের নামে কালকিনি থানায় একটি হত্যা মামলা করেন। এই হত্যা মামলায় হাজিরা দিতে মাদারীপুর আদালতে আসেন কৃষক অহিদ হাওলাদার।
আদালতের কাজ শেষে অহিদ হাওলাদার বাড়ির উদ্দেশে রওনা দেন। প্রধান সড়কে এলে প্রতিপক্ষ তাইজুল সরদার ও জহির চৌকিদারসহ তাঁদের সমর্থকেরা হঠাৎ হামলা চালান। এ সময় অহিদ হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় অহিদ হাওলাদারকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আহত অহিদ হাওলাদারের ছোট ভাই নাহিদ হাওলাদার বলেন, ‘আমার ভাই আদালত থেকে বের হলে হঠাৎ তাইজুল ও জহির হামলা চালায়। তাদের সঙ্গে অনেক লোক ছিল। আমার ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা বেশি ভালো না। এই ঘটনার বিচার চাই।’
জানতে চাইলে অভিযুক্ত জহির চৌকিদার বলেন, ‘আমরা কেউ এই ঘটনার সঙ্গে জড়িত না। আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে অহিদের পরিবার। সে কীভাবে আহত হয়েছেন, আমরা জানি না।’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল কর্মকর্তা রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আহত অহিদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তপাত বন্ধ করা হয়েছে। তাঁর বেশ কয়েকটি স্থানে অপারেশন করা প্রয়োজন।’
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। আহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুরে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। পরে গুরুতর আহতাবস্থায় আসামি অহিদ হাওলাদারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ সোমবার দুপুরে মাদারীপুর আদালত থেকে বের হয়ে প্রধান সড়কে এলে এ ঘটনা ঘটে।
আহত অহিদ হাওলাদার (৪০) পেশায় একজন কৃষক। তিনি জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের আইয়ুব আলী হাওলাদারের ছেলে। তিনি একই এলাকার এমারাত সরদার হত্যা মামলার ৩ নম্বর আসামি।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ জানুয়ারি মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোসা. তাহমিনা বেগমের সমর্থকেরা একটি বিজয় মিছিল বের করেন। মিছিলটি কালকিনির কালীগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারে যাওয়ার সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়। এতে আহত হন এমারাত সরদার নামে এক যুবক। পরে ১১ জানুয়ারি ঢাকার প্রাইম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছেলে হাসান সরদার বাদী হয়ে ২০ জনের নামে কালকিনি থানায় একটি হত্যা মামলা করেন। এই হত্যা মামলায় হাজিরা দিতে মাদারীপুর আদালতে আসেন কৃষক অহিদ হাওলাদার।
আদালতের কাজ শেষে অহিদ হাওলাদার বাড়ির উদ্দেশে রওনা দেন। প্রধান সড়কে এলে প্রতিপক্ষ তাইজুল সরদার ও জহির চৌকিদারসহ তাঁদের সমর্থকেরা হঠাৎ হামলা চালান। এ সময় অহিদ হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় অহিদ হাওলাদারকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আহত অহিদ হাওলাদারের ছোট ভাই নাহিদ হাওলাদার বলেন, ‘আমার ভাই আদালত থেকে বের হলে হঠাৎ তাইজুল ও জহির হামলা চালায়। তাদের সঙ্গে অনেক লোক ছিল। আমার ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা বেশি ভালো না। এই ঘটনার বিচার চাই।’
জানতে চাইলে অভিযুক্ত জহির চৌকিদার বলেন, ‘আমরা কেউ এই ঘটনার সঙ্গে জড়িত না। আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে অহিদের পরিবার। সে কীভাবে আহত হয়েছেন, আমরা জানি না।’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল কর্মকর্তা রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আহত অহিদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তপাত বন্ধ করা হয়েছে। তাঁর বেশ কয়েকটি স্থানে অপারেশন করা প্রয়োজন।’
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। আহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৬ ঘণ্টা আগে