পরোয়ানার পরদিন আদালতে হাজির হয়ে জামিন নিলেন মামুনুল হক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৪, ১৬: ৫৮
Thumbnail image

ধর্ষণ মামলায় পরোয়ানা জারির এক দিন পর সাবেক হেফাজত নেতা মামুনুল হককে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত এক হাজার টাকা বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার পূর্বনির্ধারিত শুনানির দিন ধার্য থাকায় ওদিন আদালতে অসুস্থতার জন্য উপস্থিত হতে না পারায় আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করেন মামুনুল হক। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালতে পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁয়ে দায়ের করা ধর্ষণ মামলায় পূর্বনির্ধারিত শুনানি দিন নির্ধারিত ছিল। তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করে উপস্থিত হননি। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।’

তিনি আরও বলেন, আজ তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত এক হাজার টাকা বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছেন।

মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘মামুনুল হক অসুস্থ। তাঁর অসুস্থতার কাগজপত্রসহ আমরা গতকাল আদালতের কাছে সময় প্রার্থনা করেছিলাম। এ অসুস্থতার জন্য তিনি হাজির হতে পারেননি। আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।’

২০২১ সালের ৩ এপ্রিল মামুনুল হক এক নারীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট নামে একটি হোটেলে অবস্থান করেন। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে মামুনুল হককে ঘেরাও করে রাখেন। পরে হেফাজত নেতা-কর্মী ও সমর্থকেরা এসে রিসোর্টে ভাঙচুর করে তাঁকে নিয়ে যান। ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে, তিনি ওই নারীকে তাঁর দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত