নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ১৭টি জায়গাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে বিবেচনা করে আগামীকাল সোমবার থেকে সেসব এলাকায় মশা মারার ওষুধ ছিটাতে ঢাকার সিটি করপোরেশনের মেয়রদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিবেদনকে আমলে নিয়ে তিনি আজ রোববার সচিবালয়ে এক জরুরি বৈঠকে এই নির্দেশ দেন।
রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, বসুন্ধরা, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা এবং মোহাম্মদপুরকে ডেঙ্গুর হটস্পট হিসেবে বিবেচনা করে সোমবার থেকে সেসব এলাকায় মশা নিধনের ওষুধ ছিটাতে ঢাকার দুই মেয়রকে নির্দেশ দেন মন্ত্রী।
ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন একটি পরিকল্পনা তৈরি করবে জানিয়ে তাজুল বলেন, তারা কীভাবে তা বাস্তবায়ন করছে সেই তথ্য মন্ত্রণালয়কে জানাতে হবে। মশক নিধনের ব্যাপারে সিটি করপোরেশনের কার্যক্রম তদারকিতে আমরা এবারও একটি সেল গঠন করেছি।
মন্ত্রী জানান, সিটি করপোরেশনে জনবলের সমস্যা থাকলে তা পূরণের ব্যবস্থা করা হবে। আউটসোর্সিংয়ের দরকার হলে তারও ব্যবস্থা করা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোর যদি টাকার দরকার হয় মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে। মশক নিধনের ওষুধের মজুত আছে, এবার ওষুধের কোয়ালিটি নিয়ে কোনো কথা আসেনি।
হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের নাম-ঠিকানা সরবরাহ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী। সেই ঠিকানা ধরে ডেঙ্গু রোগীদের বাসা বা আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটাতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভায় উপস্থিত ছিলেন।
রাজধানীর ১৭টি জায়গাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে বিবেচনা করে আগামীকাল সোমবার থেকে সেসব এলাকায় মশা মারার ওষুধ ছিটাতে ঢাকার সিটি করপোরেশনের মেয়রদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিবেদনকে আমলে নিয়ে তিনি আজ রোববার সচিবালয়ে এক জরুরি বৈঠকে এই নির্দেশ দেন।
রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, বসুন্ধরা, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা এবং মোহাম্মদপুরকে ডেঙ্গুর হটস্পট হিসেবে বিবেচনা করে সোমবার থেকে সেসব এলাকায় মশা নিধনের ওষুধ ছিটাতে ঢাকার দুই মেয়রকে নির্দেশ দেন মন্ত্রী।
ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন একটি পরিকল্পনা তৈরি করবে জানিয়ে তাজুল বলেন, তারা কীভাবে তা বাস্তবায়ন করছে সেই তথ্য মন্ত্রণালয়কে জানাতে হবে। মশক নিধনের ব্যাপারে সিটি করপোরেশনের কার্যক্রম তদারকিতে আমরা এবারও একটি সেল গঠন করেছি।
মন্ত্রী জানান, সিটি করপোরেশনে জনবলের সমস্যা থাকলে তা পূরণের ব্যবস্থা করা হবে। আউটসোর্সিংয়ের দরকার হলে তারও ব্যবস্থা করা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোর যদি টাকার দরকার হয় মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে। মশক নিধনের ওষুধের মজুত আছে, এবার ওষুধের কোয়ালিটি নিয়ে কোনো কথা আসেনি।
হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের নাম-ঠিকানা সরবরাহ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী। সেই ঠিকানা ধরে ডেঙ্গু রোগীদের বাসা বা আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটাতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভায় উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে