আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তনের দাবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১৩: ৪৪
টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের স্টেশন রোড এলাকায় মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় লোকজন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তনের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের স্টেশন রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করে ‘টঙ্গী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল’ নামকরণ করার দাবি জানানো হয়।

আধঘণ্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সানজিদ আহমেদ মিথুন, রনি দেওয়ান, মিরাদ হোসেন মিঠু, শাহিন মিয়া, ফারুক মৃধা, মানিক শেখ, এনামুল হাসান, বন্ধন, দিদার আহমেদ মানিক, জামাল মিয়া, রানা আহম্মেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আগে এই হাসপাতালের নাম ছিল টঙ্গী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। পরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাঁর বাবা সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টারের নামে হাসপাতালের নামকরণ করেন। আজ টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক লোকজন হাসপাতালের নাম পরিবর্তন করার দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন। মানববন্ধন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত