নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পয়লা ডিসেম্বর থেকে চালু হওয়ার কথা থাকলেও বাসমালিকদের অসহযোগিতার কারণে ঢাকা নগর পরিবহন চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। এর পরিবর্তে আগামী ২৬ ডিসেম্বর এটি চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র।
আজ রোববার নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসি মেয়র। এ সময় ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেয়র তাপস বলেন, ‘আমরা পয়লা ডিসেম্বর থেকে চালু করতে চাইলেও পরিবহনমালিকদের অসহযোগিতার কারণে এটি চালু করতে পারছি না। তাঁরা বাস দেবেন বলেও সময়মতো আমাদের বাস দেননি। তবে আমরা বিআরটিসির বাসের মাধ্যমে আগামী ২৬ ডিসেম্বর থেকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করব।’
ঘাটারচর থেকে কাঁচপুর নতুন এ রুটে কোনো পুরোনো বাস চলবে না জানিয়ে মেয়র তাপস বলেন, ‘এখন এই রুটে যে বাসগুলো চলছে, সেগুলোর মধ্যে ২০১৯ সালের ১ জানুয়ারির পর কেনা বাসগুলো থাকবে। বাকি বাসগুলো উঠিয়ে নেওয়া হবে। এর সঙ্গে নতুন বাস যোগ হবে। আমাদের এই পরিকল্পনার বিষয়ে পরিবহনমালিকেরা সম্মতি দিয়েছেন।’
শেখ তাপস বলেন, ‘বিআরটিসি ৩০টি বাস এই সার্ভিসের জন্য দিচ্ছে। আমাদের আরও বাস লাগার কারণে বিষয়টিকে ওপেন করে দিচ্ছি। এখানে মালিক একাধিক হতে পারে। যাঁরা নাম জমা দেবেন, তাঁদের রুট পারমিটের বিষয়টি নিশ্চিত করা হবে। তবে সব শর্ত তাঁদের মানতে হবে।’
উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘কিছু অসহযোগিতার কারণে পূর্বনির্ধারিত সময়ে এই গণপরিবহন চালু করা সম্ভব হচ্ছে না। তবে আজকের দেওয়া তারিখে যেভাবেই হোক এই সার্ভিসটি চালু করা হবে।’
আতিকুল ইসলাম বলেন, ‘আমরা যে পরিমাণ বাসমালিকদের সাড়া পাব বলে আশা করেছিলাম, সেটি পাইনি। মাত্র ছয়টি পরিবহন তাদের নাম জমা দিয়েছিল। তাই এখন বিষয়টিকে ওপেন করে দেওয়া হচ্ছে। আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে এবং গণমাধ্যমের মাধ্যমে উদ্যোক্তা এবং ফ্র্যাঞ্চাইজিদের নিজেদের প্রতিষ্ঠান নাম জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, এর আগে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভার সিদ্ধান্তমতে, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে মোট ১২০টি নতুন বাস নিয়ে যাত্রা শুরু করার কথা ছিল নগর পরিবহনের।
পয়লা ডিসেম্বর থেকে চালু হওয়ার কথা থাকলেও বাসমালিকদের অসহযোগিতার কারণে ঢাকা নগর পরিবহন চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। এর পরিবর্তে আগামী ২৬ ডিসেম্বর এটি চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র।
আজ রোববার নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসি মেয়র। এ সময় ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেয়র তাপস বলেন, ‘আমরা পয়লা ডিসেম্বর থেকে চালু করতে চাইলেও পরিবহনমালিকদের অসহযোগিতার কারণে এটি চালু করতে পারছি না। তাঁরা বাস দেবেন বলেও সময়মতো আমাদের বাস দেননি। তবে আমরা বিআরটিসির বাসের মাধ্যমে আগামী ২৬ ডিসেম্বর থেকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করব।’
ঘাটারচর থেকে কাঁচপুর নতুন এ রুটে কোনো পুরোনো বাস চলবে না জানিয়ে মেয়র তাপস বলেন, ‘এখন এই রুটে যে বাসগুলো চলছে, সেগুলোর মধ্যে ২০১৯ সালের ১ জানুয়ারির পর কেনা বাসগুলো থাকবে। বাকি বাসগুলো উঠিয়ে নেওয়া হবে। এর সঙ্গে নতুন বাস যোগ হবে। আমাদের এই পরিকল্পনার বিষয়ে পরিবহনমালিকেরা সম্মতি দিয়েছেন।’
শেখ তাপস বলেন, ‘বিআরটিসি ৩০টি বাস এই সার্ভিসের জন্য দিচ্ছে। আমাদের আরও বাস লাগার কারণে বিষয়টিকে ওপেন করে দিচ্ছি। এখানে মালিক একাধিক হতে পারে। যাঁরা নাম জমা দেবেন, তাঁদের রুট পারমিটের বিষয়টি নিশ্চিত করা হবে। তবে সব শর্ত তাঁদের মানতে হবে।’
উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘কিছু অসহযোগিতার কারণে পূর্বনির্ধারিত সময়ে এই গণপরিবহন চালু করা সম্ভব হচ্ছে না। তবে আজকের দেওয়া তারিখে যেভাবেই হোক এই সার্ভিসটি চালু করা হবে।’
আতিকুল ইসলাম বলেন, ‘আমরা যে পরিমাণ বাসমালিকদের সাড়া পাব বলে আশা করেছিলাম, সেটি পাইনি। মাত্র ছয়টি পরিবহন তাদের নাম জমা দিয়েছিল। তাই এখন বিষয়টিকে ওপেন করে দেওয়া হচ্ছে। আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে এবং গণমাধ্যমের মাধ্যমে উদ্যোক্তা এবং ফ্র্যাঞ্চাইজিদের নিজেদের প্রতিষ্ঠান নাম জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, এর আগে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভার সিদ্ধান্তমতে, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে মোট ১২০টি নতুন বাস নিয়ে যাত্রা শুরু করার কথা ছিল নগর পরিবহনের।
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
৩৯ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
৪১ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে