Ajker Patrika

শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকাসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর পুলিশ সুপারের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
শরীয়তপুর পুলিশ সুপারের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির গোডাউনে ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে ১৮ লাখ ৫৮ হাজার ৯৬৫ টাকা, একটি পিকআপ, বিভিন্ন যন্ত্রপাতি, একটি ১৫০ সিসির পালসার মোটরসাইকেল ও বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেরাজ (৫০), মোরশেদ (৩০) ও মিলন মোল্লা (৩০)। তাঁদের সবার বাড়ি খুলনা জেলায়।

আজ বৃহস্পতিবার শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

মো. নজরুল ইসলাম বলেন, গত ২৫ জানুয়ারি রাত আনুমানিক ১টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে শরীয়তপুর শহরের উত্তর পালং মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির গোডাউনে দুর্ধর্ষ ডাকাতি হয়।

এ সময় গোডাউনের পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ছয়-সাতজনের ডাকাত দল ভেতরে প্রবেশ করে এবং বিক্রয়কেন্দ্রের সহকারী গোডাউন কিপার লাকু খান, সহকারী কম্পিউটার অপারেটর শাকিল ও পিয়ন মোহাম্মাদ আলীকে মারধর করে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে।

এরপর গোডাউনে রক্ষিত ক্যাশ ভল্ট কেটে ১ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকাসহ অফিসে থাকা ১৬টি সিসি ক্যামেরা, ডিভিআর ও এনভিআর খুলে নিয়ে যায় ডাকাত দল।

এ ঘটনায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পক্ষে মো. শফিউল আলম শিহাব বাদী হয়ে গত ২৬ জানুয়ারি পালং মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবিবের নেতৃত্বে পালং থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত যৌথ টিম ঘটনাটি তদন্ত শুরু করে।

বিশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ, গ্লোবাল লোকেশন ট্র্যাকিং এবং পার্শ্ববর্তী জেলাসমূহের ডাকাতি মামলাসহ গ্রেপ্তার ডাকাতদের বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ ও অনুসন্ধান শুরু করা হয়। ঘটনাস্থলের তথ্য-উপাত্ত বিশ্লেষণে কয়েকজন ডাকাতকে শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় খুলনা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডাকাতেরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে অন্য ডাকাতদের নাম-ঠিকানা জানান। তাঁদের কাছ থেকে লুণ্ঠনকৃত ১৮ লাখ ৫৮ হাজার ৯৬৫ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি এক টনের পিকআপ, বিভিন্ন যন্ত্রপাতি, একটি ১৫০ সিসির পালসার মোটরসাইকেল এবং বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি মোবাইল ফোন জব্দ করা হয়।

নথিপত্র পর্যালোচনায় মেহেরাজ ও মিলন মোল্লার বিরুদ্ধে একটি করে এবং মোরশেদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

পুলিশ সুপার বলেন, ডাকাতির সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে কার্যক্রম চলমান রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তীকালে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবিব, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু বকর মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত