নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-সিগারেট বন্ধের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, অনেকেই সিগারেটের বিকল্প হিসেবে ই-সিগারেট ব্যবহার করেন। এটিও বিড়ি-সিগারেটের মতোই সমান ক্ষতিকর। এটিও বন্ধ করতে হবে।
আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ আইন সময়োপযোগীকরণে নীতিনির্ধারকদের কাছে প্রত্যাশা শীর্ষক এক সেমিনারে তিনি এই দাবি জানান। সেমিনারটি আয়োজন করে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ)। সেমিনারে আলোচকেরা তামাক নিয়ন্ত্রণ আইনকে সময়োপযোগী করে তোলার প্রয়োজনীয়তা বিভিন্নভাবে ব্যাখ্যা করেন।
সেমিনারে ডরপের পক্ষ থেকে ৬টি দাবি উপস্থাপন করেন ডরপের উপনির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান। তাঁর দাবি, থাইল্যান্ড, নেপালসহ বিশ্বের ৬৭টি দেশ সব ধরনের পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত এলাকা নিষিদ্ধ করেছে। এ জন্য বাংলাদেশের বিভিন্ন পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধের দাবি জানান তিনি।
যোবায়ের হাসান বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধের ফলে দৈনিক ধূমপানের প্রবণতা প্রায় ৭% হ্রাস পায়। এ ছাড়া নেপাল, থাইল্যান্ড, নরওয়েসহ বিশ্বের ৫০টি দেশে বিক্রয়কেন্দ্রে তামাক দ্রব্যের প্রদর্শনী সম্পূর্ণ নিষিদ্ধ। এ জন্য বিক্রয়স্থলে পণ্য প্রদর্শন নিষিদ্ধের দাবি জানান যোবায়ের হাসান।
তামাক কোম্পানির সিএসআর বন্ধের দাবি জানিয়ে ডরপের নির্বাহী পরিচালক বলেন, নেপাল, ইরান, রাশিয়াসহ বিশ্বের ৬২টি দেশ তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিশ্বের ১১৮টি দেশ সিঙ্গেল সিগারেট স্টিক বা ছোট প্যাকেট বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
যোবায়ের হাসান তাঁর উপস্থাপনায় বিড়ি সিগারেটের খুচরা শলাকা এবং খোলা ধোঁয়াবিহীন তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ এবং ই-সিগারেট বন্ধের দাবি জানান।
সিটিএফকে বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান বলেন, যাঁরা ধূমপান করেন না, এটা তাঁদের অধিকার যে তারা ধূমপায়ীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না। সে ক্ষেত্রে আলাদা স্মোকিং জোন বা রাস্তাঘাটে খোলামেলা সিগারেট খাওয়া বন্ধ করতে হবে।
ডরপের সভাপতি আজহার আলী তালুকদারের সভাপতিত্বে সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন বলেন, আইন দিয়ে একদিনেই তামাকমুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। আইন বাস্তবায়নের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালিয়ে মানুষকে সচেতন করে তুলতে হবে, যাতে তারা নিজে থেকেই এর ভয়াবহতা বুঝতে পেরে নিজেকে ধূমপান থেকে সরিয়ে আনেন।
টোব্যাকো অ্যাটলাস এর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে ১০-১৪ বছর বয়সীদের মধ্যে তামাক ব্যবহারকারীর সংখ্যা ১ লাখ ৭২ হাজারেরও বেশি। অধূমপায়ীদের রক্ষায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বা ডেজিগনেশন স্মোকিং জোন বিলুপ্ত করার দাবি জানানো হয় সেমিনারে।
সেমিনারে টাঙ্গাইল জেলার বিড়ি শ্রমিক সংগঠনের জেলা কোষাধ্যক্ষ জয়মন বেগম বলেন, এক সময় বিড়ি শ্রমিক ছিলাম। বিড়ি যখন বানাইতাম ওই জায়গাটাও শ্রমিকদের জন্য ক্ষতিকর। বিড়ি তো আরও বেশিই ক্ষতিকর। ছোট ছোট খুচরা ব্যবসায়ীদের ধরে লাভ নাই, যারা বড় ব্যবসায়ী, তাদেরই ধরতে হবে। বিড়ি শ্রমিকদের অন্য কাজ দেন। তাইলে তারা এই কাজ আর করবে না। বিড়ি বানানোও হবে না, খাওয়াও কমে যাবে।
ই-সিগারেট বন্ধের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, অনেকেই সিগারেটের বিকল্প হিসেবে ই-সিগারেট ব্যবহার করেন। এটিও বিড়ি-সিগারেটের মতোই সমান ক্ষতিকর। এটিও বন্ধ করতে হবে।
আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ আইন সময়োপযোগীকরণে নীতিনির্ধারকদের কাছে প্রত্যাশা শীর্ষক এক সেমিনারে তিনি এই দাবি জানান। সেমিনারটি আয়োজন করে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ)। সেমিনারে আলোচকেরা তামাক নিয়ন্ত্রণ আইনকে সময়োপযোগী করে তোলার প্রয়োজনীয়তা বিভিন্নভাবে ব্যাখ্যা করেন।
সেমিনারে ডরপের পক্ষ থেকে ৬টি দাবি উপস্থাপন করেন ডরপের উপনির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান। তাঁর দাবি, থাইল্যান্ড, নেপালসহ বিশ্বের ৬৭টি দেশ সব ধরনের পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত এলাকা নিষিদ্ধ করেছে। এ জন্য বাংলাদেশের বিভিন্ন পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধের দাবি জানান তিনি।
যোবায়ের হাসান বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধের ফলে দৈনিক ধূমপানের প্রবণতা প্রায় ৭% হ্রাস পায়। এ ছাড়া নেপাল, থাইল্যান্ড, নরওয়েসহ বিশ্বের ৫০টি দেশে বিক্রয়কেন্দ্রে তামাক দ্রব্যের প্রদর্শনী সম্পূর্ণ নিষিদ্ধ। এ জন্য বিক্রয়স্থলে পণ্য প্রদর্শন নিষিদ্ধের দাবি জানান যোবায়ের হাসান।
তামাক কোম্পানির সিএসআর বন্ধের দাবি জানিয়ে ডরপের নির্বাহী পরিচালক বলেন, নেপাল, ইরান, রাশিয়াসহ বিশ্বের ৬২টি দেশ তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিশ্বের ১১৮টি দেশ সিঙ্গেল সিগারেট স্টিক বা ছোট প্যাকেট বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
যোবায়ের হাসান তাঁর উপস্থাপনায় বিড়ি সিগারেটের খুচরা শলাকা এবং খোলা ধোঁয়াবিহীন তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ এবং ই-সিগারেট বন্ধের দাবি জানান।
সিটিএফকে বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান বলেন, যাঁরা ধূমপান করেন না, এটা তাঁদের অধিকার যে তারা ধূমপায়ীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না। সে ক্ষেত্রে আলাদা স্মোকিং জোন বা রাস্তাঘাটে খোলামেলা সিগারেট খাওয়া বন্ধ করতে হবে।
ডরপের সভাপতি আজহার আলী তালুকদারের সভাপতিত্বে সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন বলেন, আইন দিয়ে একদিনেই তামাকমুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। আইন বাস্তবায়নের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালিয়ে মানুষকে সচেতন করে তুলতে হবে, যাতে তারা নিজে থেকেই এর ভয়াবহতা বুঝতে পেরে নিজেকে ধূমপান থেকে সরিয়ে আনেন।
টোব্যাকো অ্যাটলাস এর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে ১০-১৪ বছর বয়সীদের মধ্যে তামাক ব্যবহারকারীর সংখ্যা ১ লাখ ৭২ হাজারেরও বেশি। অধূমপায়ীদের রক্ষায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বা ডেজিগনেশন স্মোকিং জোন বিলুপ্ত করার দাবি জানানো হয় সেমিনারে।
সেমিনারে টাঙ্গাইল জেলার বিড়ি শ্রমিক সংগঠনের জেলা কোষাধ্যক্ষ জয়মন বেগম বলেন, এক সময় বিড়ি শ্রমিক ছিলাম। বিড়ি যখন বানাইতাম ওই জায়গাটাও শ্রমিকদের জন্য ক্ষতিকর। বিড়ি তো আরও বেশিই ক্ষতিকর। ছোট ছোট খুচরা ব্যবসায়ীদের ধরে লাভ নাই, যারা বড় ব্যবসায়ী, তাদেরই ধরতে হবে। বিড়ি শ্রমিকদের অন্য কাজ দেন। তাইলে তারা এই কাজ আর করবে না। বিড়ি বানানোও হবে না, খাওয়াও কমে যাবে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১৭ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে