হত্যা মামলায় ট্রান্সকম গ্রুপের দুই কর্মকর্তার জামিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১৮: ৪৯

ভাই হত্যার অভিযোগে শাযরেহ হকের করা মামলায় ট্রান্সকম গ্রুপের পরিচালক (অর্থ) কামরুল হাসান ও আইন কর্মকর্তা মো. ফখরুজ্জামান ভুঁইয়াকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ এই জামিন দেন। 

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম। 

আইনজীবী শাহ মঞ্জুরুল হক আজকের পত্রিকাকে বলেন, কামরুল হাসান ও ফখরুজ্জামান ভুঁইয়াকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 
 
ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগে শাযরেহ হক গত ২২ মার্চ গুলশান থানায় মামলাটি করেন। মামলায় ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ ১১ জনকে আসামি করা হয়। 
 
এর আগে গত ২২ ফেব্রুয়ারি শাযরেহ হক গুলশান থানায় পৃথক তিনটি মামলা করেন। মামলায় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান, সিইওসহ ৮ জন কর্মকর্তাকে আসামি করা হয়। কোম্পানির শেয়ার ও অর্থসম্পদ নিয়ে বিশ্বাস ভঙ্গ ও জালিয়াতির অভিযোগ আনা হয় মামলায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত