ঢামেক প্রতিবেদক
রাজধানী ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় হাসপাতালে ভর্তি আটজনের অবস্থাই গুরুতর। সবারই শ্বাসনালি পুড়ে গেছে। কেউই শঙ্কামুক্ত নন। ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার সকালের দিকে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় আট রোগী ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। দুজনের শরীর আংশিক দগ্ধ হয়েছে। এ ছাড়া সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।’
ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘আমাদের এখানে ভর্তি আছে আটজন। একজনের সর্বোচ্চ ৮ শতাংশ দগ্ধ হয়েছে। অনেকের কোনো বার্নই হয়নি। সবচেয়ে বিপজ্জনক হলো, তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। আমরা দেখতে পেয়েছি, তাদের অনেকের ভেতরে অসুবিধা আছে। সারিয়ে তুলতে সময় লাগবে।’
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী এই চিকিৎসক বলেন, ‘কোনো রোগী এখনো ঝুঁকিমুক্ত নয়। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবে, তাদের আমরা শঙ্কামুক্ত বলতে পারি না। আরেকটা কথা বলতে পারি, যখনই তারা ভালো হয়ে যাবে, তাদের যে মেন্টাল ট্রমা—আমি দেখলাম একটা বাচ্চা ভয় পাচ্ছে; চিৎকার শুনে ভয় পায়, রোগীরা ভীষণ আতঙ্কিত—এই আতঙ্ক, তা কবে কাটবে সেটা বলা যায় না।’
তিনি আরও বলেন, ‘এটার দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার। চিকিৎসকগণ বোর্ড বসিয়ে চিকিৎসা দিচ্ছেন। রেসপিরেটরি মেডিসিনের চিকিৎসকেরাও রোগীদের দেখছেন। প্রধানমন্ত্রী সব সময় রোগীদের খোঁজ খবর রাখছেন।’
এর আগে গতকাল শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর গোপীবাগ এলাকায় এলে ট্রেনটিতে আগুন দেখা যায়। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার কমলাপুরে রেলস্টেশনের দিকে আসছিল।
রাজধানী ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় হাসপাতালে ভর্তি আটজনের অবস্থাই গুরুতর। সবারই শ্বাসনালি পুড়ে গেছে। কেউই শঙ্কামুক্ত নন। ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার সকালের দিকে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় আট রোগী ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। দুজনের শরীর আংশিক দগ্ধ হয়েছে। এ ছাড়া সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।’
ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘আমাদের এখানে ভর্তি আছে আটজন। একজনের সর্বোচ্চ ৮ শতাংশ দগ্ধ হয়েছে। অনেকের কোনো বার্নই হয়নি। সবচেয়ে বিপজ্জনক হলো, তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। আমরা দেখতে পেয়েছি, তাদের অনেকের ভেতরে অসুবিধা আছে। সারিয়ে তুলতে সময় লাগবে।’
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী এই চিকিৎসক বলেন, ‘কোনো রোগী এখনো ঝুঁকিমুক্ত নয়। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবে, তাদের আমরা শঙ্কামুক্ত বলতে পারি না। আরেকটা কথা বলতে পারি, যখনই তারা ভালো হয়ে যাবে, তাদের যে মেন্টাল ট্রমা—আমি দেখলাম একটা বাচ্চা ভয় পাচ্ছে; চিৎকার শুনে ভয় পায়, রোগীরা ভীষণ আতঙ্কিত—এই আতঙ্ক, তা কবে কাটবে সেটা বলা যায় না।’
তিনি আরও বলেন, ‘এটার দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার। চিকিৎসকগণ বোর্ড বসিয়ে চিকিৎসা দিচ্ছেন। রেসপিরেটরি মেডিসিনের চিকিৎসকেরাও রোগীদের দেখছেন। প্রধানমন্ত্রী সব সময় রোগীদের খোঁজ খবর রাখছেন।’
এর আগে গতকাল শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর গোপীবাগ এলাকায় এলে ট্রেনটিতে আগুন দেখা যায়। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার কমলাপুরে রেলস্টেশনের দিকে আসছিল।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩২ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে