টাঙ্গাইল প্রতিনিধি
খেলার মাঠে বজ্রপাতে প্রাণ হারালেন তামজিদ আহমেদ নামে এক তরুণ ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে আজ বুধবার গোপালগঞ্জ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক প্রীতি ক্রিকেট ম্যাচ চলাকালীন। আহতাবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তামজিদ আহমেদ (১৯) টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের কদিম নিকলা গ্রামের মো. ইমান আলীর ছেলে।
জেলা ক্রিকেট দলের কোচ মো. আরাফাত রহমান জানান, আজ দুপুরে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমি ও ঢাকার ফ্রেন্ডস স্পোর্টস একাডেমির মধ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের খেলা শুরু হয়। ম্যাচটিতে তামজিদ ঢাকার ফ্রেন্ডস স্পোর্টস একাডেমির হয়ে খেলেন এবং ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন।
বেলা দেড়টার দিকে আকাশে সামান্য মেঘাচ্ছন্ন ছিল। খেলার ৩৫তম ওভারের সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সতীর্থরা দৌড়ে কাছে গিয়ে দেখতে পান, তামজিদের গায়ের জার্সির অনেকাংশ পুড়ে গেছে। দ্রুত তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনসার আহমেদ তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, দুই বছর আগে ঢাকা ফ্রেন্ডস স্পোর্টস একাডেমিতে ভর্তি হন তামজিদ। গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির সঙ্গে সিরিজ খেলতে দলের সঙ্গে গোপালগঞ্জে যান। তামজিদ টাঙ্গাইল জেলা দলের হয়ে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট খেলেছেন। ক্রিকেট প্র্যাকটিসের পাশাপাশি তামজিদ ঢাকায় ফুড পান্ডার ডেলিভারির কাজ করতেন।
এদিকে তরুণ এই ক্রিকেটারের অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুসহ জেলার বিভিন্ন মহল।
খেলার মাঠে বজ্রপাতে প্রাণ হারালেন তামজিদ আহমেদ নামে এক তরুণ ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে আজ বুধবার গোপালগঞ্জ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক প্রীতি ক্রিকেট ম্যাচ চলাকালীন। আহতাবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তামজিদ আহমেদ (১৯) টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের কদিম নিকলা গ্রামের মো. ইমান আলীর ছেলে।
জেলা ক্রিকেট দলের কোচ মো. আরাফাত রহমান জানান, আজ দুপুরে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমি ও ঢাকার ফ্রেন্ডস স্পোর্টস একাডেমির মধ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের খেলা শুরু হয়। ম্যাচটিতে তামজিদ ঢাকার ফ্রেন্ডস স্পোর্টস একাডেমির হয়ে খেলেন এবং ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন।
বেলা দেড়টার দিকে আকাশে সামান্য মেঘাচ্ছন্ন ছিল। খেলার ৩৫তম ওভারের সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সতীর্থরা দৌড়ে কাছে গিয়ে দেখতে পান, তামজিদের গায়ের জার্সির অনেকাংশ পুড়ে গেছে। দ্রুত তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনসার আহমেদ তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, দুই বছর আগে ঢাকা ফ্রেন্ডস স্পোর্টস একাডেমিতে ভর্তি হন তামজিদ। গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির সঙ্গে সিরিজ খেলতে দলের সঙ্গে গোপালগঞ্জে যান। তামজিদ টাঙ্গাইল জেলা দলের হয়ে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট খেলেছেন। ক্রিকেট প্র্যাকটিসের পাশাপাশি তামজিদ ঢাকায় ফুড পান্ডার ডেলিভারির কাজ করতেন।
এদিকে তরুণ এই ক্রিকেটারের অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুসহ জেলার বিভিন্ন মহল।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১৫ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১৯ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে